সবার জন্য স্যাটেলাইট টিভি চ্যানেল !! -2

09-11-08_22501.jpg

পরিচয়ঃ

উপরের ছবিতে যে দুটি জিনিস দেখা যাচ্ছে তার একটি যে মোবাইল ফোন এটি সবাই জানে কিন্তু অপর জিনিসটি কি? এটা হল একটা Satellite DVB (Digital Video Broadcasting) Receiver. এটি ব্যবহার করে যেকোন TV Channel Broadcasting Satellite থেকে টিভি চ্যানেল Receive করা যায়। এর মানে নিজে হয়ে যান নিজের Dish Operator । শুধুমাত্র এককালীন খরচ করে কিছু যন্ত্রাংশ কিনতে হয়। এর পর আর কোন খরচ করার দরকার নেই। এই Receiver বা এ ধরনের অন্য যেকোন Receiver ব্যবহার করে TV Channel Receive করলে Channel Broadcaster কে কোন Rent দিতে হয় না। কারন এই Receiver দিয়ে শুধুমাত্র Free To Air (FTA) Channel Recive করা যায়। এখানে বলে রাখি বাংলাদেশের সব গুলো TV Channel ই Free To Air এ আছে।আমাদের প্রতিবেশি দেশ ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে এটি বহুল ব্যবহৃত হতে দেখা যায়। সেসব দেশের তরুন সমাজের কাছে এটি হবি হিসাবে গৃহীত। তারা অনেক ফোরাম বানিয়ে এসব নিয়ে আলোচনা, গবেষণা করে। আমাদের দেশে এর ব্যবহার তেমন ভাবে শুরু হয় নি। সুতরাং আসুন টিউনার বন্ধুরা আজ থেকে আমরাও এটিকে হবি হিসাবে গ্রহন করি।

কিছু প্রয়োজনীয় তথ্যঃ

রেডিও তে যেমন FM, SW, MW হিসাবে Frequency Band ভাগ করা থাকে তেমনি Digital Video Broadcasting এ ও আলাদা আলাদা Frequency Band এ Broadcast হয়ে থাকে। সাধারনত Digital Video Broadcasting এ দু ধরনের Band এ Broadcast হয়। এগুলো হল 1. C Band , 2. Ku Band.

C Band , Ku Band অপেক্ষা ব্যয়বহুল। কারন C Band এ বড় Dish Antena ব্যবহার করতে হয় যার মূল্য সাধারনত Ku Band এর Dish এর 5-6 গুন হয় এমন কি আকারেও অনেকগুন বড় হয়। যন্ত্রাংশের দিক থেকে C Band , Ku Band এর মধ্যে পার্থক্য শুধু মাত্র Dish টাই। কম মূল্যের কারনে Ku Band Direct To Home (DTH) হিসাবে ব্যবহৃত হয়। আর C Band বাণিজ্যিক (Dish Operator)ভাবে ব্যবহৃত হয়।

To Be Continued.....

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কত মিনিটে এক ঘন্টা ? 2 ঘন্টা হতে কত মিনিট লাগে খুব জানতে ইচ্ছে হচ্ছে ——————————-
তাড়াতাড়ি করুন ………

Level 0

এই Satellite DVB (Digital Video Broadcasting) Receiver টা পাবো কেথায় বা এর ম্যানুফেকচারিং কোম্পানীর কোন ওয়েভ সাইট আছে কি। থাকলে কোথায় পাবো বা এর সাইট লিংক দিন।
ধন্যবাদ। আমার জন্য এটা একটা প্রয়োজনীয় রিসিভার হতে পারে।

Level 0

এই Satellite DVB (Digital Video Broadcasting) Receiver টা Gardiner Company র তৈরী। এটা খুব Rear Satellite DVB Receiver । বাংলাদেশে পাওয়া যায় না। তবে আমি এটা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। Contect Me in : [email protected]

আমাদের বাংলাদেশে আবার লাইসেন্স নিয়ে ঝামেলা হবে না তো?

Level 0

Ku Band Dish দিয়ে DVB Receiver ব্যবহার করলে লাইসেন্সের দরকার নেই।

টাকায় এর দাম কত পড়বে?

Level 0

Gardiner Receiver টার দাম পরবে 3200 টাকা। অন্য গুলো 2500-3000 টাকা।

Level 0

Darun! ei jinish age janlamna ken?!!… thanks Shawan vai. Mindblowing post.
Ekta proshno ase— Picture & Sound quality kemon hobe?

Level 0

বাংলাদেশের মার্কেটে যেগুলো পাওয়া যায় তার থেকে অনেক Better.

সম্পূর্ণ নতুন জিনিস শিখলাম, Shawan ভাইকে ধন্যবাদ। ফাটাফাটি একটা পোস্ট। কিন্তু প্রশ্ন হল, যেহেতু জিনিসটা খুব rear(বাংলাদেশে দুষ্প্রাপ্য) তাই এর maintainance খরচ কেমন হবে অথবা এর আয়ুষ্কালইবা কত?

Level 0

শাওন ভাই অনেক ধন্যবাদ, দেশে আসলে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ।

Level 0

আশিকুর রহমান Gardiner Receiver এর Maintainance খরচ নেই বললেই চলে। Properly Use করলে এর আয়ুষ্কাল অন্য DVB Receiver এর থেকে অনেক বেশি। আমি গত 4 বছর ধরে Use করছি কোন Problem হয়নি।

শাওন ভাই অনেক ধন্যবাদ।
সবার জন্য স্যাটেলাইট টিভি চ্যানেল !! -1 কোথায়
বলবেন কি ?

Level 0

পার্ট 2 টা পার্ট 1 এর Modified Copy.

Level 0

আমি একটা পেতে পারি কি?
আমার কাছে জিনিসটা জোস্ লেগেছে।

Level 0

Why Not Contect Me on E-mail: [email protected] or call 01717013126 from november 18

Level 0

এই িরিসভােরর মাধ্যেম এক সােথ একািধক িটিভেত একািধক চ্যােনল েদখা িক সম্ভব?

ভাই আপনার e-mail id টা কি একটু দিবেন? আমার e-mail id হল [email protected]

Level 0

Shawan ভাই আিম Gardiner Receiver টা েপেেত চাই। Pls. Contect Me on E-mail- [email protected]

ভাইজান ভালো লাগল। শুধু মাত্র ঐ জিনিষটি কিনলে টিভি চ্যানেল চলবে? ছাতি কিনতে হবেনা?

Level 0

vai j kono mobile a! R chati ki?