খুব সহজে বানিয়ে নিন একটি রকেট।

সুপ্রিয় বন্ধুগন আমি টেকটিউনসে নতুন টিউনার।

আস্তে আস্তে লিখতে লিখতে পুরাতন টিউনার হয়ে যাবো ইন-শা-আল্লাহ।

আমার আজকের টিউন হচ্ছে: হাতের কাছের জিনিষ দিয়ে আপনি চাইলে একটি রকেট বানাতে পারেন। এর আগে অনেকে এ নিয়ে টিউন করছে কিনা জানিনা। যদি করে ও থাকে তবে ভালো। তবে আমার টিউন  থেকে হতে পারে নতুন কিছু পেতে পারেন।

১. প্রথমে আপনাকে কিছু পাইপ যোগাড় করতে হবে।

২. আগুন ধরানোর ব্যাবস্থা করতে হবে। তার জন্য গ্যাস ও গ্যাস লাইটের পাথর অথবা ইলেক্ট্রিক সিস্টেম ব্যবহার করতে পারেন।

৩. লাগবে একটা আরসি অথবা কোক এর বতল।

৪. স্কু

৫. কর্ক অথবা পাইপ লকার।

৬. পোম।

নিচের চিত্র দেখুন।

ঘাম লাগিয়ে চিপি দিয়ে পাইপের এক মুখ বন্ধ করুন।

এখন নিচের ইনস্টুমেন্ট গুলো দেখুন।

নিচের মত কানেকশন দিন।

এবার সতর্ক ভাবে ফোমটা কাটুন এবং পাইপে মুড়িয়ে নিন।

এরপর এভাবে টেপ দিয়ে মুড়িয়ে নিন।

তারপর পাইপ থেকে পোমটা খুলে নিন।

তারপর বতল টাকে নিচের মত কেটে নিন।

এবার আইকা দিয়ে বতলের চিপি লাগান।

ফোমের সাথে এটাকে সেট করুন।

এবার টেপ দিয়ে বালো ভাবে মুড়িয়ে নিন এবং খেয়াল করবেন যাতে ভিতর থেকে বাতাস বাইরে যেতে না পারে।

তৈরি হয়ে গেলো আপনার রকেট।

এবার কার্যকর এর পালা। কিভাবে রকেট লান্স করবেন।

প্রথমে রকেট স্টেশানে রকেট টা বসাবেন। তার আগে স্টেশানের মধে জ্বলানি গ্যাস বিশেষ করে মিথেন দিয়ে ভর্তি করুন।

তার পর রকেট টা বসান। এবার বিদ্যুতে চুইচটা চাপলেই রকেট স্টেশানে বিস্পোরন ঘটবে এবং সাথে সাথে রকেট লান্স হবে।

নিচের চিত্র অনুসরন করুন।

কোন যায়গায় বুঝতে অসুবিধা হইলে টিউমেন্টস করে জানাবেন।

বি:দ্র: টিউনে কোন প্রকার ক্ষতির স্বিকার কেউ হলে এই জন্য টিউনার দায়ি নয়।

আমার পরিচয়ঃ

মোঃ হাবিবুর রহমান।

পড়াশুনা কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং

সিটি ইউনিভার্সিটি।

ফেসবুকে আমি

https://www.facebook.com/xphabibrubel

https://www.facebook.com/isca.habib

টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Level New

আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আগেই এগুলি বানিয়েছিলাম। জিনিসটা মজার

    Level New

    @খাঁন রোজেন: সত্যিই মজার। ধন্যবাদ।

Level New

এতো দেখছি জিলাপীর প্যাঁচের মত সোজা…………….। 😛

    Level New

    @Razu: আসলে দেখতে টিউনটা বড় ঠিকই তবে এত কঠিন না। চেষ্টা করলে যে কেউ এটা পারবে।

রকেট এর উরন্ত ছবি দিলে আরও সুন্দর হতো

    Level New

    @আমিন: আচ্চা পরবর্তিতে দেওয়ার চেষ্টা করবো।

vai ami sabta buji nai….fireing korbo kivabe okhan ta aktu details a bolun ar electric fire korbo kivabe ar kothay pabo

    Level New

    @শাহরিয়ার শুভ: ফায়ারিংটা আসলে সোজা জিনিষ। আমি সবটি টিউনে উল্লেখ করেছি। তার পরও বলি। আপনি যখন গ্যাস ভর্তি করবেন তখন আপনি একটা গ্যসলাইটের পাথর যে সিষ্টেমে আগুন জ্বালায় সে সিষ্টেমে ফায়ারিং করবেন। এক্ষেত্রে ইলেক্ট্রিক ফায়ারের দিকে নাগেলেও চলে।

