আবারও সব্বাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে একটি অন্য রকম টিউন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে।
ট্রেন সত্যই যেন আকাশে উড়বে। Electromagnetic Levitation train এর গতি হবে ঘন্টায় ৩৫০-৫০০ কিঃ মিঃ যা আকাশ এবং স্থল পথের gap টা কিছুটা হলেও কমাবে।
অন্যদিকে Super-Conductivity বা অতি পরিবাহিতা ব্যবহার করার ফলে Electronic Circuit এর VLSI এর ফলে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির Assemblage Density এত বেশী হবে যে, তা Brain এর nerve cell এর ঘনত্বের কাছাকাছি এসে পৌঁছবে।
Computer এর জায়গায় দেখা দিবে Super-fast Optical Computer যাতে On/Off transistor এর সাহয্যে না হয়ে আলোক তরঙ্গের সাহয্যে করা যাবে।
পরিবেশ দূষণ ঠেকাতে Detection efficiency অসম্ভব বেড়ে যাবে। যার ফলে এক লক্ষ্য/কোটি atom থাকলেও তা জানা খুবই সহজ হবে।
গাড়িতে Ceramic ইঞ্জিন বহুল ব্যবহৃত হবে এবং অবাক হবার কিছুই থাকবে না।
Fusion Reactor ব্যবহার করে পৃথিবীতেই কৃত্রিম সূর্যের তেজাবস্থা সৃষ্টি করে শক্তি সঙ্কট নিরসনের প্রচেষ্টা করা হবে।
আশা করি আমার এই টিউনটি আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই আমাকে Comment করবেন।
সবাই ভাল থাকবেন এবং সুস্থ্য থাকবেন এই শুভ কামনায়
"আলমাস"
মূল তথ্য সংগ্রীহিত…
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
প্রায় ২ঘন্টা প্ররিশ্রোম করে টিউনটি করলাম কারন আমার নেটের গতি বেশী না। যদি আপনাদের ভাল লাগে তবে প্লীজ আমাকে কমেন্ট করবেন। কমেন্ট আমার প্রান……..