আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ মাহে রমজানের ১৮ তম রোজা, আশা করি সবাই রোজা আছেন। দোয়া করি আল্লাহ তায়ালা সবাইকে মাহে রমজানের সবগুলো রোজার রাখার সামথ্য দেন।
আজ আর কোন টিপস নিয়ে নয় আজ আমি আপনাদের সামনে প্রযুক্তির কিছু বাছাই করা ইমেজ নিয়ে হাজির হয়েছি, আশা করি সবার ভালো লাগবে।
আমার কাছে ভালো লেগেছে তাই সকলের মাঝে শেয়ার করলাম।
১. Photoshop টুলস ভার্সন।
২. ডেক্সটপ কম্পিউটার এর পিছন দিক
৩. ছোট faceook user শিশু ।
৪. বড় স্কেল নাই তো কি হইছে? ব্যাঞ্চ আছে না?
৫. ফটোশপ লাথি
৬. Angry বার্ড গেমস
৭. গেমস স্টাইল
৮. আপনার কোনটা পছন্দ?
৯. ল্যাপটপের শান্তি নেই, ঘুমের ঘরেও ল্যাপটপ!
১০. আইটি জুটি
১১. Natural color Pen থেকে drawing
১২. একাল এবং সে কালের ফোন
১৩. ফটোশপ কাজ করা ডিজাইন
১৪. ফেইসবুক সিম
১৫. ল্যাপটপ পরিচযার নিয়ম :
১৬. প্রযুক্তিতে নারীরাও এগিয়ে।
১৭. ডিজিটাল নিয়মে ঘুমের পদ্ধতি (গরম কালে)
১৮. মোবাইল দিয়ে মাতুল তৈরি।
১৯. মাউসের কারজারি ।
২০. বিভিন্ন ধরনের ব্লগার।
২১. যার যেটা পছন্ত বাছাই করে নিয়ে নিন (দাম কিন্তু একটাই)
২২. মজা পাইলাম
২৩. ফ্লাশ ড্রাইভ।
২৪. কারবার সারা।
২৫. সবশেষ প্রযুক্তিতে আমি ।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
পূর্বে প্রকাশিত এখানে
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Have a lots of fun. Thanks bro Ahmad Hossain