মার্চ মাসের বাংলাদেশের টপ ১০০টি সাইটের গুনগান।alexa ফলাফলে।

প্রথমেই একটা সুখবর দিয়ে শুরু করি।টেকটিউন্স এখন বাংলাদেশের টপ ১০০টি সাইটের মধ্যে ২৮ নম্বরে আছে।শুভেচ্ছা ও অভিনন্দন টেকটিউন্স এর সকলকে।
আমরা অনেকে alexa সম্পর্কে জানি।আর যারা জানেন না তাদেরকে বলি। alexa হল এমন একটি সাইট যেখানে প্রতিটি দেশের টপ সাইট গুলোর নাম প্রকাশ করা হয়।তাছাড়া প্রতি মাসের শীর্ষ ৫০০ সাইটের তালিকাও তারা প্রকাশ করে থেকে।আজ আমি গত মাসের বাংলাদেশের ১০০ সাইটের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো।আশা করি ভালো লাগবে।
১।www.google.com রাজা আছে রাজার মত
২।www.facebook.com পোলাপাইনের মাথা নষ্ট করার সাইট আবার কাজেরও।
৩।www.yahoo.com দিন দিন জনপ্রিয়তা হারানো একটি সাইট
৪।www.google.com.bd যাকে দেখতে চেয়েছিলুম সবার আগে
৫।www.blogger.com কেবল ব্লগ তৈরী করে যাও।
৬।www.youtube.com শেয়ার করতে হবে অনেক কিছু
৭।www.prothom-alo.com বাংলার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।
৮।www.wikipidia.org জ্ঞানের মহা সাগর।
৯।www.live.com বেচে থাকার আহবানে
১০।www.somewhereinblog.net সংক্ষেপে যাকে সবাই আদর করে সামু বলে ডাকে।
১১।www.bdnews24.com সংবাদ প্রিয় বাংলাদেশ
১২।www.crickinfo.com টিভিতে দেখেও খেলার সাধ মেটে না।কি আর করা?
১৩।www.twitter.com তারার মেলায় আপনিও হাজির হোন
১৪।www.dsebd.org দেখতে পারেন শেয়ার বাজার গরম না ঠান্ডা..
১৫।www.wordpress.com ফ্রি ব্লগ বানানোর ধুম লেগেছে।
১৬।www.bdjobs-server.com বাংলার বেকারদের প্রিয় সাইট।
১৭।www.microsoft.com আপনার কম্পিউটারের পাশে আছে সবসময়।
১৮।www.rapidshare.com ফাইল শেয়ারের বস
১৯।www.msn.com বেশ ভালো অবস্থানে আছে তো
২০।www.eprothomalo.com প্রথম আলোর ই-কৃর্তি?
২১।www.grameenphone.com কাছে থাকার আহবানে..রক্তচোষর দল।
২২।www.bdjobs.com আবার সেই সোনার হরিণ চাকুরীর খোজ।
২৩।www.odesk.com এই সাইট ব্যবহার করলে দ্রুত আপনার কম্পিউটারের কীবোর্ড নষ্ট হবার আশংকা রয়েছ.
২৪।www.nogorbalok.com বাংলার ফেইসবুক।
২৫।www.freelancer.com এটি এমন একটি সাইট যাতে অধিক কাজে অল্প ইনকাম।অনেকে আবার টাকা পায় না
২৬।www.mediafire.com সহজেই শেয়ার করুন ১ গিগা সাইজের ফাইল।
২৭।www.cnet.com ডাউনলোড করুন সবকিছু।
২৮।www.techtunes.io যে সাইটটি এখন আমাদের বর্তমান ঠিকানা।খুশি লাগছে এর উন্নতিতে।
২৯।www.thedailystar.net ইলিংশ পড়ুয়াদের জন্য বেশ কাজের।
৩০।www.linkedin.com সম্পর্ক সংক্রান্ত সকল সমস্যার সমাধান।
৩১।www.imdb.com সকল মুভি ও মুভি তারকাদের জানা অজানা তথ্য।
৩২।www.hotfile.com ফাইল শেয়ার ও টাকা আয় এর সাইট।
৩৩।www.clicksor.com ক্লিকের মাধ্যমে টাকা আয়।
৩৪।www.flickr.com প্রিয় সব ছবি শেয়ার করুন সবার সাথে।
৩৫।www.cellbazaar.com অনলাইনেই কিনে ফেলুন সবকিছু
৩৬।www.varsityadmission.com ছাত্র-ছাত্রীদের ইউনিভার্সিটি ভর্তি সহায়ক সাইট
৩৭।www.??????blog.com দেশটার যে কি হইলো।খালি .....।
৩৮।www.bbc.co.uk বিদেশের খবর ও দেশের জন্য বড় প্রয়োজন।
