অভিনব এবং অত্যাধুনিক স্পাই ক্যামেরা

প্রযুক্তি আমাদের নিত্যনতুন কত ধরনের সুবিধা যে দিচ্ছে তা আমরা আধুনিক সুবিধা সন্বলিত সুবিধা গুলোর দিকে তাকালেই বুঝতে পারি। আধুনিক প্রযুক্তির অবদান আমাদের জীবনে অপরিসীম। এরকমই একটি অবদান হচ্ছে স্পাই ক্যাম । স্পাই ক্যাম সাধারনত গোয়েন্দা গিরিতে, প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করা হয়। বর্তমানে এমন কিছু মডেলের স্পাই ক্যাম আছে যা দেখে বোঝার উপায় নেই যে সেটি স্পাই ক্যাম। অথচ এই স্পাই ক্যাম গুলো নিত্যদিন ব্যবহার হয়ে আসছে আমাদের চোখের সামনে। নিম্নের স্পাই ক্যামগুলো  অনেক সহজ করে দিয়েছে স্পাইদের কাজ।

কার স্পাই ক্যাম:

matchbox-car-camera2-500x375

মাঝে মধ্যে কল্পনা  করতে পারি না বাচ্চাদের খেলনা গাড়ীর মত দেখতে একটি গাড়ী এটি একটি স্পাই ক্যাম হিসাবে কাজ করছে। বাস্তবে এর বহুবধি ব্যবহার লক্ষ্য করা যায় বিভিন্ন স্পাই মিশনে । এটি তরী করেছে ব্রান্ড নামক একটি কোম্পানী।

বেল্ট স্পাই ক্যাম :

Spy-Camera-Belt-21-300x252

এটি দেখতে সাধারন বেল্ট মনে হলেও এটি তা নয়। এটি একটি স্পাই ক্যাম।এই ক্যামেরার ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং সিসিডি ক্যামেরা সেনসর সম্পন্ন।এ টি ২ গিগা বাইট টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা সাপর্টেড ক্যাম যা দ্বারা এ ভি আই ফর্মেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এটি উইন্ডোস ২০০০/এন টি/এস্কপি/ভিসতা /মেক ৯.২২ সাপোর্ট করে। এর মূল্য প্রায় ৫৬ ইউ এস ডি।

ফ্লাসলা‌ইট সাপর্টেড স্পাই ক্যাম:

imageResizeLibrary.aspjj

এই ক্যামটি অন্ধকারে ধারন ক্ষমতা সম্পন্ন। এটি ২ গিগা বাইড টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা বাইট সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এর পিকচার কোয়ালিটি ১৬০০X১২০০ হাই ডেফিনেসন সিওএমএস ক্যামেরা সম্পন্ন। এটি উইন্ডোস ২০০০/এন টি/এক্সপি/ভিসতা সাপোর্ট করে। এর মূল্য প্রায় ৫০ ইউ এস ডি।

কার রিমোট কন্ট্রোল স্টাইল স্পাই ক্যাম:

imageResizeLibrary.asphh

এটি দেখতে সাধারন গাড়ির চাবির রিং মনে হলেও এটি তা নয়। এটি একটি স্পাই ক্যাম। এই ক্যামের ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং সিসিডি ক্যামেরা সেনসর সম্পন্ন। এটি ৪ গিগা বাইড সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ সহ ভিডিও করা যায়। এই ক্যামেরার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর রিচার্জেবল বেটারী । এর মূল্য প্রায় ২৬ ইউ এস ডি।

পেন স্পাই ক্যাম:

imageResizeLibrary.aspgg

এটি একটি অডিও ভিডিও রেবডিং সম্পন্ন স্পাই ক্যাম । এই ক্যামেরা এভিআই ফরমেটে ৩০ এফ পি এস ৬৪০X৪৮০ ভিডিও রেজুলেসন  স্পাই ক্যাম । এই এই ক্যামেরার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাইক্রোফোন সুবিধা সম্পন্ন । এই ক্যামেরাটি  রিচার্জেবল বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৩২ ইউ এস ডি।

লাইটার স্পাই ক্যাম:

tt

লাইটার দেখে বিভ্রান্ত হত হয়, তবে অবাক হবার মতই একটি স্পাই ক্যাম । এই ক্যামের ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং ছবি ১২৮০X৯৬০ । এটি ৪ গিগা   সাপর্টেড ক্যাম যা দ্বারা এআই ফর্মেটে শব্দ ও ছবি জে পিজি ফরমেটে  ধারন করা যায়।  এই ক্যামেরাটিতে রিচার্জেবল বেটারী রয়েছে।এর মূল্য প্রায় ৩৯ ইউ এস ডি।

ঘড়ির আদলে তৈরী এম পি থ্রি সংযুক্ত স্পাই ক্যাম:

camk

এটি একটি এম পি থ্রি সংযুক্ত স্পাই ক্যাম । তাই যখন ইচ্ছা আপনি গানও শুনতে পারবেন । এই ক্যামেরারটি ৩০ এফ পি এস ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি ৪ গিগা বাইট  সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ ও ছবি জেপিজি ফরমেটে  প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এই ক্যামেরায় রিচার্জেবল লিওন বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৪৫ ইউ এস ডি।

