গুগল এডসেন্স কেন আপনাকে টাকা কম বেশী দিবে

প্রথমেই বলি গুগুল এডসেন্স কি? গুগুলের ভাষ্য অনুযায়ী এডসেন্স হচ্ছে , ওয়েব পাবলিসার্চগন কিভাবে খুবই সহজ ও দ্রুত উপায়ে তাদের নিজেদের ওয়েব সাইটে গুগুলের নির্ধারিত বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে টাকা রোজগার করা যায় তার উপায়। ওয়েব সাইট ব্যবহারকারীরা গুগুল সার্চের মাধ্যমে অথবা সরাসরি আপনার সাইট ভিজিট করে যদি গুগল এডসেন্সের বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে আপনি টাকা পাবেন।

ক্লিক প্রতি টাকার পরিমাণ কমবেশি হয়, এটা সাইটের বিজ্ঞাপনের ধরণ অনুসারে হয়। আপনি যদি খুবই পরিচিত বিষয়ের উপর লেখেন তাহলে টাকা কম আসতে পারে (পরিচিত বিষয়ের উপর গুগুলের বিজ্ঞাপনে সাধারনত টাকা কম দেয়ে) কিন্তু পাঠক বেশী পাবেন এবং যদি নতুন কোন বিষয়ের উপর লেখেন এবং তা যদি একদম নতুন কোন আবিস্কারের কথা হয় যেমন ধরুন কোন ওষুধি গাছের কোন বিশষ গুন নিয়ে লিখছেন যা আপনাকে ক্লিক প্রতি টাকা বেশী এনে দিতে পারে কিন্তু তুলনামূলকভাবে পাঠক কম পাবেন।(মূলত বিজ্ঞাপন দাতার বিড এর উপর বিজ্ঞাপনের ক্লিকে টাকার পরিমান নির্ধারিত থাকে, এটা আসলে গুগলের সাথে বিজ্ঞাপন দাতার একটা চুক্তি থাকে তারপরও সাধারণত কমন নিকের চেয়ে আনকমন কিন্তু কোয়ালিটি সম্পন্ন নিকে বিজ্ঞাপনদাতারা টাকা বেশি দেয়)।

তাই, সঠিক ভাবে ব্লগের নাম নির্ধারণ করে ভাল কোন নিকের উপর কাজ করলে গুগল থেকে ভাল মানের বিজ্ঞাপন আশা করতে পারেন যেটাতে বিজ্ঞাপন দাতারা প্রতিটি ক্লিকের জন্য ভাল অন্কের টাকা দিবে আর আপনিও তাতে বেশী লাভবান হবেন।

আর শুধু ওয়েব সাইট খুলে বসলেই কেউ টাকা দিয়ে যাবে না। সাইটের উন্নতির জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার সাইটের ভাল পেজ রেন্ক থাকতে হবে। তাতে ভিজিটর বেশী পাবেন আর তাতে করে ক্লিকের হার বাড়বে আর টাকা বেশী আসার সম্ভবনা বাড়বে।

সব কিছুর জন্য জ্ঞান দরকার। আর জানতে হলে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। ব্লগ নিয়ে স্বপ্ন থাকতে হবে। কষ্ট করলে তবেই সফলতা পেতে পারেন।
গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে এডসেন্স সমন্ধে আমার এই লেখাটি পড়তে পারেন

এ লেখা থেকে আপনি পেতে পারেন এডসেন্স থেকে আয় করার অফুরন্ত অনুপ্রেরণা যা আপনি অন্য কোন একক লেখা থেকে পাবেন না।

Level New

আমি কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ব লেছেন-
“ক্লিক প্রতি টাকার পরিমাণ কমবেশি হয়, এটা সাইটের ধরণ অনুসারে হয়। আপনি যদি খুবই পরিচিত বিষয়ের উপর লেখেন তাহলে টাকা কম আসবে কিন্তু পাঠক বেশী পাবেন এবং যদি নতুন কোন বিষয়ের উপর লেখেন এবং তা যদি একদম নতুন কোন আবিস্কারের কথা হয় যেমন ধরুন কোন ওষুধি গাছের কোন বিশষ গুন নিয়ে লিখছেন যা আপনাকে ক্লিক প্রতি টাকা বেশী এনে দিবে কিন্তু তুলনামূলকভাবে পাঠক কম পাবেন।”

ব্যাপারটা আসলে এরকম না। প্রতি ক্লিকে কত টাকা পাবেন তা নির্ভর করে Advertiser’s bid এর উপর। আরেকটু সহজ করে বললে CPC (Cost per Click) এর উপর।

আমি যেটা বলতে চাচ্ছি তা হলো – ক্লিক প্রতি টাকার পরিমাণ আপনার টপিকের পরিচিতি বা অপরিচিতির উপর নির্ভর করে না।

আপনি বলেছেন-
“ক্লিক প্রতি টাকার পরিমাণ কমবেশি হয়, এটা সাইটের ধরণ অনুসারে হয়। আপনি যদি খুবই পরিচিত বিষয়ের উপর লেখেন তাহলে টাকা কম আসবে কিন্তু পাঠক বেশী পাবেন এবং যদি নতুন কোন বিষয়ের উপর লেখেন এবং তা যদি একদম নতুন কোন আবিস্কারের কথা হয় যেমন ধরুন কোন ওষুধি গাছের কোন বিশষ গুন নিয়ে লিখছেন যা আপনাকে ক্লিক প্রতি টাকা বেশী এনে দিবে কিন্তু তুলনামূলকভাবে পাঠক কম পাবেন।”

ব্যাপারটা আসলে এরকম না। প্রতি ক্লিকে কত টাকা পাবেন তা নির্ভর করে Advertiser’s bid এর উপর। আরেকটু সহজ করে বললে CPC (Cost per Click) এর উপর।

আমি যেটা বলতে চাচ্ছি তা হলো – ক্লিক প্রতি টাকার পরিমাণ আপনার টপিকের পরিচিতি বা অপরিচিতির উপর নির্ভর করে না।

না জেনে বিভ্রান্তি ছড়াবেন না। আসলে এডভার্টাইজার যে মূল্য নির্ধারন করে দেন সেটাই দেয়া হয় ক্লীক প্রতি। টপিকের বিষয় এর সাথে সম্পর্কিত না তবে কমন টপিকে সিপিসি কম থাকে সাধারনত তাই বলে আনকমনে যে বেশী থাকে তা নিশ্চিত করে বলা যায় না।

আমি আপনার সাথে একমত নই। আমি এডসেন্স নিয়ে অনেক কাজ করেছি। এটি নিভর্র করে এডভার্টাইজারদের বিড এর উপর।

Level New

শাকিল আরেফিন ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাই, না জেনেই তো বিভ্রান্তি ছড়ানো যায়। জানলে কি ছড়াতাম?

সোহেল ভাই এবং আপনি জানালেন (আমার এই পোষ্টে) এতে করে সবাই জেনে গেল। তাতে সবার উপকার হলো।