৩৯।www.mozilla.com বাংলাদেশে যার জনপ্রিয়তা এখন বেশ উপরে।
৪০।www.about.com জানুন সবকিছু সম্পর্কে
৪১।www.amazon.com নদী নয়।মার্কেটিং
৪২।www.bing.com সার্চ দুনিয়ায় নতুন মুখ।
৪৩।www.ittefaq.com.bd খবর পিয়াসী বাংলাদেশির জন্য
৪৪।www.apple.com খাওয়ার ফল নয় কিন্তু
৪৫।www.clickbd.com বেচা কেনার দূরদান্ত সাইট
৪৬।www.bp.blogspot.com
৪৭।www.amaderforum.com ফোরাম অব বাংলাদেশ
৪৮।www.digitalpoint.com আফনারে সকল টিপস দেবার জন্য তারা প্রস্তুত।
৪৯।www.l??????min.com কি আর করা এই সাইট তো বিশ্বের ৩৮ নম্বর সাইট।তা হলে বাংলাদেশে না হয়ে কি যায়.
৫০।www.download.com ডাউনলোড বিশ্ব
৫১।www.music.com.bd মিউজিক পাগলাদের সাইট।
৫২।www.digg.com ইজ বিগ
৫৩।www.adobe.com যে কোম্পানির সফটওয়্যার দ্বারা বাংলায় গড়ে উঠেছে অসংখ্য ছবি এডিটের দোকান।
৫৪।www.godaddy.com ডোমেন কেনার বাজার।
৫৫।www.w3schools.com ৩টা www এর প্রাইমারি ইসকুল।
৫৬।www.sourceforge.net
৫৭।www.centriohost.com বাংলাদেশিদের জন্য ওয়েব হোস্টিং এর জনপ্রিয় সাইট
৫৮।www.travian.com সবাই এখানে গেম খেলে।
৫৯।www.photobucket.com
৬০।www.joubonjatra.com যোগাযোগ অব বাংলাদেশ
৬১।www.amardeshonline.com আমার দেশ পত্রিকা।
৬২।www.thepiratebay.org
৬৩।www.paypal.com পেপল সুবিধা দেশে আছে নাকি ভাই?
৬৪।www.zshare.net শেয়ার করতে করতে শেষ
৬৫।www.domaintools.com খুজে খুজে বের করুন ডোমেইনের নাম
৬৬।www.who.is কে?
৬৭।www.torrentz.com
৬৮।www.wordpress.org টেকটিউনসের মত সাইট বানাতে গেলে এর সাহায্য আপনাকে নিতেই হবে।
৬৯।www.warez-bb.org
৭০।www.projanmo.com নতুন না পুরানো?
৭১।www.songs.pk পাকিস্তানি সাইট কিন্তু হিন্দি গানে ভরপুর
৭২।www.google.co.uk গুগলের ইউকে
৭৩।www.mywebsearch.com খালি সার্চ করুন।
৭৪।www.prothom-aloblog.com আবার বাংলা ব্লগ।
৭৫।www.cpxinteractive.com
৭৬।www.sidereel.com
৭৭।www.angege.com
৭৮।www.stumbleupon.com
৭৯।www.imageshack.us ছবি আপলোড করুন ফ্রীতে।
৮০।www.myspace.com আমার জায়গাটা আছে তো।
৮১।www.brothersoft.com
৮২।www.files.wordpress.com wordpress এর ফাইল খোজা
৮৩।www.elance.com আউটসোর্সিং করুন এখান থেকে।
৮৪।www.jugantor.biz যুগান্তরের যুগান্তকারী সাইট
৮৫।www.waridtel.com.bd নতুন করে সাজলো যিনি
৮৬।www.amarnatok.com নাটক দেখুন ফ্রী।নিশ্চয় বাংলা।
৮৭।www.dailykalerkantho.com ডিজিটাল দেশের ডিজিটাল পত্রিকা,
৮৮।www.prothom-alojobs.com প্রথম আলো তো সবখানে আছে।এটাতেও বা বাদ পড়বে কেন
৮৯।www.ask.com প্রশ্ন করুন নির্ভয়ে
৯০।www.indiatimes.com হিন্দি পত্রিকাও আমারদেশ পড়ে
৯১।www.theplanet.com
৯২।www.conduit.com
৯৩।www.4shared.com ফাইল শেয়ার
৯৪।www.dailynayadiganta.com নয়া দিগন্ত।পুরানো খবর।
৯৫।www.joomla.org সহজেই বানান পিএইচপি মার্কা সাইট।
৯৬।www??????.com আমার ভাই দরকার নাই।
৯৭।www.exbii.com
৯৮।www.1e100.net
৯৯।www.hostgator.com
১০০।www.doubleclick.com গুগল এডসেন্স এ এত ক্লিক!

