কি, ভাবনায় পড়ে গেলেন? টিউন তো আমরা করছিই, আবার আলাদা করে বলার কি? আছে, আলাদা করে বলার আছে কেননা আমরা আমাদের লেখাগুলিকে টিউনের মর্যাদা দিচ্ছি। তাই যখন সত্যিকারের টিউনের প্রসঙ্গ আসবে তখন বিষয়টার প্রতি আলাদা করে দৃষ্টি আকর্ষণের দরকার না?
জ্বি, ঠিকই ধরেছেন। আমি এখন মিউজিক প্রডাকশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তার আগে চলুন একটা বেসিক ধারণা দেওয়া যাক এই ধরণের সফটওয়্যার সম্পর্কে।
মিউজিক প্রডাকশন সফটওয়্যার বলতে আমরা স্বাভাবিক ভাবে যেটা বুঝব সেটা হল এমন একটি সফটওয়্যার যা দিয়ে মিউজিক অর্থাৎ গানবাজনা ইত্যাদি তৈরী করা যায়। একেবারে সরলীকৃত ডেফিনিশনে গেলেও এই ব্যাখ্যা ঠিক আছে। আমরা আরেকটু ভালভাবে যদি বুঝতে চাই বিষয়টা তাহলে বলতে হবে এভাবে: এমন কোনো সফটওয়্যার যা দ্বারা কোনো নতুন টিউন তৈরী বা রিমিক্স, অথবা কর্তন, বর্ধন ও বিশেষায়ন, কিংবা আরো নানাবিধ পরিবর্তন সাধন করা যায়, এবং সেগুলি কোনো পুরোনো টিউনের ক্ষেত্রেও কার্যকরী হতে পারে; এবং একটি পূর্ণাঙ্গ গান/মিউজিক সহজে তৈরী বা এডিট করতে বিশেষভাবে সহায়ক।
মিউজিক প্রডাকশন সফটওয়্যার গুলোকে আমরা DAW (Digital Audio Workstation) বলতে পারি। এসব DAW সফটওয়্যারের বেশ কিছু প্রকারভেদ আছে। কিছু সফটওয়্যার আছে যেগুলি দিয়ে শুধু অডিও এডিটিং এর কাজ করা যায়, আবার কিছু আছে যা দিয়ে মিউজিক তৈরীর কাজ করা যায়। আবার কিছু রয়েছে যাতে দু'টোই একসাথে করা যায়।
কারো কারো ধারণা হতে পারে যে, যেটি দিয়ে দু'কাজ একসাথে করা যায় সেটি বোধহয় আরো ভাল। তাদের ধারণা যে একেবারে অমূলক তা নয়, তবে আমার অভিজ্ঞতা বলে - যে কাজের জন্য যে সফটওয়্যার ডেডিকেটেড সেটা সেভাবেই ব্যবহার করা উত্তম। তবে dual purpose সেইভাবে সার্ভ করার মত DAW সফটওয়্যার-ও আছে, তবে তার হার্ডওয়্যার রিকুয়্যারমেন্ট অনেক। প্রায় লাখের অধিক টাকার মামলা।
যাই হোক, এবার আমরা পর্যায়ক্রমে কিছু DAW কে সামনে আনবো যেগুলি বিগিনার লেভেলে যারা টিউনিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য বেশ উপকারী। প্রথমেই আসবে ফ্রি সফটওয়্যার Audacity-এর নাম।
এই সফটওয়্যার টা ইন্টারনেটে বিনামূল্যে পাওয়া যায়। উইন্ডোজ এবং লিনাক্স দু'য়ের জন্যই রয়েছে এর ভার্সন। এটি খুব ছোট সাইজের, কিন্তু কথায় বলে না – ছোট মরিচে ঝাল বেশি? এর ব্যাপারটাও ঠিক তাই। মাত্র ২.১ মেগাবাইট সাইজের এই সফটওয়্যারটিতে এত রকমারি অপশন ঢুকানো যে অবাকই লাগে।
