মজার গণিতঃ ২=৫ এর প্রমাণ!!!

গণিতের আরও একটি অবাস্তব প্রমাণ নিয়ে আজ হাজির হলাম! আজ ২৫ তারিখ, তাই ২=৫ এর প্রমাণটি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি! 😛 ! গণিত দিয়ে আপনি খুব সহজেই এমন অনেক "অবাস্তব/ মিথ্যা" প্রমাণ করতে পারেন! গণিতের "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়েই সাধারণত এই প্রমাণগুলো হয়ে থাকে! এমনকি এই "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়ে "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণ করা যায়!!! কি? মজার না??? "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণটি অন্য একদিন দেখিয়ে দিবো ইনশাআল্লাহ 🙂
এই প্রমাণগুলো যদিও  সত্য নয়, তবুও এই প্রমাণগুলো দেখলে/ জানলে, গণিত হয়ে উঠে "মজার গণিত"!!! তাই, আজকেও সেইরকম একটা অনির্ণেয় টার্ম দিয়ে ২=৫ প্রমাণ করে দেখালাম! গত প্রমাণের মত আজকের প্রমাণের ভুলও আমি আপনাদের দেখিয়ে দিবো না! আপনাদেরকেই আজকের ২=৫ প্রমাণের ভুলটি ধরতে হবে! তাই, নিচের প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন। ভুল না ধরতে পারলেও মন্তব্য করুন। কারন, অনেকে যদি ভুল না ধরতে পারে, সেক্ষেত্রে আমিই ভুলটি দেখিয়ে দিবো 🙂 তাই, নিচের প্রমাণটি ভালোমতো লক্ষ্য করুন ... ... ...

প্রমাণঃ
      14 = 14
বা, 10 + 4 = 10 + 4
বা, 10 - 10 = 4 - 4
বা, 5(2-2) = 2(2-2)
বা, 5=2 [উভয় পক্ষকে (2-2) দ্বারা ভাগ করে]
অতএব, ২=৫
[প্রমাণিত]
নোটঃ আজকের এই ২=৫ প্রমাণটি আগের "১=২ এর প্রমাণ!" অথবা, "৪=৫ এর প্রমাণ!" থেকে সহজ। তাই, আজকের এই প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন এবং নিচে মন্তব্য করুন ↓ ↓ ↓

"মজার গণিত"- এর সকল পোস্ট আপনার ফেইসবুক প্রোফাইলে পেতে চাইলে, এই পেজটিতে লাইক দিনঃ  https://www.facebook.com/mojargonit ... ... ... গণিত প্রেমীদের মাঝে গণিতকে পৌঁছে দিতেই পেজের লিংকটি আমি দিলাম। আশা করি, এতে কেও মাইন্ড করবেন না! 😛

গণিত সম্পর্কিত আরও কয়েকটি লেখাঃ

1. ১=২ (এক সমান দুই) !!!!!

2. ০!=১ (০ ফ্যাক্টোরিয়াল=১) এর প্রমাণ

3. ৪=৫ (চার সমান পাঁচ)!!!!!

4. অসীম থেকে অসীম বাদ দিলে কি থাকে?

5. ³√1=? (এক এর ঘনমূল কত?)

6. জটিল সংখ্যায় Ω এবং Ω² বলতে কি বোঝায়???

Level 0

আমি মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm nothing but.......?!.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

paradox

    @rafa: :/

      @মুবিন: হুমম…প্রমাণটা বেশ ভাল লাগলো।
      ভুল ধরিয়ে দিব??? আচ্ছা দিচ্ছি…

      (2-2)=?……it’s obhiously 0!!
      কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, Math Error হয়।
      আর আপনি চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইনে আসার সময় এই ভুলটাই করেছেন।

      মজার জিনিসটা দেখানোর জন্য ধন্যবাদ।

        @Black Dragon: ভাই আপনার সাথে আমিও একমত।
        (2-2)=?……it’s obhiously 0!!
        কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, Math Error হয়।

      @মুবিন: 5(2-2) = 2(2-2)
      বা, 5=2 [উভয় পক্ষ হতে (2-2) বাদ দিয়ে]

      ভুল………

Level 2

Black Dragon এর সাথে একমত।
যারা গণিত বুঝে তাদের এইসব প্রমাণ দেখান, তারা মজা পাবে আবার আপনারও গুরুত্ব বাড়বে।

    @Harun0212: একমত। গণিতকে ভালোবাসুন এবং গণিতের সঙ্গেই থাকুন! সকলের জীবন হোক গণিতের মতোই সুন্দর! 🙂

Level 0

ভাইয়া আপনি তো ০ কে ০ দিয়ে ভাগ করলেন। এইটা তো গনিতে সম্ভব না। তবে এইভাবে চিন্তা করলে অনেক প্রমান করা যায় সেটা চমক ভাইয়ের “গনিতের রঙ্গে” তে বলা আছে। তবে জিনিসটা share করার জন্য ধন্যবাদ =D

বা, 5(2-2) = 2(2-2)
বা, 5=2 [উভয় পক্ষ হতে (2-2) বাদ দিয়ে]
যদি, ৫১=২১ হয় তাহলে কি উভয় পক্ষ থেকে ১ কাটা যাবে!!! যদি তা না যায় তাহলে ০ কে কেমনে আপনি কাটলেন?!!

    @মোঃ রেজাউল করিম: ভাই, ৫১=২১ এর মধ্যে ৫১ ও ২১ দুইটা সংখ্যায় ১ গুন হিসেবে নেই। এখানে, ৫১ ও ২১ দুটি আলাদা সংখ্যা। কিন্তু, 5(2-2) = 2(2-2) লাইনের মধ্যে (2-2) গুন হিসেবে রয়েছে। আর, এই প্রমাণের ভুলটি হচ্ছে, 5(2-2) = 2(2-2) লাইনের পরে ৫=২ লিখতে হলে উভয় পক্ষে আমাদেরকে ০ দ্বারা ভাগ করতে হবে। আর, গণিতে কোনোকিছুকে ০ দ্বারা ভাগ করা যায় না! ফলাফল আসে “অসংজ্ঞায়িত”! তাই, উভয় পক্ষকে (2-2) দ্বারা ভাগ করা যাবে না।