অসংখ্য ধন্যবাদ। প্রিয়তে রেখে দিলাম।

    Level New

    @জাওয়াদ: আপনাকেও অসংখ ধন্যবাদ ও স্বাগতম।

ভাল কিন্তু আমার দ্বারা সম্ভব না

    Level New

    @SAHEB BISWAS: সম্ভব না হলেও কোন সমস্যা নেই। তবে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 2

Methane gas kothay pabo ar electric fire korbo kivabe ektu bujhiye bolun

    Level New

    @saeedrony: মিথেন গ্যসটা হচ্ছে জ্বালানি গ্যাস। এটা আপনি যেকোন মার্কেটে পেতে পারেন। অথবা এক্ষেতে গ্যস লাইটের গ্যাসও ব্যবহার করতে পারেন।

Tune শুন্দর হয়েছে ! কিন্তু প্রানবন্ত হয় নাই ! মানে আপনি বলেছেন ইন্সট্রুমেন্ট গুলা দেখুন, তার পর বললেন নিচের পিকচারের মত কনেক্ট করুন। !
১,ইন্সট্রুমেন্ট এর নাম বলেন নাই বা কথায় পাবো তা বলেন নাই
২। কনেকশন কিভাবে দিবো তাও বলেন নাই। এবং এই টিউন্টা আরেকটু এলাবরেট করে লিখেন তাইলে আর শুন্দর হবে।
৩। আরেটা জিনশ , মিথেল গ্যাস কখনই ঐ রকেট লাঞ্চারে খালি জায়গায় জমা হবে না ! কারন গ্যাস উড়ে চলে যাবে । সো আমার মনে হওয় এই এক্সপেরিমেন্ট করা পসিবাল না !
গ্যাসকে কম্প্রেস করতে পারবেন না এভাবে। আপনি যখন গ্যাস ঢালবেন তখন তা উড়ে চলে যাবে। ঐ লাঞ্চারে জমা হবে না ! কখনই না !
https://fbcdn-photos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-0/q81/s320x320/10801694_320453344814188_892835277419555124_n.jpg?oh=874b9c2e1d827ba7cfe2e0bf6cd43271&oe=550FF210&__gda__=1427323709_e0cb60be2affb475326edfe2e549a800
এই ইমেজ অনুযায়ী কথা বললাম

জিনিসটা মজার

মজার বাট মনে হয় পারবোনা ।
পুরোটা ভিডিও করে ইউটিউব এ দিলে ভাল লাগবে ।

    Level New

    @নীলোৎপল বেদী: দেওয়ার চেষ্টা করবো। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

হুম আসলেই অনেক মজার জিনিস 😀 প্রিয়তে রাখলাম

    Level New

    @অদৃশ্যলোক: Thank you.

বুঝলাম কিন্তু ,আর electric fire এর জন্য কি লাগবে?
আর আপনি লম্বা যে সুইজ টা দেখালেন ওটা কি? ওগুলো ছাড়া কি করে সম্ভব একটু বলবেন. আর গ্যাস দিয়ে কি সরাসরি আগুন দিব ?
ধন্যবাদ

    Level New

    @শাহরিয়ার শুভ: মাঝে মধ্যে আমরা গ্যসলাইট খুললে গ্যাস জ্বালানোর জন্য অর্থাত আগুন ধরানোর জন্য একটা ক্ষুদ্র ইলেট্রিক সিস্টেমের ব্যবহার দেখি যার দ্বারা অতিসামন্য পরিমান কারেন্ট ফ্লো হয়। আমি ইলেক্টিক ফায়ার বলতে সেটাই বুঝিয়েছি। আর একটা কথা সরাসরি আগুন ধরাবেন না। আপনি গ্যাস ভিতরে প্রবেশ করানোর পর রকেট যখন রকেট স্টেশানে বসা থাকবে তখন আপনি বৈদুতিক সুইচটা অন করলেই ভিতরে একটা বিস্পেরন ঘটবে এবং সাথে সাথে রকেট লান্স হবে।

ভালো লাগলো

    Level New

    @মেহেদী হাসান: Thank you.

      @Habibrubel: জ্বলানি গ্যাস বিশেষ করে মিথেন দিয়ে ভর্তি করুন, মিথেন গ্যস কীভাবে তৈরি করবো..? আগুন ধরানোর ব্যাবস্থা করতে হবে। তার জন্য গ্যাস ও গ্যাস লাইটের পাথর অথবা ইলেক্ট্রিক সিস্টেম ব্যবহার করতে পারেন, এই বিষয়টা ক্লীয়ার করুন।আর আপনি আগুন ধরানোর জন্য যেটা ব্যবহার করেছেন সেটা কীভাবে তৈরি করেছেন তা বলূন। এই সব বিষয় টিউনে এ্যড করুন তাহলে টিউনটা পরিপূন হবে।আশাকরি আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন।