পৃথিবীতে যাদের ক্রিয়েটিভ মাইন্ড তারা শুধু আজব আজব জিনিস তৈরী করে। তাদের মধ্যে অনেকেই চায় যেন মানুষ আরো সহজে সব কাজ করতে পারে। এইরকম এক ক্রিয়েটিভ মাইন্ডএর মানুষ আমাদের জন্য তৈরী করেছে এমন এক জিনিস যা আমরা শুধুমাত্র ফটোশপ এ ব্যবহার করতে পারতাম। যার নাম Color Picker. এর অন্য নাম Eye-Dropper Tool.
এটি এখনো তৈরী হয়নি, উনি শুধুমাত্র Concept টা তুলে ধরেছেন। এই Device টার নাম দিয়েছেন Color Picker Pen. দারুন এক Concept. Concept টি হলো, ধরুন আপনি আপেল এর মত লাল রঙটি চাচ্ছেন। তাহলে আপনি যা করবেন, এই penটির মাথায় একটি Optical Sensor আছে সেটিকে আপেলের গায়ে ধরে কন্ট্রোল বাটনটি চাপ দিলেই সেটি আপেল এর লাল রঙটি Pick করে নিবে। এটি তো গেল একটি কালার, তবে যদি অন্য কালার চাই? এর মধ্যে তিনটি Ink Cartridge থাকবে যার মধ্যে RED, GREEN, BLUE অর্থাৎ RGB কালার থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে এটি দিয়ে প্রায় সব ধরনের রঙ করা সম্ভব।
যদি কালো চান, তাহলে এটি লাল আর সুবজ রঙের মিশ্রণ ঘটিয়ে কালো রঙ দিবে আপনার drawing অথবা লিখার জন্য। এর মধ্যে তিনটি জিনিস একত্র করা হবে।
১. Optical Sensor
২. RGB Ink Cartridge
৩. Pen Ball
ও ! ওনার নামটি তো বলতে ভুলে গেছি।
তার নাম Jinsu Park. উনি একজন Korean designer. যাইহোক ওনার কন্সেপটা তো অনেক ভালো, এখন শুধু আমাদের অপেক্ষার পালা।
অপেক্ষায় রইলাম Mr. Jinsu Park 😀
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস