থমকে গেছে প্রযুক্তিপণ্যের (কম্পিউটার ) আমদানি

টানা অবরোধের কারণে ঢাকার প্রযুক্তি বাজার এখন প্রায় ক্রেতাশূন্য, পাশাপাশি কম্পিউটার পণ্যের আমদানিও থমকে আছে। বিক্রেতারা জানান, টানা ছয় দিন অবরোধের পর গতকাল শনিবার থেকে আবার অবরোধ-হরতাল শুরু হওয়ায় বিকিকিনি নেই বললেই চলে। তবে শুক্রবার বেচাকেনা ভালো হয়েছে। এ চিত্র দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার থেকে শুরু করে সব জায়গায় একই রকম।

গতকাল ঢাকার প্রযুক্তি বাজারগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানই ফাঁকা, বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। বাজারের এ অবস্থা নিয়ে রায়ানস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে বেচাকেনা হয় না, বিষয়টা পুরো ঠিক নয়। এই অবস্থায়ও ৫০-৬০ শতাংশ বেচাকেনা হচ্ছে। তবে শুক্রবার বেচাকেনা দ্বিগুণ হয়ে থাকে। চলমান অবস্থায় বেচাকেনা কম থাকায় অনেক বিক্রেতা তাঁদের পণ্য কেনা দামে বিক্রয় করে দিচ্ছেন বলে জানান তিনি।

বাজারের যখন এ অবস্থা, তখন থমকে আছে আমদানি-প্রক্রিয়া। বাংলাদেশের কম্পিউটার বাজার প্রায় পুরোটাই আমদানিনির্ভর। তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘গত চার মাসে ৮০ শতাংশ আমদানি কমেছে। আমরা এত দিনে প্রযুক্তি ক্ষেত্রে যে উন্নতির একটি পথ তৈরি করেছিলাম, এ অবস্থা চলতে থাকলে সেটি টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।’ একই রকম কথা বলেন আমদানিকারক কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজল আরিফ। তিনি বলেন, ‘এই অবস্থায় আমদানি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। বাজারে ক্রেতা না থাকায় আমরা ঠিকভাবে আমদানি করতে পারছি না। তা ছাড়া এই অবস্থায় আমরা সাধারণ বা করপোরেট ক্রেতা, কাউকেই ঠিকভাবে সেবা দিতে পারছি না।’

আরেক আমদানিকারক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বলেন, ‘আসলে এই অবস্থা অনেক দিন ধরেই শুরু হয়েছে। আমরা যাঁরা আমদানি করি, তাঁদের প্রত্যেকেরই লেটার অব ক্রেডিট (এলসি) করা থাকে, যার কারণে মালামাল আছেই। তবে আমরা ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে আমদানি করে থাকি। এই অবস্থায় প্রযুক্তি বাজারে বেচাকেনা কম থাকায় আমাদের পণ্যগুলো মজুত অবস্থায় পড়ে আছে।’ তিনি বলেন, ‘আমরা যাঁরা আমদানি করে থাকি, তাঁদের প্রত্যেকেরই ব্যাংক থেকে ২০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া আছে। এমন অবস্থা থাকলে আমাদের দেউলিয়া হয়ে যেতে হবে।’ তথ্যপ্রযুক্তি খাতের ধারাবাহিক অগ্রগতি টিকিয়ে রাখতে এ অবস্থার দ্রুত অবসান হওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

- প্রথম আলো

সময় পেলে নতুন হিন্দি অ ইংলিশ মুভি ডাউনলোড এর জন্য এই site টি visit করতে পারেন ।

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1000% সত্য । আমার মনে হয় যে শুধু প্রযুক্তিই নই পুরা দেশই থমকে পরবে এই অবরধে ।।।