আজকের যে আধুনিক সভ্যতা তার ক্রমবিকাশের পিছনে সবচেয়ে বেশি অবদান বিজ্ঞানের। যা মানুষকে দিয়েছে সাচ্ছন্দ দিয়েছে গতি। মানুষের আজকের যে আকাশে উড়ে বেড়ানো তাও বিজ্ঞানের অবদানের ফল। বিজ্ঞান ব্যাতীত মানুষ সভ্য কোন জাতীতে পরিনত হতে পারবে না। প্রাচীন যুগেও তাই বিজ্ঞানের প্রসার লক্ষ্য করা যায়। প্রাচীন যুগের নানা স্থাপত্য এখনও বিজ্ঞানীদের বিষ্ময় সৃষ্টি করে। তাই আজকের আধুনিক বিজ্ঞান প্রাচীন বিজ্ঞানীদের কাছে ঋনী হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৈদ্যুতিক বাতি আবিষ্কারের ফলে রাতে ঘন কালো আধারও মানুষের আবিষ্কারের কাছে পরাজিত হয়েছে। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের ফলে আজ রাতকেও দিনের মত ব্যবহার করা হচ্ছে। যা মানুষের জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক হলেন স্যার টমাস আলভা এডিসন।
প্রাচীন যুগের মানুষ টেলিফোনের কাজটি করত কোন পাখি অথবা পোষা কোন প্রানীর মাধ্যমে। যা একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌছতে সময় লাগত হয় কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ। কিন্তু মানুষ বর্তমানে মুহুর্তের মধ্যেই একস্থান থেকে অন্যত্র বার্তা প্রেরন করতে পারছেন টেলিফোনের মাধ্যমে। যার ফলে মানুষ আজ খুব সহজেই অন্যের খোজ খবর নিতে পারছে। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারক। তার আবিষ্কারের ফলে দূরের মানুষের মধ্যে কিছুটা হলেও সুসম্পর্ক বৃদ্ধি হয়েছে।
মোটরগাড়ি আবিষ্কারের ফলে মানুষের পায়ে হাটার দিন বলা চলে শেষের পথে। মানুষ বর্তমানে সাচ্ছন্দে একস্থান থেকে অন্যত্র ভ্রমন করছে সল্প সময়ের মধ্যে। তবে এর আবিষ্কারের ফলে জ্বালানীর চাহিদা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সেদিন খুব বেশি একটা দূরে নয় যেদিন মানুষ কোন জ্বালানী ছাড়াই মোটরগাড়ি ব্যবহার করতে পারবে।
মানুষের মনের ভাব শুধু কথার মাধ্যমেই প্রকাশ করা যায় না সেটা ছবির মাধ্যমে আরও স্পষ্টভাবে প্রকাশ করা যায়। যার জ্বলন্ত প্রমান হচ্ছে মামুন ভাইয়ের এই টিউনটি। আর কোন বস্তুর প্রতিচ্ছবি তোলার কাজটি ক্যামেরা করছে খুবই সুক্ষভাবে। কোন বস্তর প্রতিচ্ছবিকে স্থায়ীভাবে সংরক্ষন করতে ক্যামেরার ভূমিকা অপরিসীম।
বর্তমানে ইনডোরের মধ্যে টেলিভিশনই হচ্ছে বিনোদনের অন্যতম মাধ্যম। টেলিভিশনের মত ইনডোর বিনোদন এখনই বলা চলে আবিষ্কার হয়নি। তবে অনেকে কম্পিউটারের কথা বলতে কথাটি প্যাচাতে চাইবেন তাদের জন্য উত্তরটি হল কম্পিউটার এখনও সাধারন মানুষের জন্য সহজলভ্য হয় নি যেমনটা টেলিভিষন হয়েছে। টেলিভিশনের মত একসাথে নাটক, সিনেমা, সংবাদ দেখার মজা অন্য কোথাও পাবেন না।
মোটরগাড়ি আবিষ্কার একটি দেশের নির্দিষ্ট সীমানার জন্য ব্যপকভাবে প্রচলিত। কারন বর্তমানে অনেক আইন মেনে বিদেশে অবস্থান করতে হয়। সেখানে উড়োজাহাজের মত সল্প সময়ে এবং আরামপ্রিয় ভাবে অন্য কোন যানবাহন দিয়ে ভ্রমন করতে পারবেন না। তাই উড়োজাহাজের বিকল্প উড়োজাহাজেই। অপ্রতিদন্দি একটি যানবাহন। উড়োজাহাজ আবিষ্কারের ফলে মানুষ আজ আকাশের বুকে ভেষে বেড়াতে পারছে।
কম্পিউটারের আবিষ্কার মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছে। যা মানুষের কষ্ট অনেকাংশ লাঘব করেছে। গানিতিক, ভৌগলিক ছাড়াও নানারকম রোগ নির্নয়ের ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অনসীকার্য। বলা চলে বর্তমান বিশ্বে কম্পিউটার এক নতুন দিগন্তের সূচনা করেছে।
তথ্য ও প্রযুক্তিতে ইন্টারনেটের ভূমিকা সবচেয়ে বেশী। ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি কল থেকে হাজার রকমের তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে মানুষ তার সীমিত জ্ঞানকে বিকশিত করতে পারছে।
সকলকে অশেষ ধন্যবাদ..........................
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন ।;)