আসছে স্বল্পমূলের নতুন Xiaomi Redmi 2

screenshot-2015-01-04-14-09-04
বিজ্ঞান ও প্রযুক্তি: চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) এর জন্য ২০১৪ সালটা বেশ ভালোই কেটেছে। অনেকটা হঠাৎ করেই বাজারে এসে ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পেয়ে যাওয়া এই কোম্পানিটি জানিয়েছে, গত বছরে ৬ কোটিরই বেশি স্মার্টফোন বিক্রি করেছে। আর নতুন বছরে সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতিই নিচ্ছে শাওমি। শাওমির ফ্ল্যাগশিপ ফোন Mi সিরিজগুলো জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে থাকলেও বিক্রির দিক দিয়ে এগিয়ে রয়েছে তুলনামূলক কমদামের Redmi সিরিজ, চীনে যেগুলো Hongami নামে পরিচিত।

আর নতুন বছরে কমদামে স্মার্টফোন কিনতে আগ্রহীদের হাতে নতুন ফোন পৌঁছে দিতে কোম্পানিটি ঘোষণা দিয়েছে তাদের নতুন ফোনের, যার নাম Xiaomi Redmi 2. (আরও পড়ুন: ফায়ারফক্স ওএস নিয়ে কাজ করছে শাওমি) শাওমি তাদের ঘোষণায় জানিয়েছে, Redmi 2 ফোনে বর্তমান ফোনের ৪.৭-ইঞ্চি ৭২০পি রেজুলেশনের ডিসপ্লে থাকলেও, পরিবর্তন আসছে প্রসেসরে। কোয়ালকমের ৬৪-বিট সাপোর্টেড ৪১০ কোয়াড-কোর প্রসেসর দেয়া হয়েছে Redmi 2 ফোনটিতে। এছাড়াও ৮ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ ও ১ গিগাবাইট র‌্যামের ফোনটিতে ৮ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেয়া হবে। এমনকি নতুন ফোনের দু’টি সিম স্লটেই ৪জি নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে বলেও শাওমি তাদের ঘোষণায় জানিয়েছে। Redmi 2 ফোনগুলো পাওয়া যাবে বেশ কয়েকটি রঙে। আগের Redmi ফোনের মতোই Redmi 2 ফোনেরও আসল আকর্ষণ রয়েছে এর দামে। শাওমি জানিয়েছে, এই জানুয়ারির ৯ তারিখ থেকেই চীনের বাজারে বিক্রি শুরু হবে নতুন ফোনগুলো। আর এগুলোর দাম ডলারমূল্যে প্রায় ১১২ ডলার, যা এই স্পেসিফিকেশনের ফোনের জন্য নিতান্তই লোভনীয় বলা চলে।

অবশ্য কবে নাগাদ চীনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও Redmi 2 ফোনটি বিক্রি শুরু হবে সে ব্যাপারে শাওমি কিছু জানায়নি। তবে পূর্বের ঘটনা বলে, অচিরেই ভারত ও বাংলাদেশসহ অন্যান্য দেশেও বিক্রি শুরু হবে শাওমির Redmi সিরিজের নতুন ফোন, Redmi 2. নতুন ফ্ল্যাগশিপ ফোন এদিকে Redmi সিরিজে নতুন ফোনের পাশাপাশি ফ্ল্যাগশিপ Mi সিরিজেও নতুন ফোনের ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছে শাওমি। সূত্র জানিয়েছে, এ মাসের ১৫ তারিখেই চীনের বেইজিং-এ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন। উল্লেখ্য, শাওমির ফোনগুলোয় অ্যান্ড্রয়েডের একটি বিশেষ কাস্টোমাইজড সংস্করণ ব্যবহৃত হয় যাকে MIUI বলা হয়।

এই ফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও এগুলোর ইউজার ইন্টারফেস ও এক্সপেরিয়েন্স গতানুগতিক স্টক অ্যান্ড্রয়েড থেকে ব্যতিক্রম হয়ে থাকে। তুলনামূলক কম দামে ভালো হার্ডওয়্যার ও বিল্ড কোয়ালিটির ফোন বাজারে আনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে নেয় শাওমি। ফোন ছাড়াও শাওমির রয়েছে ফ্যাবলেট, ট্যাবলেট, স্মার্ট টিভি, সেট-টপ বক্স, পাওয়ার ব্যাংক ও হেডফোন।

চাইনিজ ফোন হলেই যে তা অন্য কোনো ফোনের অনুকরণে তৈরি হবে বা তার মান খারাপ হবে, সেই ধারণাই পাল্টে দিয়েছে শাওমি, যার ফলে চাইনিজ কোম্পানি হওয়ার পরও তাদের ফোনের চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। নতুন বছরে তাই কেবল এশিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও প্রথমবারের মতো সরাসরি ফোন বিক্রি শুরু করবে শাওমি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। অবশ্য তুমুল চাহিদা থাকলেও এখনই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে না কোম্পানিটি।

টিউনটি প্রথম প্রকাশিত হয়েছেঃ প্রথমদিন.কম
আমার ফেসিবুক পেইজঃ এখানে

Level 0

আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস