আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে টেকটিউন্স কে ধন্যবাদ জানাই, কারন এই সাইট থেকে আমি অনেক কিছু শিখেছি, আর শিখতে শিখতে কখন যে আমার ২৫০ তম টিউন এ হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ ২৫০ তম টিউন উপলক্ষ্যে নিয়ে আসলাম ভাললাগা কিছু প্রযুক্তির ছবি নিয়ে, আশা করি সকলের ভাল লাগবে।
তাহলে আসুন এক এক করে দেখে নিই প্রযুক্তির ভাললাগা ছবিগুলো।
১। ডিজিটাল ক্লাসে নোট সংগ্রহ
২। VLC মিডিয়া প্লেয়ার।
৩। কাপড় ধোয়া/শুকানোর দারুন এক মেশিন
৪। মোবাইল আইলো সব শেষ ।
৫। বুদ্ধি থাকলে সবকিছু করা যায়।
৬। ছোটবেলার সেই গেমস NEED FOR SPEED
৭। ইন্টারনেট থেকে ভিডিও ডাওনলোড করার পদ্ধতি।
৮। নকিয়া মোবাইল দিয়ে বানানো হাতুড়ী।
৯। কম্পিউটারের পোর্ট।
১০। বিশ্বের সবচেয়ে বড় ল্যাপটপ !
১১। আমাদের জীবন!!
১২। Electronic ব্যান্ড
১৩। ফটোশপে কাজ করা অসাধারণ একটি কাজ।
১৪। ডিজিটাল পদ্ধতিতে বর্ণমালা শিক্ষা।
১৫। নতুন নতুন ফেসবুকার।
১৬। দারুন আইডিয়া, USEFULL OR NOT??
১৭। Apple Product
১৮। Iphone Bed
১৯। বিশ্বের প্রথম ল্যাপটপ।
২০। গুগলস Wi-Fi balloons to travel thrice around world
২১। ভূতের মত দেখতে Pendrive!
২২। ফেইসবুক Data Center সুইডেন।
২৩। সুন্দর সিস্টেম USB HUB
২৪। আইফোন 24
২৫। জাতির বিবেকের কাছে প্রশ্ন!
২৬। অদ্ভুত!!
২৭। আমাদের দাবি মানতে হবে।
২৮। WiFi
২৯। ল্যাপটপ ব্যাটারি ঠান্ডা করার নিয়ম!
৩০। মজা লাগলো ।
৩১ । সবশেষ প্রযুক্তিতে আমি
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাল লাগল।