ডেস্কটপ স্পাই ক্যাম:

csv

এটি একটি ডেস্কটপ স্পাই ক্যাম । এই ক্যামেরা ভিডিও রেজুলেসন ৩০ এফপিএস  ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা  সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ ও ছবি জেপিজি ফরমেটে  প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। একে ওয়েভ ক্যাম ও থাম্ব ড্রাইভ হিসেবে ব্যবহার করা যায়।এই ক্যামেরায় রিচার্জেবল  বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৫২ ইউ এস ডি।

এম পি থ্রি স্পাই ক্যাম:

dd এটি একটি এম পি থ্রি  স্পাই ক্যাম । এটি ৩০ এফ পি এস  ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি ৮ গিগা বাইট  সাপর্টেড ক্যাম যা দ্বারা এ ভি আই ফর্মেটে শব্দ ও জে পি জি ফরমেটে ছবি তোলা যায়।এই ক্যামের  রিচার্জেবল  বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৩০ ইউ এস ডি।

মিনিস্পাইক্যাম:

aaa

এটি একটি মিনি ডিবি ক্যাম যা দেখতে নেমকার্ড এর মত। এটি পিসি ক্যামেরা বা মাস ষ্টোরেজ ডিভাইজ হিসেবে ব্যাবহার করা যায়। ক্যামটি এন এস ডি /এম সি সি ও ৩২ জিবি মেমোরি সম্পন্ন । এর ভিও ফাইন্ডিং আছে যা দ্বারা আগে পরের ইচ্ছা মত ছবি তোলা যায়। ক্যামটি সব উইন্ডোজ সাপোর্ট করে।এর মূল্য প্রায় ৩১ ইউ এস ডি।

তথ্যসূত্র

Level New

আমি তাসনুভা মফিজ নাবিলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রকৃতিক সৌন্দর্য ও সহজ সরল জীবন যাপন আমাকে বিমোহিত করে ।আমি একজন অতি সাধারন জ্ঞান পিপাসু মানুষ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম টিউনেই বাজিমাত খুব ভাল হইছে আগামীতে আরো সুন্দর ও উন্নত মানের টিউন আশা করছি।শুভ কামনা রইল আপনার প্রতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

টিউন’টি দেখে খুব ভালো লাগল… ❗ আশা করি বাংলায় ব্লগিংয়ে নিয়মিত পাবো 🙂
এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন একজন ভালো ব্লগার হিসেবে… এই টিউন’টি আসলেই খুব ভালো হয়েছে।
ধন্যবাদ 🙂

টিউনারকে প্রথম টিউনে স্বাগতম জানানো হল। টিউনারকে বলা হল তথ্যসূত্রটি ঠিক করে www{dot}eazzydeal{dot}com দেয়ার জন্য। কারণ লিঙ্কটি ভুল দেয়া হয়েছে।

(আমারো আছে পেন স্পাই ক্যাম। তবে স্পাইগিরি করা হয় না)

    লিঙ্কটি কি সঠিক নাই?
    (আপনার আছে পেন স্পাই ক্যাম। ,,,,) টে.টি তে প্রিভিউ করতে পারেন। এখনতো অনেক ব্যক্তিগত প্রোডাক্ট টে.টি তে রিভিউ হয়। আপনার ক্যামটা তো জটিল.. 🙂 আপনারটা বাকী থাকবে কেন? কি কিছু মনে করলেন নাতো? 🙂 🙂

    প্রথমে লিঙ্কটা ভুল করে www{ডট}ezzydeal{ডট}com দিয়েছেন।(a দিতে ভুলে গেসেন)
    আমি লিঙ্ক এর ব্যাপারে বলার পর আপনি লিঙ্কটা ২ বার পরিবর্তন করে শেষ পর্যন্ত www{ডট}eazzydeal{ডট}com দিয়েছেন। তারপর নাবিল আমিন ভাইকে ” বাংলা ব্লগে নিয়মিত থাকার চেষ্টা করব” বলে প্রতিশ্রুতি দিয়েও ১০ মিনিট পরে তা edit করে “ধন্যবাদ” এ লিখেছেন। কেন স্বপ্না আপুর মত অনেক গুলো টিউন করে হারিয়ে যাতে চান নাকি ?

