আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এখনো ঈদের আনন্দ কাটেনিয় আমাদের থেকে, আমিও ঈদের দাওয়ার নিয়ে ব্যাস্ত আজ বন্ধুদের বাড়ি আগামীকাল বোনের বাড়ি এভাবে যাচ্ছে ঈদের খুশি। প্রযুক্তিতে সময় দিতে পারি না, প্রযুক্তি আমাকে ছেড়ে দিয়েছে আমি কিন্তু প্রযুক্তিকে ছাড়তে পারছি না ! আজ আর কোন টিপস নিয়ে নয় আজ আমি আপনাদের সামনে প্রযুক্তির কিছু অসাধারণ বাছাই করা ইমেজ নিয়ে হাজির হয়েছি, আশা করি সবার ভালো লাগবে।
♥ আমার কাছে ভালো লেগেছে তাই সকলের মাঝে শেয়ার করলাম।♥
১। গার্ল USB আর বয়েস USB
২। আপসোস
৩। Apple ষ্টোর।
৪। আমাদের ডিজিটাল যুগে ডিজিটাল লোডশেডিং (আছি মহা বিপদে)
৫। ফেইসবুক Evolution
৬। Epic ডেস্কটপ
৭। অসাধারণ এক ইমেজ
৮। বায়োসের মত দেখতে
৯। ফটোশপে করা অসাধারণ কাজ
১০। মজা পাইলাম ছবিটা দেখে
১১। বাড়িতে নেট পাচ্ছি না তাই বিকল্প পদ্ধতিতে ফেইসবুক ব্রাউজিং!!!
১২। ডিজিটাল হাঁসের বাচ্চা।
১৩। Pen Drive এর চমক।
১৪। মাদারবোর্ড
১৫। গুগল ডেটা সেন্টার।
১৬। আজকে রেজাল্ট ডে
১৭। এই হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী দের অবস্থা।
১৮। আমার মনে হয় এই মেশিন টি আকাশে উড়তে পারে।
১৯। এবার ফ্যান থেকে বের হবে এইবার এসির বাতাস।
২০। আজব দেশে আজব কান্ড
২১ । আটোমেটিক বোর্ড ক্লীনার
২২। আপনারা সবাই apple and blackberry মোবাইল দেখেছেন। এইবার দেখেন Banana মোবাইল।
২৩। নানা রকম ডেস্কটপ
২৪। নিয়ে নিন আপনার পছন্দের মোবাইল ফ্রিতে!!!
২৫। কোন কিছু ছাড়াই এবার গুগল পড়ল হাতকড়া।
২৬। টেলিটক আর গ্রামীন ফোন এর থ্রিজি নমুনা
২৭। ল্যাপটপ চার্জ দেওয়ার এক অভিনব পদ্ধতি
২৮। ফটোশপে কাজ করা অসাধারণ এক কাজ।
ইনশাআল্লাহ ! আগামীতে আরো ভালো ভালো প্রযুক্তির ইমেজ নিয়ে হাজির হব।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভালো