কেমন আছেন সবাই? টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন। আমি বাংলা কীবোর্ড লিখতে পারিনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টেকটিউনস কমিউনিটিতে যুক্ত হওয়ার অদম্য ইছছা শক্তি আমাকে টিউন লিখতে আনুপ্রানিত করেছে ।
আজ আমি আপনাদেরকে স্যামসাং এর নতুন স্মার্ট ঘড়ির সাথে পরিচয় করিয়ে দিব।
প্রথমে বলে নিলাম, আমি ওডেস্ক এ রিভিউ লেখি, তাই বলে আমি কোন প্রচারনা করছিনা, এডমিন ভাই যেন ভুল না বুঝেন ।
স্যামসাং এর নতুন স্মার্ট ঘড়ি, স্যামসাং এর একটি নতুন উদ্ভাবন, এটি মোবাইল ফোন ছাড়া কল গ্রহণ করতে সক্ষম এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর সর্বশেষ সফল প্রচেষ্টা।
জানা যায় যে, বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের সৃষ্টিকর্তা স্যামসাং এর দ্বিতীয় কোয়ার্টার উপার্জন দুর্বল ও অপ্রত্যাশিত, যার নেতৃত্বে তার মোবাইল ডিভাইস বিভাগ, উপার্জন গতি বৃদ্ধি করতে এবং মন্দা মোকাবেলায় স্যামসাং নুতন নুতন ডিভাইস বাজারে আনার চিন্তা ভাবনার ফসল হল স্মার্ট ঘড়ি ।
স্যামসাং ক্রেতাদের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক রাখতে ও তাদের চাহিদা বুঝিতে পারে , যা তাদেরকে মার্কেট নিয়ন্ত্রণকারক হিসাবে পরিচয় এনে দিলো, বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী শুধু অ্যাপল, এই বছর অ্যাপল তার নিজস্ব ডিভাইস আনতে পারবে বলে আশা করছে ।
গিয়ার এস নামক স্যামসাং এর নতুন স্মার্ট ঘড়িতে, একটি বড় 2 ইঞ্চি বাঁকা display, ওয়াইফাই সংযোগ, এবং বিল্ট ইন জিপিএস বৈশিষ্ট্য আছে, এই ডিভাইসটি স্যামসাং এর Tizen অপারেটিং সিস্টেম-এ চলবে।
স্যামসাং গিয়ার এস স্মার্ট ঘড়ি, অক্টোবর থেকে বিক্রি শুরু হবে, এটার মূল্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি । ভালো থাকবেন সবাই।
ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
সময় পেলে ঘুরে আসুন আমার ব্লগ সাইট থেকে ।
আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।