আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে ধন্যবাদ জানাই টেকটিউনস কে, রেজিঃ খুলে দেওয়ার জন্য, এই রেজিঃ খুলে দেওয়ার পর থেকে দেখছি অনেক ভাল ভাল টিউনার তাদের টিউন নিয়ে অলরেডি ধুম লেগেছে তাদের মধ্যে কে ভাল টিউনের মধ্যে এগিয়ে যায়। মাশাআল্লাহ, দোয়া করি টেকটিউনস আরো অনেক এগিয়ে যাক, তাই আমিও আপনাদের জন্য আজ আসলাম প্রযুক্তির ভাললাগা অনেক গুলো ছবি নিয়ে দেখুন ভাল লাগবে!
১। আধুনিক জীবন
২। what is your OS?
৩। কপি পেষ্ট
৪। ফটোশপ ভার্সন
৫। কি মারাত্বক
৬। ফটোসপ খেলা।
৭। ফেইসবুক বেলা।
৮। ১৯৮০ – ২০১৪ পর্যন্ত কম্পিউটার ব্যবহারকারী পার্থক্য।
৯। ফটোশপ যাদু
১০। ফেইসবুক শর্টকার্টঃ
১১। সকল প্রকার Android ভার্সন।
১২। খুজি তোমায় পাশে আমায়।
১৩। This Modrn life
১৪। ডিম লাগবে ডিম
১৫। সাইকেল শিখার দারুন পদ্ধতি
১৬। Where is the any key
১৭। মিনা রাজু
১৮। Logoff Warning
১৯। লাইফ
২০। আর কত লম্বা দেখবো সামনে আল্লাই ভাল জানে
২১। The night I lost contral
২২। আমরা সবাই ফেসবুক বাসিন্দা (ফেসবুক দুনিয়া)
২৩। পিসি থেকে আমার মোবাইল দেখি ভাল গেম খেলা যায়।
২৪। প্রযুক্তি দিয়ে শিশুকে পড়ানো।
২৫। কিছু না
২৬। কারুকাজ
২৭। ব্যাগের মত দেখতে Alt কি
২৮। বাস্তবে মনে হলোও তা কিন্তু অবাস্তব।
২৯। অবশেষে বের হল ফেসবুক ঘড়ি
৩০। দাঁড়াও দেখাচ্ছি মজা
৩১। অবশেষে প্রযুক্তি নিয়ে আমি
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হাহাহা! দারুণ হয়েছে ছবিগুলো।