সুপ্রিয় বন্ধুগন আমি টেকটিউনসে নতুন টিউনার।
আস্তে আস্তে লিখতে লিখতে পুরাতন টিউনার হয়ে যাবো ইন-শা-আল্লাহ।
আমার আজকের টিউন হচ্ছে: হাতের কাছের জিনিষ দিয়ে আপনি চাইলে একটি রকেট বানাতে পারেন। এর আগে অনেকে এ নিয়ে টিউন করছে কিনা জানিনা। যদি করে ও থাকে তবে ভালো। তবে আমার টিউন থেকে হতে পারে নতুন কিছু পেতে পারেন।
১. প্রথমে আপনাকে কিছু পাইপ যোগাড় করতে হবে।
২. আগুন ধরানোর ব্যাবস্থা করতে হবে। তার জন্য গ্যাস ও গ্যাস লাইটের পাথর অথবা ইলেক্ট্রিক সিস্টেম ব্যবহার করতে পারেন।
৩. লাগবে একটা আরসি অথবা কোক এর বতল।
৪. স্কু
৫. কর্ক অথবা পাইপ লকার।
৬. পোম।
নিচের চিত্র দেখুন।
ঘাম লাগিয়ে চিপি দিয়ে পাইপের এক মুখ বন্ধ করুন।
এখন নিচের ইনস্টুমেন্ট গুলো দেখুন।
নিচের মত কানেকশন দিন।
এবার সতর্ক ভাবে ফোমটা কাটুন এবং পাইপে মুড়িয়ে নিন।
এরপর এভাবে টেপ দিয়ে মুড়িয়ে নিন।
তারপর পাইপ থেকে পোমটা খুলে নিন।
তারপর বতল টাকে নিচের মত কেটে নিন।
এবার আইকা দিয়ে বতলের চিপি লাগান।
ফোমের সাথে এটাকে সেট করুন।
এবার টেপ দিয়ে বালো ভাবে মুড়িয়ে নিন এবং খেয়াল করবেন যাতে ভিতর থেকে বাতাস বাইরে যেতে না পারে।
তৈরি হয়ে গেলো আপনার রকেট।
এবার কার্যকর এর পালা। কিভাবে রকেট লান্স করবেন।
প্রথমে রকেট স্টেশানে রকেট টা বসাবেন। তার আগে স্টেশানের মধে জ্বলানি গ্যাস বিশেষ করে মিথেন দিয়ে ভর্তি করুন।
তার পর রকেট টা বসান। এবার বিদ্যুতে চুইচটা চাপলেই রকেট স্টেশানে বিস্পোরন ঘটবে এবং সাথে সাথে রকেট লান্স হবে।
নিচের চিত্র অনুসরন করুন।
কোন যায়গায় বুঝতে অসুবিধা হইলে টিউমেন্টস করে জানাবেন।
বি:দ্র: টিউনে কোন প্রকার ক্ষতির স্বিকার কেউ হলে এই জন্য টিউনার দায়ি নয়।
আমার পরিচয়ঃ
মোঃ হাবিবুর রহমান।
পড়াশুনা কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং
সিটি ইউনিভার্সিটি।
ফেসবুকে আমি
https://www.facebook.com/xphabibrubel
https://www.facebook.com/isca.habib
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আগেই এগুলি বানিয়েছিলাম। জিনিসটা মজার