হোস্টিং সার্ভারের জায়গা বাঁচাতে সাইটের সব ইমেজ এক্সটার্নাল সাইটে হোস্ট করলাম। তাও তেনাদের পছন্দ হইলো না। দুইন্যাত ভালা মাইনষের ভাত নাইরে পাগলা! মাস না ঘুরতেই ওয়েবহোস্টিং বাবদ বিরাট এক বিল ধরিয়ে দিল। বিলকৃত এমাউন্টটা দেখে চক্ষু চড়কগাছ! মনুষ্য শিশু পালনের থেকে ওয়েবসাইট পালার বিল বেশী! ধূর শালা...নিকুচি করি তোগো পেইড হোস্টিং-এর। রাগে-দুঃখে সাইট বগলদাবা করে ফ্রি হোস্টে চলে আসলাম। কোন অতীত অভিজ্ঞতা ছাড়াই সাইট ব্যাকআপ আর রিস্টোরে চমৎকার খেলা দেখিয়েছি, এক্কেবারে ক্লোনিং যাকে বলে! যদিও স্পিড কিছুটা কম, কিন্তুক ফ্রিতে ১০ গিগাবাইট স্টোরেজ আর ১০০ গিগাবাইট মাসিক ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে! গায়ক তপুর মত করে গেয়ে উঠলাম- এই কি বেশী না, বলো এই কি বেশী না?! উপরি পাওয়া হিসেবে ফুল সিপ্যানেল এক্সেস, টেকনিক্যাল সাপোর্ট সবই দিচ্ছে । যদিও ফ্রি সার্ভিস নিচ্ছি তবু এরা আমার সাইটে নিজেদের এডের উৎপাত করবেনা কসম খেয়ে বসে আছে।
এবার সকল টিউনার ভাইদের কাছে এই অধমের একটা বোকা বোকা প্রশ্ন - এরকম ফ্রি হোস্ট সাইট থাকতে পয়সা খরচ করে হোস্টিং কেনার আদৌ কি কোন দরকার আছে? অনেক বেশী ভিসিটর হলে নাহয় অন্য বিবেচনা কিন্তু আমার মত মাঝারি মাপের সাইটে ফ্রি হোস্টিং এ সমস্যা কোথায়? এর জবাব জানাটা খুব জরুরী হয়ে পড়েছে। আপনাদের জ্ঞানের উপর আমার অগাধ আস্থা। আশা করছি হতাশ করবেন না...
___________________
আজকে দুপুর থেকে সাইট মেইন্টেনেন্সে থাকার সময় ফেসবুক গ্রুপে মেসেজ দিয়ে যারা এই নিষ্ঠুর ওয়েবস্পেসে বেঁচে থাকার যুদ্ধে সাহস যুগিয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা সাইট পটল তুলেছে ভেবে দীর্ঘশ্বাস ফেলেছিলেন তাদেরকে সেইসব দীর্ঘশ্বাস ফেরত নেয়ার তীব্র দাবী জানাই! সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!
__________
আমি ডাউনলোড পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশীরভাগ সময়ই মন খারাপ থাকে। মন ভালো করতে প্রচুর মুভি, গান, সফটওয়্যার ডাউনলোড করি। সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!
একদিন যখন কোন ওয়ার্নিং ছাড়া ফটাৎ করে সব হাওয়া হয়ে যাবে তখন শরিফের মত বলবেন, ও বন্ধ লালগোলাপী কই গেলার 😛