DVD-R, DVD+R, DVD+RW, এবং DVD-RW এর মাঝে পার্থক্য গুলো

 

আসুন প্রথমত আমরা R এবিং RW এর মাঝে প্রথক্য গুলো লক্ষ্য করি R দিয়ে READABLE (সিডি থেকে ডাটা পড়তে/প্ল্যে করতে পারা) এবং W দিয়ে WRITEABLE (সিডিতে ডাটা সংরক্ষণ করতে পারা ) বুঝানো হয়।

DVD-R এবং DVD-RW, অথবা DVD+R এবং DVD+RW এর মাঝে প্রধান পার্থক্য গুলো হচ্ছে R ফরমেটের ডিস্ক গুলো কে একবারWrite করার পর সেটা থেকে আর কখনো কোন ডাটা মুছা যাবে না। কিন্তু RW ফরমেটের ডিস্ক গুলো কে বার বার মুছা যাবে ও Data Write করা যাবে। R ফরমেটের ডিস্ক গুলো ফাইল রাইট করে রাখার জন্য ভালো কারণ এ থেকে ফাইল হারানর সম্ভাবনা খুবই কম সিডি নষ্ট না হওয়া পর্যন্ত তারপর আবার দামও কম যেখানে R ফরমেটের সিডির ১০ টাকা থেকে ১২ টাকা সেখানে RW ফরমেটের সিডি গুলোর দাম ৮০ টাকা +

এবার আসুন DVD-R এবং DVD+R এর মাঝে পার্থক্য যাচাই করি।

যেহেতু উপরেই DVD-R এবং DVD-RW সম্পর্কে বর্ণনা দিয়েছি যে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক টা শুধু মাত্র একবার Writable এবং আরেকটি অনেকবার Write করা যাবে। ঠিক তেমনি এটা DVD+R এবং DVD+RW এর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ DVD-R যে কাজ DVD+R এর একই কাজ, আবার DVD-RW এর যে কাজ DVD+RW এরও একই কাজ । তাই যদি হয় তাহলে +(প্লাস) এবং -(মাইনাস) এর মাঝে পার্থক্য কি?

হ্যাঁ পার্থক্য অবশ্যই আছে

  • DVD-R/RW এর প্রাথমিক ডেভেলপ এর কাজ করেছিল পাইওনিয়ার, যা পাইওনিয়ার ও অ্যাপল প্রাথমিক ভাবে ব্যবহার করেছিল বা করতো । এই -(মাইনাস) ডিস্কগুলো ডিস্কের সার্ফেসে এক লেয়ারের উপর রাইট করা যেত । এই ডিস্ক গুলো DVDR+R/RW এর চেয়ে কম মূল্যের এবং ধারণ ক্ষমতাও কম ।
  • DVDR+R/RW ফরমেটের ডিস্ক গুলো ফিলিপ্স, ডেল, সনি, এইচপি, এবং Mcft সাপোর্ট করতো , এবং এগুলো একাধিক লেয়ারে রাইট করা যেত/ যায়। এবং DVD+R/RW ডিস্ক গুলো DVD-R/RW চেয়ে কিছুটা ভালো এবং ডাটা ধারণ ক্ষমতাও অনেক বেশি যার কারনে দামও কিছুটা বেশি।

উপরের বর্ণনা গুলো ছিল DVD ডিস্ক সম্পর্কে আর DVD-ROM এবং DVD+RW ড্রাইভ গুলোর মাঝে পার্থক্য হল রম ড্রাইভ শুধু ডাটা রিড করতে পারে আর RW ড্রাইভ গুলো রাইট ,ড়িড, এমন কি রিরাইট এর কাজও করে

আসা করি DVD-R,DVD-RW,DVD+R,DVD+RW ডিস্কগুলো সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছেন আর DVD-ROM এবং DVD+RW ড্রাইভগুলো সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছেন আশাকরি ।

পোস্ট টি আগে যেখানে করা হয়েছিল

আর সময় থাকলে আমার ব্লগ সাইটটি থেকে ঘুরে আসবেন

Level 0

আমি rafarayhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিলনা । জানলাম!!!! আপনাকে অনেক ধন্যবাদ…………।

ধন্যবাদ