আধুনিক সামরিক বাহিনীতে ব্যবহৃত কিছু আধুনিক আস্ত্র ও সরঞ্জাম ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম ।

অনেক সাহস যোগিয়ে একটি টিউন করলাম । জানিনা কেমন হবে ।

ভালো লাগলেও বলবেন , না লাগলে তাও বলবেন ।

হাইটেক আর্মি রিষ্ট ওয়াচ

wrist watch

উপরে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঘড়ির ন্যায় রিয়াল টাইম ভিডিও রিসিভার । এটি সেনা সদস্যদের তাদের শত্রু অবস্থান সম্পর্কে তাৎক্ষনিক ছবি প্রদান করে (সেকেন্ডে প্রায় ৩০ ফ্রেম)। যা হেলিকপ্টারের মাধ্যমে সংগ্রহ করা হয় । এই ঘড়িটির আয়তন তিন ইঞ্চি । এবং এটি তৈরী করেছে “Tadiran communications” নামে একটি প্রতিষ্ঠান ।

কর্ণার শট

DSCF0948

এই অস্ত্রটিকে সামরিক বাহিনিতে অনেকটা বিপ্লব হিসেবেই ধরা হয় । এটির মাধ্যমে এটির পরিচালনাকারী আড়ালে থেকেই এর লক্ষবস্তুতে আঘাত করতে পারবে অত্যান্ত নিখুত ভাবে ।

এর ওজন ৩.৮ কেজি এবং এটি দৈর্ঘ্যে প্রায় ৩২.৬৭ ইঞ্চি । এর কালার মনিটর প্রায় ২.৫ ইঞ্চি ।

ট্রফি অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম

trophy_strike

এটি তৈরী করেছে ইজরাইল । এটি মিলিটারি যানবাহনের আসেপাশে এমন একটি শক্তি তৈরী করে যার মাধ্যমে ঐ বাহনটি শত্রু পক্ষের আক্রমন থেকে রক্ষা পায় । এটি তৈরী করা হয়েছে এন্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেটে আক্রমন প্রতিহত করার জন্য । যদিও যুক্তরাষ্ট্র এটিকে অনুমোদন দেয়নি । এবং তারা এটির ন্যায় নতুন একটি সিস্টেম তৈরী করতে যাচ্ছে , যদিও তা ২০১১ সালের আগে পাওয়া যাবে না ।

এই বছরেই ইজরাইল সেনাবাহিনীতে এটি যুক্ত হওয়ার কথা আছে ।

বিগ ডগ

BigDog

এটি অনেকটা কুকুরের ন্যায় চার পা বিশিষ্ট রোবোট । এটি প্রায় ৫৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে । এটি এতই শক্তি সম্পন্ন্য যে এটিকে লাথি মারলেও এটি পড়বে না ।

এটি ১ মিটার দৈর্ঘ্য, উচ্চতায় .৭ মিটার ও এর ওজন ৭৫ কেজি ।

এটিকে পৃথিবীর সবচেয় উন্নত চার পা ওয়ালা রোবোট হিসেবে ধরা হচ্ছে । এটি তৈরী করা হয়েছে সেনাবাহিনীর জন্য । এবং এটি তৈরী করেছে “বোস্টন ডাইনামিক্স” ।

ইএসজি ফ্লাইং উইং

BatWingsForSpecialForces

এটিই প্রথম উড়ন্ত পাখা যা প্যারাশুট বহনকারীকে অত্যান্ত দ্রুতগতিতে আকাশে নিয়ে যাবে প্যারাশুট খোলার আগ পর্যন্ত । এটি তৈরী করা হয়েছে মূলত সেনাবাহিনীর প্যারাসূটারদের জন্য ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onak koso janta parlam. Dhonobad……..

Level 0

বোকা পাঠক
আপনাকেও ধন্যবাদ ভাই ।

ভালো থাকবেন ।

    হুমম সুন্দর টিউন, তবে কবে যে বাংলাদেশের সামরিক বাহিনীতে এগুলো ব্যবহার হবে…………….:)

সুন্দর টিউন

    Level 0

    ধন্যবাদ ভাই ।

    আপনাদের ভালোলাগাই আমার স্বার্থকতা ।

Level 0

দারুন তথ্য বহুল টিউন। অনেক ধন্যবাদ।

    Level 0

    mehedi011 ভাই
    তথ্য আরও ছিলো ।
    এই একেকটি বিষয় নিয়ে একেকটি টিউন করা যাবে ।

    যাই হোক ভালো থাকবেন ।

Level 0

হাসিব ভাই

এইগুলোতো কেবল যুক্তরাষ্ট্র ও ইজরাইল সেনাবাহিনীতেই যুক্ত হয়েছে / হবার অপেক্ষায় আছে ।

আর আমাদের দেশের এই অস্ত্র গুলোর কি প্রয়োজন ভাই ।
যেখানে মানুষ পেটে ভাত পায়না । সেখানে …………………………

ভালো থাকবেন ।

Level 0

হিটম্যানের টিউনটা সত্যিই হিট হইছে। ধন্যবাদ হিটম্যান।

    Level 0

    ধন্যবাদ মোশারফ ভাই ।

just carry on bro…….

    তোমার শেষের টিউনটা ডিলিট করলে কেন??

    Level 0

    ধন্যবাদ হাসান জুবায়ের (আল-ফাতাহ) ভাই

    আর মামুন ভাইএর সাথে এক মত
    টিউন গেলো কনে ?

Level 0

মানুষ মানুষকে মারার জন্য কত অত্যাধুকি অস্ত্র শস্ত্র তৈরী করে……. বাহ বাহ বাহ…. ছিঃ ছিঃ ছিঃ

Level 0

mak_nader ভাই

ইজরাইল বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় কি ?

এই মরণাস্ত্রগুলো হয় যুক্তরাষ্ট্র না হয় ইজরাইলের তৈরী ।

ইএসজি ফ্লাইং উইং টা আমার দরকার। কত টাকা দাম?

    Level 0

    mobileclinic ভাই

    আমি যতদুর জানি এটি এখানও প্রক্রিয়াধীন আবস্থায় আছে ।
    দাম জানলে জানাবো ।

    ধন্যবাদ ।

Level 2

অনে কুছ জনবার পারলাম।