নভেম্বরে আসছে এলজি’র বাঁকানো ডিসপ্লে’র ‘G Flex’ স্মার্টফোন

কয়েকদিন আগেই কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ঘোষণা দিয়েছে বাঁকানো ডিসপ্লে'র স্মার্টফোন নিয়ে আসার। চলতি মাসেই তাদের বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আসার কথা রয়েছে। তবে বাঁকানো ডিসপ্লে'র স্মার্টফোন নিয়ে স্যামসাং একাই কাজ করছে না। গত বছরেই আরেক স্মার্টফোন নির্মাতা এলজি জানিয়েছিল, তারা এই বছরে আনবে বাঁকানো ডিসপ্লে'র স্মার্টফোন।  সাম্প্রতিক এক প্রতিবেদন জানা গেল, আসছে নভেম্বরেই এমন বাঁকানো ডিসপ্লে'র স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে তারা। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে সিনেট জানিয়েছে , 'G Flex' নামেই বাজারে আসবে এই স্মার্টফোনগুলো।

জানা গেছে, ৬ ইঞ্চি আকৃতির ওএলইডি ডিসপ্লে নিয়ে তৈরি হচ্ছে স্মার্টফোনগুলো। আর এই ওএলইডি ডিসপ্লেগুলো তৈরি হয়েছে প্লাস্টিকে। তবে সিনেট জানাচ্ছে, ফোনগুলোর ডিসপ্লে বাঁকানো হলেও নমনীয় হবে না। আকৃতির দিক থেকে বাঁকানো ডিসপ্লেগুলো হাতের মধ্যে যেমন সহজে এঁটে যাবে, তেমনি কথা বরার সময়েও মুখের সাথে আরামদায়কভাবে স্থাপিত হবে ফোনগুলো।

Level 0

আমি toufiq_uzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ajob duniar gojob kahini ! :p