আমার বেশ কিছু প্রফেশনাল ও সেমিপ্রফেশনাল DAW সফটওয়্যার নিয়ে অল্পবিস্তর ঘাটাঘাটি করা হয়েছে। আমার মনে হয়েছে Audacity ওসব থেকে কোনো অংশে কম যায় না।যেকোনো অডিও ফাইলকে আপনি একটি ট্র্যাকে এনে সেটিকে ইচ্ছামত কাটা ছাটা করতে পারবেন। ডুপ্লিকেট ট্র্যাকে পেস্ট করে সেটাকে লেভেলিং করে নিজের মত ইফেক্ট দিতে পারবেন। পুরো অডিও ট্র্যাকটি অথবা এর অংশবিশেষ সিলেক্ট করে তার ভলিউম বা স্পিড বাড়ানো-কমানো, পিচ-শিফট, হল বা ইকো ইফেক্ট, নইজ ডিডাকশন ইত্যাদি করতে পারবেন। দরকার পড়লে অডিও ফাইলটির একটি নির্দিষ্ট অংশ মুছেও ফেলতে পারবেন। সেই স্থলে অন্য কোনো আওয়াজ ঢুকিয়ে দিতে পারবেন।
ছবিগুলো দিলাম just কিছু অপশন কিরকম আছে সেটা দেখানোর জন্য।
আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। দু'বছর আগে আমার এক কাজিনের বিয়ের সময়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন হয়েছিল। নাচের কোরিওগ্রাফি এমন কো-অর্ডিনেশনে ছিল যে একটা গান থেকে আরেকটা গানের কোনো গ্যাপ নাই; মানে... একটা গানের অংশবিশেষ বাজবে, তার সাথে নাচ হবে স্টেজে, একটা নির্দিষ্ট মূহুর্তে গান পরিবর্তিত হয়ে যাবে এবং সেই সাথে নাচের ঝোঁক-ও সিনক্রোনাইজ করবে। ঐ সময়ে গান কেটে কেটে জোড়াতালির কাজ, নাচের প্রয়োজন অনুসারে স্পিড-আপ করা, অন্য গানের গ্রুভ এটার সাথে মিক্স - এসবের পুরোটাই এই সফটওয়্যার দিয়ে করা। আমার কম্পিউটারের প্রফেশনাল সাউন্ডকার্ড না হয় উচ্চমানের DAW চালানোর উপযুক্ত, আমার কাজিনের কম্পিউটার কিন্তু তেমন ছিল না। অডাসিটি'র মত খুব সাধারণ অথচ ক্ষমতাসম্পন্ন সফটওয়্যারটি থাকায় ঐভাবে অডিও এডিটিং-এর কাজ বেশ সহজ হয়ে গিয়েছিল।
সফটওয়্যারটির ক্যাসেট-টু-ফাইল কনভার্সনের একটি টিউটোরিয়াল এই আলোচনায় রয়েছে, যেখানে এই সফটওয়্যারের একটি ব্যবহার দেখানো হয়েছে। যারা সেটা শিখতে চান গিয়ে দেখে আসতে পারেন। তবে আমার আলোচনার বিষয়বস্তুর সাথে ওটাকে গুলিয়ে ফেলবেন না যেন।
আমার গতকাল বিকালে বসে করা একটা sample project এখানে শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু ঠিক শিওর হতে পারছি না ব্লগে অডিও ফাইল ঢুকানো যায় কি না। কেউ জানালে ভাল হয়। তখন আমার DAW ব্যবহার করে তৈরী করা বিভিন্ন কাজের নমুনা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি। এটার সিকুয়েলে আরেকটি DAW নিয়ে আলোচনা করব। ততদিনে মনে হয় এই সহজ সফটওয়্যারটি আপনারা বশীকরণ করে ফেলতে পারবেন।
আজ এখানেই ইতি টানি। চিন্তা নেই, আবার আসব। Till then, প্রপার টিউনিং-এ থাকবেন সবাই এই কামনা করি। ভাল রেজোনেন্স এবং হারমোনাইজেশন হবে 🙂
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সঙ্গীত-বিষয়ে বিশেষ আগ্রহ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।