আজকাল বাসাতে কম্পিউটার নাই এ রকম বাসা খুঁজে পাওয়া কঠিন। আমারা অনেকেই আছি যারা কম্পিউটারে শুধু হালকা কিছু লিখালিখি করি, গান শুনি, ইন্টারনেট ব্যবহার করি। যার অর্থ হলো আমরা যারা খুব বড় ধরনের কাজ করি না তাদের জন্য আর নিজের কম্পিউটারের দরকার নাই। এখন প্রশ্ন হলো, আমাদের প্রয়োজনীয় ফাইলগুলি কোথায় রাখবো ?
আমরা অনেকেই জানি যে কিছু প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে আপনাকের তাদের অনলাইন অপারেটিং সিসটেম ব্যবহার করতে দেয়। সেইসব অনলাইন অপারেটিং সিসটেমে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা আপনি আপনার নিজের উইন্ডোজ কম্পিউটারে পান। সেখানে আপনি Office, Graphics, Browser, MP3 Player, RSS Reader, Games ইত্যাদি প্রোগ্রাম ব্যবহারের সুযোগ সুবিধা পাবেন। এখানে আপনি নিজের কম্পিউটারে যেভাবে সকল প্রোগ্রাম ব্যবহার করেন এবং সকল তথ্য জমা রাখেন, সেইভাবে এখানে ও রাখতে পারবেন। এবং এখানে বসে থেকে আপনি আপনার নিত্যপ্রযোজনীয় কাজগুলো করতে পারবেন। অনলাইন অপারেটিং সিসটেমের সবচয়ে বড় সুবিধা হলো, এটি আপনি বিশ্বের যেকোন প্রান্ত থেকে শুধু ইন্টারনেট থাকলেই নিজের সকল তথ্যসহ যেকোন ক্যাফে থেকে অথবা অন্যের কম্পিউটার থেকেও আপনার নিজের অনলাইন কম্পিউটার ব্যবহার করতে পারবেন।
আমি eyeOS ব্যবহার করে আমার হোস্টিং এ ইনস্টল করেছি অনলাইন অপারেটিং সিসটেম। আপনারা ইচ্ছা করলে সেখানে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার জন্য এখানে ক্লিক করুন ।
আপনারা ইচ্ছা করলে আপনাদের হোস্টিং এ eyeOS ব্যবহার করতে পারেন। eyeOS এর একটা ভালো সুবিধা হলো আপনার নিজের প্রয়োজনে আপনি eyeOS এর জন্য প্রোগ্রাম বানাতে পারবেন। eyeOS এর সাইট ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন ।
অজানা ইনফরমেশনসম্প্রতিকালের অজানা ইনফরমেশন… |
আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice tune কাজে লাগবে আমার………..