সকল বাঙালীর কাছে এক মিনিট সময় চাচ্ছি, বাংলাদেশের নাম উজ্জল করার জন্য

আশা করি সবাই ভালো আছেন। সকল বন্ধুদের সাহায্য চাচ্ছি, আমি ও আমার টিম (Atique IT) koding.com আয়োজিত (KODING GLOBAL HACKATHON) একটি কোডিং এর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম আর খুশির খবর হলো আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে টিকে গেছি। এখন সর্বশেষ পর্ব - ভোট। ভোটে যদি আমরা প্রথম হতে পারি তবে এই প্রোগ্রামিং প্রতিযোগিতাটি আমরা জিতে যাব - যা শুধু আমার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাই বাঙালী হিসেবে প্রতিটি বাঙালীর কাছে আমার আকুল আবেদন, আমাদের দুটি মিনিট সময় দিন আর আপনাদের মূল্যবান ভোটটি দিন।

ভোট দেওয়া নিয়ম:

  • প্রথমে এই লিংকটিতে যাবেন- http://hackathon.koding.com/entries/atique-it
  • ওয়েব পেইজের নিচে এক থেকে দশ পর্যন্ত দশটি বাটন আছে। দশে আমাদের কত নাম্বার দিতে চান তা দিন। আশা করবো দশই দিবেন।
  • এরপর "Vote" নামে একটি বাটন তার পাশেই দেখতে পারবেন। তাতে ক্লিক করে আপনার মূল্যবান ভোটটি দিন।
  • আপনার ভোটটি দেওয়ার পর পেইজটি আপনার ফেইসবুক ও টুইটারে শেয়ার করতে বলবে, দয়া করে আপনার ফেইসবুক ও টুইটারে শেয়ার করুন। ভয় পাবেন না - আপনার ফেইসবুক ও টুইটার হ্যাক হওয়ার কোনও সম্ভাবনা নেই। Greentree.
      তারপরও যদি কেউ বিষয়টি বুঝতে না পারেন তবে এই ছবি দেখে ভোট দিতে পারেন:

    বর্তমানে আমরা ছয় নাম্বারে আছি৷ এখন ছয় নাম্বার থেকে আরও উপরে উঠব নাকি নিচে নামব, সবকিছু আপনার হাতে। ভোটের শেষ তারিখ - 17-12-2014. আমরা শুধু এটাই প্রমাণ করতে চাই, আমরা বাংলাদেশী ফ্রীলান্সাররা ভিক্ষা করে USA কাছ থেকে ডলার নেই না৷ আমরাও কাজ পারি। আমরাও তাদের থেকে কম না। আশা করি সবাই আমাদের এটা প্রমাণ করার সুযোগ করে দিবেন। আপনি ভোট দিন এবং আপনার পরিচিত মানুষদের ভোট দিতে উৎসাহিত করুন। আর এ ব্যাপারে টেকটিউন পরিবারকেও আমাদের সহায়তা করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।

    Level 0

    আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    দশই দিলাম।

    আপনিতো ৩নম্বরে

    Level 2

    Good job. 10

    Level 2

    Done. 10. Best of Luck

    done

    ১০শে ১০ দিলাম 🙂