সরকারী প্রতিষ্ঠান হিসেবে প্রযুক্তি পন্য নির্মাতা ডেল এর দিন শেষ হতে চলল। অন্য দুটি বেসরকারী প্রতিষ্ঠানের কাছে মালিকানা হস্তান্তরে আগ্রহী প্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্জ।
তবে প্রতিষ্ঠান দুটির সাথে চুক্তির বিষয় এখনই নিশ্চিত হওয়ার মত অবস্থা আসে নি। ২০০৭ সালে যখন মিখাইল ডেল (ডেল এর প্রতিষ্ঠাতা) কোম্পানীর চিফ এক্সিকিউটিভের দায়িত্ব নেন তখন অনেকেই আশা করেছিল তিনি ধুকতে থাকা কোম্পানিটির ভাগ্য ফেরাতে পারবেন। তিনি তার সহকর্মীদের সাথে একযোগে প্রতিষ্ঠানটিকে দাঁড় করান এবং কোটি কোটি টাকা মূলধনে জমা করেন। তবে গত ১২ মাসে ডেল এর শেয়ার ৩ গুন কমে গেছে। যার পেছনে কাজ করেছে বিনিয়োগকারীদের আস্থার সংকট। টেবলেট কম্পিউটারের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। যার প্রভাব পড়ছে পারসনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটিতে। আইডিসি নামক একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের রিপোর্টে বলছে গত পাঁচ বছরের মধ্যে এ সময়েই পিসির মার্কেটে সবচে বেশী পতন ঘটেছে।
যা ডেল এর জন্য দু: সংবাদ। এশিয়ার অন্যান্য প্রতিযোগীরাও ডেল এর মাথা ব্যাথার কারণ। তাইওয়ানের এসার এবং চিনের লেনোভো মার্কেট দখলে মড়িয়া হয়ে উঠেছে। গার্টনার নামক আলাদা একটি গবেষণা সংস্থার রেংকিংয়ে লেনোভো এবং এইছপি ডেলকে সরিয়ে প্রথম দুটি আসন দখল করেছে। কম মূল্যে সম্ভাব্য সেরা পন্য দেয়ার নীতিই এশিয়ার মার্কেট ধরতে সহায়তা করেছে। মি: ডেল যিনি এখনও কোম্পানীর ১৬ ভাগ শেয়ারের অধিকারী আগে থেকেই এটিকে বেসরকারী করার বিষয়টি বিবেচনা করছেন। টেক্সাস পেসিফিক গ্রুফ ও সিলভার লেক পার্টনার নামক দুটি কোম্পানী প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তাদের সাথেই হতে পারে চুক্তি। উল্লেখ্য বাইআউট বা মালিকানা হস্তান্তরের খবর গনমাধ্যমে আসার আগেই ডেলএর মূলধন পৌছে ১৯ শত কোটি টাকায়।
ব্লুমবার্জ: ব্যবসা,বানিজ্যর সাইট
অনুবাদ: বিশ্ববাংলা (সাপ্তাহিক আন্তর্জাতিক অনলাইন)।
আমি রানা সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অদ্ভুত ত । ডেল সরকারি ছিল জানতাম এ না।