অবিশ্বাস্য হলেও সত্যি !! কোন বসার সীট ব্যতীত শুন্যে বসে বিমান ভ্রমনের ব্যবস্থা

নীচের ছবিতে একজন ভদ্রলোক শূন্যে বসে খবরের কাগজ পড়ছেন। ছবিগুলো দেখে কি অবাক হয়েছেন?? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি আধো  বাস্তবে সম্ভব? না কোন ম্যাজিক!! অবাক হবার মতই । তবে কল্পনা নয় সত্যি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই আশ্চর্যজনক বিষয়টি প্রত্যক্ষ করছেন এবং বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছেন। ঘটনাটি আসলেই বাস্তব এবং এটা সম্ভব করেছে এটি বিশ্বের পুরনোতম বিমান কোম্পানি KLM এয়ার সার্ভিস।

এই ভিডিও লিংন্কটিতে দেখুন এই অবিশাস্য ব্যাপারটি

এটা Manchester Airport T2 এ প্রদর্শিত লাইভ বিজ্ঞাপন । এটি KLM এয়ার সার্ভিস তাদের এয়ার সার্ভিস এ নতুন এই টেকনোলজি সংযুক্ত করেছে। তাদের উদ্যেশ্য হল যাত্রীদের কাছে ইকোনোমি ক্লাস কে আরো আকর্ষনীয় এবং আরো বেশী কমফোর্টেবল করা।

কে এল এম রয়েল ডাচ বিমান সংস্থা তাদের গ্রহকদের চাহিদা বাড়ানোর জন্য নতুন এই প্রোডাক্টটি ব্যবহার শুরু করেছে। তারা এটিকে একটি প্রোডাক্ট হিসাবে গন্য করে। তাই এর  নাম দিয়েছে KLM Economy Comfort Product

২০০৯ সাল হতে ইহা বাস্তবায়ন হয়েছে,তবে এই ভিডিও টি ২০১০ সালের ১৬ই ফেব্রুয়ারী  ম্যাঞ্চেস্টার বিমানবন্দর T2 হতে প্রথম প্রকাশ করে,যা তাদের সর্বশেষ প্রোডাক্ট। আমার মতে এটা KLM এর একট বাহারী বিজ্ঞাপন।

প্রযুক্তি দিনে দিনে কত কিছু দেখাবে, এতো মাএ একপায়ে ভর দিয়ে বিমান ভ্রমন,তারপর.......... মন্দ না……!!!!

Level New

আমি তাসনুভা মফিজ নাবিলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রকৃতিক সৌন্দর্য ও সহজ সরল জীবন যাপন আমাকে বিমোহিত করে ।আমি একজন অতি সাধারন জ্ঞান পিপাসু মানুষ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune…….
Thanks

ধন্যবাদ…….. সুন্দর টিউনের জন্য।

দারুন লাগলো ! ধন্যবাদ।

ব্যাটা মনে হয় পরে যাবে অনেকটা ছোট বেলায় এইরকম কল্পনা ভাসতাম আপনাকে ভাসমান ধন্যবাদ 😀

    ব্যাটাতো মনে হয় পরে যাচ্ছে না, সবাই তা বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখছে। হুম আপনিও এভাবেই ভাসতেন !! 🙂

লাইক বাটনটা খুজে পাচ্ছি না। তাই লিখেই লাইক দিলাম।

বুঝলামনা বেটা সেখানে বসে আছে কিভাবে নাকি এটা কোন ভিডিও এডিটিং এর কারসাজি,যাই হোক টিউনটা কিন্তু অসাধারন হইছে অসংখ্য ধন্যবাদ সামনে এই রকম আরো ভাল ভাল টিউন চাই,শুভ কামনা রইল।

    না এটা কোন ভিডিও এডিটিং এর কারসাজি না। KLM তো বলছে এটা বাস্তব !! যাই হউক ব্যাপারটা আসলেই খুব মজার। ধন্যবাদ আপনাকে।

এটা কিভাবে সম্ভব ।

    এটা বাস্তবেই সম্ভব। আমার ধারনা Magnetic balance সন্বন্ধে ধারনা আছে আপনার, আমার জানা মতে, আপনিতো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তাইনা 🙂 । Magnetic balance দিয়েই সম্ভব। তথ্যপ্রযুক্তিতে তো অবাস্তব কিছুর ঠাই নেই।

Level 0

as I come to know, There’s a steel rod ending with a plate passing through his pants. Easy…!!!

Level 0

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 🙂 🙂 🙂

ধন্যবাদ, সুন্দর টিউন 🙂 🙂

ধন্যবাদ তথ্যটা শেয়ার করার জন্য।