আসছে ড্রিম মেশিন : স্বপ্নকে পড়বেন বিজ্ঞানীরা

বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি লেখতে বসলাম।ঘুমালে মানুষ স্বপ্ন দেখে। জেগে গেলে অধিকাংশই ভুলে যায়। স্বপ্নকে স্বপ্ন বলেই উড়িয়ে দেয়ার প্রবণতা আছে। এটা হয়তো ঠিক, স্বপ্ন ভবিষ্যতের রূপরেখা হতে পারে না। তাই স্বপ্ন থেকে ভবিষ্যৎবাণীর আশা না করাই ভালো। কিন্ত স্বপ্ন কিছু তাৎক্ষণিক সমস্যার সমাধান দিতে পারে। ধরা যাক, এক ব্যক্তি একটা সমস্যা নিয়ে ভাবছেন, কিন্তু মাথা ঠিক মতো কাজ করছে না। ওই ব্যক্তি হয়তো স্বপ্নে সমস্যাটার সমাধান পেয়ে যেতে পারেন। প্রমাণ চাই? নীলস বোর বোরের পারমাণবিক গঠনের আইডিয়াটা এসেছিল স্বপ্নে। তেমনি বেনজিনের আবিষ্কারক ফেডেরিক কাকুলে বেনজিনের আণবিক গঠনের নকশাটা আবিষ্কার করেছিলেন স্বপ্নে। আবার বাম স্ট্রোকারের কথা বলা যেতে পারে। হলিউডের চিত্র পরিচালক একদিন সুটিং সেটেই ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্ন দেখলেন বাদুড়রূপি ভ্যাম্পায়ার দানবরা পৃথিবী আক্রমণ করেছে। স্নায়ুক্ষয়ী দুঃস্বপ্ন শেষে যখন তাঁর ঘুম ভাঙল তখন স্ট্রোকার কাগজ-কলম নিয়ে বসে গেলেন। রচিত হলো কালজয়ী হরর উপন্যাস ‘ড্রাকুল’র। কিন্তু এগুলো সবই স্বপ্ন থেকে সফলতা পাওয়ার গল্প। কিন্তু এমন কত স্বপ্ন যে হারিয়ে যায় বিস্মৃতির অতলে, তা যদি সব সফল করা যেত; পৃথিবী কোথায় যেত ভাবা যায়!

মানুষ স্বপ্ন ভুলে যায় বলেই সম্ভব নয় সব স্বপ্ন বাস্তবায়নের। কিন্তু বিজ্ঞানীরা বোধহয় এতদিনে স্বপ্নকে পড়ে ফেলার উপায় খুঁজে পেলেন! অন্তত জাপানের একদল গবেষক সেই দাবিই করছেন। জাপানের এটিআর কম্পিউটেশনাল নিউরো সাইন্সের একদল গবেষক ঘুমের প্রাথমিক পর‌্যায়ে মানুষের মস্তিষ্ক এমআরআই স্ক্যান করে ঘুমন্ত ব্যক্তি কী স্বপ্ন দেখছেন তার একটা পূর্ব অনুমান করেন। পরে ওই ব্যক্তি জাগলে তাকে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করা জেনে নেয়া হয় তাদের অনুমান ঠিক কিনা? বিজ্ঞান বিষয়ক এক জার্নালে গবেষকরা জানিয়েছেন, শতকরা ৬০ ভাগ ক্ষেত্রে তাঁদের ধারণা ফলে গেছে। তারা আশা করছেন গবষেণা অব্যাহত রাখলে সফলতার হারও বাড়বে।গবেষকরা যে ধরনের স্ক্যানার ব্যাবহার করছেন তাঁর নাম দিয়েছেন ‘ড্রিম মেশিন’।

বন্ধুরা সময় পেলে আমার সাইটথেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইল।

Level 0

আমি Aehtasham Aumee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আমার অনেক ইচ্ছা ছিলো ড্রীম মেশিন বানানোর 🙁

Copy paste from –
http://zero2inf.com/article/264/scientists

what’s wrong with you?