বারকোড বর্তমান সময়ে একটা জনপ্রিয় পদ্ধতি। এর মাধ্যমে ছোট্ট একটা ছবির মধ্যে অনেক তথ্য সংরক্ষণ করে রাখা যায়। আর একারণেই আজকাল বিভিন্ন পণ্য ও অন্যান্য বিভিন্ন বিজ্ঞাপনে এই বারকোড এখন অহরহই ব্যবহার হচ্ছে। এই বারকোড ডিকোড করতে হলে তার ছবি তুলে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়। আজকাল অনেক মোবাইল এর জন্যই বিভিন্ন বারকোড রিডার সফটওয়্যার পাওয়া যায়। কথা হল কম্পিউটার এর জন্য এমন কোন ভাল সফটওয়্যার কি আছে যা দিয়ে বারকোড পড়া যায় ???
হ্যাঁ এমন বেশ কিছু বারকোড রিডার সফটওয়্যার রয়েছে কম্পিউটার এর জন্য। এর মধ্যে ByteScout Barcode Reader সফটওয়্যারটি বেশ ভাল। এর মাধ্যমে আপনি বারকোড এর ছবি যে কোন ডিভাইস দিয়ে তুলে কিংবা ওয়েবক্যাম থাকলে সরাসরি কম্পিউটার দিয়ে ছবি তুলে খুব সহজেই বারকোড পড়তে পারবেন।
সফটওয়্যারটি ব্যবহার খুব সহজ। আর সাইজ মাত্র 1.2 এমবি। নামাতে পারবেন এই লিঙ্ক হতে
http://bytescout.com/files/BarCodeReader.exe
আর আমার পরের পোস্টটি হবে তাদের জন্য যারা জানতে চান বারকোড কি আর কিভাবে তৈরি করতে হয়। তাই আমার সাথেই থাকুন। আর কম্পিউটার বিষয়ক সকল টিপস আর ট্রিক্স জানতে আমার ফেসবুক পেজ লাইক দিন https://www.facebook.com/mbtricks
সকলকে ধন্যবাদ...ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট এই আমাকে পরবর্তী পোস্ট এ উৎসাহ যোগাবে।
যারা সফটওয়্যার টি টেস্ট করতে চান আমার বানানো এই কিউআর কোড টি স্ক্যান করুন।
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই QR ছবিটি কিভাবে ব্যাবহার করব? মানে কম্পিউটারে। আমি বুঝতে পারছিনা