    আমি লিংন্ক কয়বার এডিট করেছি, মন্তব্যে কাকে কি বললাম সব খবর আছে আপনার কাছে, গুড জব 🙂 । টিউনারের কমেন্টস করা একান্ত তার ব্যপার, কোনটা এডিট করবে, কোনটা মুছবো এগুলো কি আপনার অনুমতি লাগবে, না জবাবদিহি করতে হবে। আর কে হারিয়ে গেল কে খেকে গেল এটা তো ভালোই খবর রাখেন, কেন চলে যায় সেটা জানেন না? এটা কেমন কথা। আর টে.টি এ যে আজীবন থাকতে হবে এইরকম কোন চুক্তিতো আমরা করি নি তাই না 🙂 । আমার ব্যক্তিগত মতামত কি জানেন কিছু কিছু মন্তব্যকারীদের কারনে এই ধরনের সমস্যা হচ্ছে। যাদের কাজ হলো টিউন না- মন্তব্য করা। আবার আপনি ভেবে নিয়েন না আপনাকে বলেছি। এর জলজ্যন্ত প্রমান আপনার স্বপ্না আপুর হারিয়ে যাওয়া 🙂 !!! আমি বুঝিনা এত কষ্ট করে সময় ব্যয় করে টিউনস লিখি যদি কেউ বিরূপ কমেন্টস করে একটু খারাপ লাগা কি স্বাভাবিক না? আপনি বলুন। আমরা মানুষ মানুষ মাত্রই ভুলতো হবেই। যাক আশা করি কেউ ভুল বুঝবেন না। সবাই মিলে টেটি কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তবে সবার সহযেগীতায়।

    it’s ok,and sorry, আসলে স্পাই নিয়ে টিউন করেছেন তো, তাই স্পাইগিরি করে এমনিতে বললাম। দাবা খেলার মত চিন্তা করে কমেন্ট করি, চাল দিতে একটু ভুল হতেই পারে। উপরে আমার কমেন্টটা যদি ডিলিট করে দিতেন তাহলে ভাল হত। আমাকেতো আর টেকটিউনস কমেন্ট ডিলিট করার অধিকার দেয় নি, আপনি যদি একটু করে দিতেন…
    স্বপ্না আপু ফিরে এসেছে !!! তবে একথা সত্য যে টে টি তে অনেকে আছে যারা নেগেটিভ কমেন্ট করতে উস্তাদ।

    হুমম 🙂 🙂 :-bd

    @সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও: আমাকে দিয়ে দিন? স্পাই ক্যাম যেহেতু ব্যবহার করেন না?
    ০১৭৩৩১০৮১৩৮

কি দেখাইলেন আপু !!! তাজ্জব হই গেলাম……. মনে চায় সব গুলা কিনে ফেলতে……..

    কিছু অভিনব এবং অত্যাধুনিক স্পাই ক্যামেরা দেখালাম ভাইয়া 🙂 হ্যা মন কি যে চায়………………

Level 0

আপু এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় ?

তাসনুভা মফিজ নাবিলা >>> জিনিসগুলো আসলেই জোসসসসস্…
~ !

তথ্যবহুল টিউনের জন্য অনেক ধন্যবাদ। এর ধারাবাহিকতা কামনা করছি।

বাহ!
আপনার প্রথম টিউনটি অনেক সুন্দর হয়ছে।
আশা করি থেমে যাবেন না।
ধন্যবাদ।

    হুম প্রথম টিউন আমার এটা ঠিক, তবে আমি টে.টি এর রেগুলার পাঠক।আপনি প্রথমেই আমাকে নেগিটিভ দিকটা স্মরন করিয়ে দিয়ে ভালোই করেছেন।থেমে যাবার মতো পরিস্থিতি হলে কি থেমে যাওয়া ভালো না? ধন্যবাদ।

    থেমে যাবার মতো পরিস্থিতি হলে কি থেমে যাওয়া ভালো না?……

    আপনার এ কথাটা কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। আপনার জন্য এমন পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে?
    একটু যদি পরিস্কার করে বলতেন……….

    Hasan Jubair (Al-fatah) ভাইয়া, কারন হল আমি রেগুলার টেটি’র পাঠক অনেক কিছুই চোখে পরে তাই একথাটা বলা। । “আশা করি থেমে যাবেন না” এর প্রেক্ষিতে বলা, এখানে ঘোলাটের কি হল? সব কিছু কি সহজ করে গ্রহন করা যায় না। এখন কি পরিষ্কার হয়েছে।……….. 🙂

আপু আমার হাত “”ঘড়ির আদলে তৈরী এম পি থ্রি সংযুক্ত স্পাই ক্যাম:””টা লাগবে। কোথায় পাবো বলেন তাড়াতাড়ি

ধন্যবাদ >>> সুন্দর টিউনিং-এর জন্য 🙂

জটিল কারবার ! ! ! হিট টিউন………………

খুব সুন্দর টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ 😀

    আপনার উৎসাহ পেয়ে খুব ভালো লাগলো। আশা করি আরো সুন্দর টিউন উপহার দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ।

নাবিলা আপু আপনার কাছে নিশ্চই এর ২/১ কপি আছে । তা কবে দেখতে যাব বলেন??? আমি যাওয়ার জন্য দুই পায়ে দ্বারা হয়ে আছি।

ধন্যবাদ তথ্যবহুল টিউনের জন্য।

এমন টিউন ই খুজছিলাম আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক দেরিতে হলেও দেখলাম! ভালোই লাগলো