প্রযুক্তি আমাদের নিত্যনতুন কত ধরনের সুবিধা যে দিচ্ছে তা আমরা আধুনিক সুবিধা সন্বলিত সুবিধা গুলোর দিকে তাকালেই বুঝতে পারি। আধুনিক প্রযুক্তির অবদান আমাদের জীবনে অপরিসীম। এরকমই একটি অবদান হচ্ছে স্পাই ক্যাম । স্পাই ক্যাম সাধারনত গোয়েন্দা গিরিতে, প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করা হয়। বর্তমানে এমন কিছু মডেলের স্পাই ক্যাম আছে যা দেখে বোঝার উপায় নেই যে সেটি স্পাই ক্যাম। অথচ এই স্পাই ক্যাম গুলো নিত্যদিন ব্যবহার হয়ে আসছে আমাদের চোখের সামনে। নিম্নের স্পাই ক্যামগুলো অনেক সহজ করে দিয়েছে স্পাইদের কাজ।
মাঝে মধ্যে কল্পনা করতে পারি না বাচ্চাদের খেলনা গাড়ীর মত দেখতে একটি গাড়ী এটি একটি স্পাই ক্যাম হিসাবে কাজ করছে। বাস্তবে এর বহুবধি ব্যবহার লক্ষ্য করা যায় বিভিন্ন স্পাই মিশনে । এটি তরী করেছে ব্রান্ড নামক একটি কোম্পানী।
এটি দেখতে সাধারন বেল্ট মনে হলেও এটি তা নয়। এটি একটি স্পাই ক্যাম।এই ক্যামেরার ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং সিসিডি ক্যামেরা সেনসর সম্পন্ন।এ টি ২ গিগা বাইট টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা সাপর্টেড ক্যাম যা দ্বারা এ ভি আই ফর্মেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এটি উইন্ডোস ২০০০/এন টি/এস্কপি/ভিসতা /মেক ৯.২২ সাপোর্ট করে। এর মূল্য প্রায় ৫৬ ইউ এস ডি।
এই ক্যামটি অন্ধকারে ধারন ক্ষমতা সম্পন্ন। এটি ২ গিগা বাইড টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা বাইট সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এর পিকচার কোয়ালিটি ১৬০০X১২০০ হাই ডেফিনেসন সিওএমএস ক্যামেরা সম্পন্ন। এটি উইন্ডোস ২০০০/এন টি/এক্সপি/ভিসতা সাপোর্ট করে। এর মূল্য প্রায় ৫০ ইউ এস ডি।
এটি দেখতে সাধারন গাড়ির চাবির রিং মনে হলেও এটি তা নয়। এটি একটি স্পাই ক্যাম। এই ক্যামের ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং সিসিডি ক্যামেরা সেনসর সম্পন্ন। এটি ৪ গিগা বাইড সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ সহ ভিডিও করা যায়। এই ক্যামেরার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর রিচার্জেবল বেটারী । এর মূল্য প্রায় ২৬ ইউ এস ডি।
এটি একটি অডিও ভিডিও রেবডিং সম্পন্ন স্পাই ক্যাম । এই ক্যামেরা এভিআই ফরমেটে ৩০ এফ পি এস ৬৪০X৪৮০ ভিডিও রেজুলেসন স্পাই ক্যাম । এই এই ক্যামেরার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাইক্রোফোন সুবিধা সম্পন্ন । এই ক্যামেরাটি রিচার্জেবল বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৩২ ইউ এস ডি।
লাইটার দেখে বিভ্রান্ত হত হয়, তবে অবাক হবার মতই একটি স্পাই ক্যাম । এই ক্যামের ভিডিও রেজুলেসন ৬৪০X৪৮০ এবং ছবি ১২৮০X৯৬০ । এটি ৪ গিগা সাপর্টেড ক্যাম যা দ্বারা এআই ফর্মেটে শব্দ ও ছবি জে পিজি ফরমেটে ধারন করা যায়। এই ক্যামেরাটিতে রিচার্জেবল বেটারী রয়েছে।এর মূল্য প্রায় ৩৯ ইউ এস ডি।
এটি একটি এম পি থ্রি সংযুক্ত স্পাই ক্যাম । তাই যখন ইচ্ছা আপনি গানও শুনতে পারবেন । এই ক্যামেরারটি ৩০ এফ পি এস ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি ৪ গিগা বাইট সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ ও ছবি জেপিজি ফরমেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। এই ক্যামেরায় রিচার্জেবল লিওন বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৪৫ ইউ এস ডি।
এটি একটি ডেস্কটপ স্পাই ক্যাম । এই ক্যামেরা ভিডিও রেজুলেসন ৩০ এফপিএস ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি টিএফ কার্ড সম্পন্ন ৮ গিগা সাপর্টেড ক্যাম যা দ্বারা এভিআই ফর্মেটে শব্দ ও ছবি জেপিজি ফরমেটে প্রায় ২ ঘন্টা ভিডিও করা যায়। একে ওয়েভ ক্যাম ও থাম্ব ড্রাইভ হিসেবে ব্যবহার করা যায়।এই ক্যামেরায় রিচার্জেবল বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৫২ ইউ এস ডি।
এটি একটি এম পি থ্রি স্পাই ক্যাম । এটি ৩০ এফ পি এস ও ৬৪০X৪৮০ভিডিও রেজুলেসন সম্পন্ন । এটি ৮ গিগা বাইট সাপর্টেড ক্যাম যা দ্বারা এ ভি আই ফর্মেটে শব্দ ও জে পি জি ফরমেটে ছবি তোলা যায়।এই ক্যামের রিচার্জেবল বেটারী রয়েছে। এর মূল্য প্রায় ৩০ ইউ এস ডি।
এটি একটি মিনি ডিবি ক্যাম যা দেখতে নেমকার্ড এর মত। এটি পিসি ক্যামেরা বা মাস ষ্টোরেজ ডিভাইজ হিসেবে ব্যাবহার করা যায়। ক্যামটি এন এস ডি /এম সি সি ও ৩২ জিবি মেমোরি সম্পন্ন । এর ভিও ফাইন্ডিং আছে যা দ্বারা আগে পরের ইচ্ছা মত ছবি তোলা যায়। ক্যামটি সব উইন্ডোজ সাপোর্ট করে।এর মূল্য প্রায় ৩১ ইউ এস ডি।
আমি তাসনুভা মফিজ নাবিলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রকৃতিক সৌন্দর্য ও সহজ সরল জীবন যাপন আমাকে বিমোহিত করে ।আমি একজন অতি সাধারন জ্ঞান পিপাসু মানুষ ।
প্রথম টিউনেই বাজিমাত খুব ভাল হইছে আগামীতে আরো সুন্দর ও উন্নত মানের টিউন আশা করছি।শুভ কামনা রইল আপনার প্রতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।