এবার বিশ্লেষন

এবার দেখি ১০০ টপ সাইটের মধ্যে বাংলাদেশি সাইট আছে কয়টি

দেশি সাইট

  • বাংলাদেশি সাইট আছে- মোট ২৭ টি।প্রথম ১০টি মধ্যে আছে মাত্র ২টি।
  • বাকি ৭৪ টি সাইটই হল বিদেশি।
  • বাংলাদেশি সাইট গুলো মধ্যে সবছে বেশি আছে সংবাদ বিষয়ক সাইট (১০টি)
  • কেবল মাত্র প্রথম আলোর সাইটই আছে ৪টি।
  • মোবাইল ফোন কোম্পানির সাইট আছে ২টি
  • দেশি ব্লগ ও ফোরাম আছে মোট ৪টি (ব্লগ ৩টি ও ফোরাম ১টি)
  • চাকুরি খোজার সাইট আছে ০৩টি
  • কমিউনিটি বিষয়ক সাইট আছে ০৩টি
  • বিনোদন বিষয়ক সাইট ০২টি
  • পর্নো সাইট ০১টি
  • আন্যান ০২টি সর্বোমোট ২৭টি সাইট।
  • উপসংহার

    উপরের আলোচনা বিশ্লেষণ করে দেখা যায় যে তুলনামূলক ভাবে বাংলাদেশি সাইট অনেক কম।তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা বিদেশি সাইট বেশি বব্যহার করি।
    পর্নো সাইট এর প্রভাবও বেশ আছে(০৩ টি)।তবে ডাটা এন্ট্রি করার কাজ (আউটসোর্সিং) সাইট আমাদের দেশে বেশ ভালো অবস্থান নিয়ে নিয়েছে।এটা আর একটা ভালো দিক।ফাইল শেয়ারিং সাইট চোখে পড়ার মত (০৭টি)।
    সামগ্রিক ভাবে বলতে গেলে বলতে হয় ভালোই।
    টিউনটি বেশ সময় নিয়ে করেছি।আনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে।আশাকরি সেসকল অনিচ্ছাকৃত ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর জানতে ভুলবেন না কেমন লাগলো আমার এই টিউনটি।

    Level 0

    আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    জটিল সজীব ভাই, দারুন জটিল জিনিস দিছেন।

      শোয়েব ভাই তোমাকেও অনেক ধন্যবাদ আমর টিউনটি দেখার জন্য।

    টিউনটা ভালো হয়েছে।

    এ্যালেক্স সাইটটি আমি প্রায়’ই ভিজিট করে থাকি… 😆
    আপনার টিউন ভালো হয়েছে… thnx 🙂

    Shudor post… Koshto kore tuneta lekhar jonno bhonnobad…

    http://www.bdtechie.com

    নাইস।

    ভাই ৮ এবং ১৯ নম্বর, ২ টাই msn.com ,ঘটনা কি?

    আপনার টিউনের জন্য ধন্যবাদ। সুন্দর হইছে, চালায়ে যান।

    পর্ণো লিংক গুলা মুছে দেন…. আর এমএসএন একাধিকবার কেন? ধন্যবাদ টিউনের জন্য।

      সহমত।
      ভাই আপনার টিউনটা ভাল হয়েছে, তবে একটু আপডেট করলে আরো ভাল হবে বলে আশা রাখি।।

      শাকিল ভাই ঠি করে দিলাম।এবার দেখুনতো ঠিক আছে কিনা

    ভাল টিউন, 🙂

    খুব ভালো টিউন

    খুবই সুন্দর একটা টিউন। ভাল লেগেছে। +++++++++

    thanks for nice tunes

    Level 0

    কোন কিনার আগে এই পোস্ট টা পরে নিয়েন …

    https://www.techtunes.io/web-development/tune-id/56949/

    Level 0

    তথ্য নির্ভর টিউন । ধন্যবাদ ।