আপনার মনিটর কে আপনার চোখের বন্ধু বানান।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমি টেকটিউন এ একজন নতুন টিউনার। আমার ভাষার ব্যবহার তেমন একটা গ্রহণযোগ্য না।

যাই হোক, আজ আমি আপনাদের সাথে এমন  একটি software শেয়ার করব যার নাম Flux , যা প্রত্যেক computer user এর জন্য  ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। সাধারণত মনিটরের আলো দিনে যতটুকু উজ্জ্বল দেখা যায় রাতেও ততটুকু ঊজ্জল দেখা যায়। যার ফলে রাতে দীর্ঘ সময় কাজ করলে মনিটরে লেখা বা ছবি ঝাপসা  লাগে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরের আলো পরিবর্তন হয় না বলেই এ সমস্যা দেখা দেয়।

'ফ্লাক্স' নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মনিটরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। মাত্র ৫৪৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি  নিচের ঠিকানা থেকে নামিয়ে নিন। জিপ ফাইলটি আনজীপ করুন।

ডাউনলোড লিঙ্ক ১.

অথবা,

ডাউনলোড লিঙ্ক ২.


এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি মনিটরের আলো পরিবর্তন করবে। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির আইকন রয়েছে, এখান থেকে আপনি মনিটরের আলোর সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।

*** স্ক্রীণসট দিতে পারলাম না । কারণ আমি এ ব্যাপারে দক্ষ নই।

ভালো লাগলে  comments করবেন।

Courtesy: Newspaper : The daily Prothomalo .

Level 0

আমি তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো হয়েছে

ধন্যবাদ মুরছালিন ভাই……………………

    হয়েছিলো তারপর ও Thnx

এর আগেও ‘ফ্লাক্স’ নিয়ে একটা হয়েছে তবুও আপনাকে ধন্যবাদ

এটা আমার জানা ছিল না। তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ……………

    Level 0

    এখন বলেন ত জানার পর আপনার কি করা উচিত

ধন্যবাদ তমাল ভাই । এ রকম টিউন পূর্বে প্রকাশিত হয়েছিল । প্রকাশ করেছিল হাসান যোবায়ের ভাই ….https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/24377/

টিউন টির জন্য ধন্যবাদ

অনেক সুন্দর জিনিস !! আপনাকে টিউন টির জন্য ধন্যবাদ !

ধন্যবাদ সত্যই দারুন জিনিস।

টিউন করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন ব্যবহার করুন !!!
(নতুন হিসেবে অভিনন্দন জানাই)

    Level 0

    পুরোপুরি একমত ………
    বেস্ট অফ লাক নেক্সট টাইম

    আমিও এক মত বিশেষ করে নতুন টিউনারদের ব্যপারে কারন এর আগেও অনেক বার এই রকম টিউন হইছে।
    নতুন টিউনার হিসাবে স্বাগতম সামনে আশা করি নতুন ও ভাল কিছু পাব ধন্যবাদ।

ধন্যবাদ, আইটিপ্রেমী এবং লাকিএফ এম ভাই……………….।।………।

    Level 0

    mr. tomal ami aponar kharaper jonno na borong valor jonno bolschi besi tune korlei valo tuner hoya zay na………

তমাল ভাই এই সফটা হাসান যোবায়ের ভাই ্যেদিন দিয়েছিল সেদিন থেকে ইউজ করি।আমার চোখটা রেহায় পাইছে………।

    হুম…. আমার চোখদুটো ও রেহায় পাইছে আরিফ ভাই ।

অসাধারন টিউন………..সামনে আরো ভাল কিছু নিয়ে টিউন করবেন………………………..

ধন্যবাদ শাকিল আরেফিন কে…………………

This tune already posted . Anyway this one useful for eveybody. Thanks a lot for your tune cuuse this protect eye.

আগে টিউন হলেও এটা খুবই প্রয়োজনিয় একটা সফ্টওয়্যার। ধন্যবাদ ভাই।