আসুন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো ব্যবহার করি

বাংলায় সামাজিক যোগাযোগের অনন্য মাধ্যম বেশতো । বেশ তো বাংলায় আপনি আপনার মনের ভাব আর যোগাযোগ করতে পারবেন । এটা ফেইসবুক এর মত নয় বিষয়টা অনেকটা টুইটার এর মত । তবে আমার কাছে বেশতো বেশ ভালো লেগেছে । বিশেষ করে প্রশ্ন করার বিষয় টা । আপনি যেকোনো সহায়তা চেয়ে প্রশ্ন করতে পারেন । আবার আপনি কোন উত্তর জানলে তা দিয়ে সহায়তা করতে পারেন এভাবে আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে । তবে এই সাইড টিতে যত বেশি মানুষ আসবে তত বেশি মজা হবে । খুদে বার্তা প্রেরন করতে পারেন টা ২৫০ শব্দের মধ্যে । পয়েন্টের ব্যবস্থা আছে ।

যেভাবে আপনি পয়েন্ট পেতে পারেন-
• প্রথমবারের মত উত্তর লিখলে ১০০ পয়েন্ট পাবেন।
• প্রশ্নের উত্তর লিখলে ১০ পয়েন্ট পাবেন।
• প্রশ্নকর্তা আপনার উত্তরকে সবচেয়ে ভালো উত্তর হিসেবে নির্বাচিত করলে ৩০ পয়েন্ট পাবেন।
• আপনার প্রতিটি প্রশ্নের উত্তর “মন্দ” নির্বাচিত হলে ১ পয়েন্ট কাটা যাবে।
• একটি উত্তর “ভালো” নির্বাচন করলে ১ পয়েন্ট পাবেন।
• আপনার উত্তর “ভালো” নির্বাচিত হলে ২ পয়েন্ট পাবেন।
• স্প্যামিং এবং গ্রহণযোগ্য নয় এমন লেখার জন্য, অ্যাডমিন এবং মডারেটররা, যেকোনো পরিমাণের নাম্বার কাটার পূর্ণ অধিকার রাখে।
http://www.beshto.com/

আপনি প্রশ্ন করার এবং উত্তর দেওয়ার মাধ্যমে বেশ কিছু পয়েন্ট পেতে পারেন এবং এই পয়েন্ট এর উপর ভিত্তি করে আপনি পদবী পেতে পারেন। এই পদবী গুলো হচ্ছে-
গুণী (০-২৫০)
জ্ঞানী (২৫১-৫০০)
বিশারদ (৫০১-১০০০)
পন্ডিত (১০০১-২৫০০)
গুরু (২৫০১-৫০০০)
মহাগুরু (৫০০১-১০০০০ )

বাংলায় সামাজিক যোগাযোগের সাইড বেশতো । একজন বাংলাদেশি হিসেবে দেশের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করা উচিৎ । আপনাদের সরব উপস্থিতি কামনা করছি ।

Level 0

আমি hridoy hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, সাইটের নাম কি ব্যাস্ত নাকি বেশ তো??? ডিজাইন ভালোই হয়েছে। সাইনআপ ইউথ Facebook রাখলে ভালোই হত ।
আমি একটা সোসাল নেটওয়ার্কিং সাইট খুলেছি। এখানে ক্লিক করে যেতে পারেন ভালো লাগলে সাইনআপ করবেন। 🙂

    @BotMaster সাইটের নাম বেশ তো । এটি বেটা ভারসন চলছে । হয়তবা সাইনআপ ইউথ Facebook এড হবে । socialrock ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।