বিশালাকার জেলিফিশ সাগরতল পর্যবেক্ষণ করবে!

জেলিফিশ অত্যন্ত দক্ষ অরগানিজমের প্রানী। তাদের বৃদ্ধির জন্য মহাসাগরের স্রোত আর ন্যূনতম শক্তি ব্যয় হয় মাত্র। এজন্য ভার্জিনিয়া একটি টেক দল গবেষনার জন্য শরু থেকেই জেলিফিশকে বেছে নেয়।

robotic-jellyfish-cyro-header
সমুদ্র তলদেশের পরীক্ষা নিরীক্ষা করছে দলটি।
প্রজেক্টটির উদ্দেশ্য সম্পর্কে শশাঙ্ক প্রিয়া বলেন-
এটি সমুদ্রতল, স্রোত এবং অগণিত অন্যান্য পানির তলদেশের কার্যক্রম নিরীক্ষণ করতে পারে। আর প্রজেক্টটি মিলিটারির অর্থায়নে চলছে।
যন্ত্রটির নাম "কাইরো"রাখা হয়েছে , কাইরো শব্দটি জেলিফিশের ল্যাটিন শব্দ থেকে এসেছে।
"কাইরো"(জেলিফিশ) যার পূর্ববর্তী সংস্করণের আকার ছিল গড়পড়তা মানুষের হাতের আকারের সমান। তবে সম্প্রতি বানানো ভার্সনটির আকার বৃদ্ধি করা হয়েছে । এখন দৈর্ঘে এটি ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজনে ১৭০ পাউন্ড করা হয়েছে যাতে এটি বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ধারণ করতে পারার পাশাপাশি এটি অনেক টেকসই হয়।
যন্ত্রটি সিলিকন দ্বারা নির্মিত যাতে এটি জেলিফিশের মত কাজ করতে এবং পানিতে চলাচল করতে পারে। দেখলে কেও ভাবতেই পারবেনা এটি যন্ত্রের একটি টুকরা মাত্র, এভাবে বানানো হয়েছে যন্ত্রটি!

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেগেছে।