ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু গুগুলের নাম জানেন না এমন লোক মনে হয় ভার্চুয়াল জগতে পাওয়া যাবেনা। কারণ বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইন্জিনের নাম হচ্ছে গুগুল। এটা ছাড়াও গুগুল যে আমাদের বিনামূল্যে ই-মেইল সেবা দিচ্ছে সেটাও অনেকেই জানেন। এই ২টা সেবা ছাড়া গুগুল অন্য যে সব সেবা দিচ্ছে তা আমরা কত জন জানি।
আসুন জেনে নেয়া যাক গুগুলের অন্যান্য সেবা সমূহের নাম:
টাকা ইনকামের জন্য: গুগুল এডসেন্স (এ বিষয়ে জানতে এই লিংকটা পড়ে আসতে পারেন)
সার্চ ইন্জিন বিষয়ক সেবা সমূহ:
১. গুগুল এলার্ট
২. ব্লগ সার্চ
৩. গুগুল ক্রোম
৪. গুগুল ডাইরেক্টরি
৫. গুগুল ইমেইজ
৬. নিউজ/সংবাদ
৭. গুগুল স্কলার
অনলাইনে কারো সাথে কোন কিছু শেয়ার/যোগাযোগ করার সেবা সমূহ ও
মোবইল বিষয়ক সেবা সমন্ধে বিস্তারিত জানতে আমার সোনার বাংলা ব্লগ থেকে জেনে আসতে পারেন।
আমি কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটি করেছেন গুগলের ফ্রি সেবা সম্বন্ধে আমাদের জানাতে নাকি আপনার “http://sunarbangla.wordpress.com/(সোনারবাংলা ব্লগ)” সাইটে ইউজার পেতে তাতো কিছুই বুঝলাম না।
ইন্টারনেট ইউজ করে অথচ গুগল জানে এমন ইউজার খুজে পাওয়া যাবে বলে আমার মনে হয়না।
এডসেন্সের ব্যবহার জানেনা এমন ইউজার পাওয়া যাবে, তাদের জন্য টেকটিউন্সে এডসেন্স বিষয়ক অনেক টিউন আছে। আপনার “সোনারবাংলা ব্লগে” যাওয়ার দরকার কি।