গত মাসে আমি টেলিটক থ্রিজির 256 kbps এর আনলিমিটেড প্যাকেজ নেই।যদিও আমি জানি যে আনলিমিটেড বলতে 25 GB ,তো আমি সেই ভাবেই ব্যবহার করছিলাম,আমি বেশির ভাগই Fb use করি...পাশাপাশি গত মাসে মোটামুটি 8-9 GB এর মত ডাউনলোড দেই...কিন্তু একি কান্ড মাসের বিশ দিন না যেতেই একাউন্ট চেক করে দেখি মাত্র 2 GB আছে,আমার মাথায় তো আকাশ ভেঙ্গে পরার মতো অবস্থা,এই সমস্যা শুধু আমার না আমার কয়েকজন ফ্রেন্ড এর ও হয়েছে......টেলিটক থ্রিজি আনলিমিটেড এর নামে প্রতারনার ব্যবসা শুরু করেছে...আমার বিষয়টি শেয়ার করার কোন মাধ্যম না পেয়ে টেকটিউনসেই শেয়ার করলাম.........
আমি 8Balls। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সহ আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব টেলিটক ব্যবহার করি। কোন সমস্যা তো পাইনি। আপনার মোবাইল বা পিসিতে ব্যাকগ্রাউন্ড কোন এপ্লিকেশন হয়তো নেট ইউজ করেছে আর তার জন্য আপনি দোষ দিচ্ছেন টেলিটককে। এক কাজ করুন, মোবাইল বন্ধ করে রেখে দিন। তার পর দেখুন টেলিটক আপনার ডেটা লিমিট কেটে নিচ্ছে কি না।