একটি বিষয় ৬/৭ দিন ধরে লক্ষ করছি, আমার বিশ্বাস আমার মত সবাই বিষয়টি লক্ষ করেছেন। দেশের স্বার্থে কোথাও শেয়ার করিনি। কারন উপরে থুথু দিলে তা নিজের বুকেই পড়ে। আমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটের কথা বলছি। লেখাপড়া সংক্রান্ত প্রয়োজনে নিয়মিত সাইটটি চেক করতে হয়। এরই ধারাবাহিকতায় চেক করতে গিয়ে গত ০২ নভেম্বর, ২০১২ তারিখ সাইটটিতে আর ঢুকতে পারিনাই (এর কত আগে বন্ধ হেয়ছে জানিনা)। এরপর থেকেই সাইটটিতে ঢুকতে গেলেই নিচের লেখাটি চলে আসে-
Service Unavailable
________________________________________
HTTP Error 503. The service is unavailable.
সাইটটি দেখতে এখানে ক্লিক করুন!
আমাদের রাষ্ট্রযন্ত্রের চোখে বিষয়টি ধরা পড়েছে কিনা তাই ভাবলাম এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। আমরা নিজেদের সাইটে কোন সমস্যা হলে উতলা হয়ে যাই কিভাবে সমাধান করা যায়, কিন্তু যারা সরকারের বেতন নিচ্ছেন তাদের কোন মাথা ব্যাথা নেই কারন মাস শেষে ঠিকই বেতন পাচ্ছেন (অত্যন্ত কষ্ট! নিয়ে কথাটা বললাম)। কোন জবাবদিহিতা নেই। যদি তা না হতো তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সাইটটি হয়তো এতদিন বন্ধ থাকতোনা বলে মনে হয়।
আমরা এগিয়ে যেতে চাই কিন্তু কিসে যেন আমাদের পেছন থেকে টেনে ধরে। এখন আমরা মোবাইলে ভর্তি সংক্রান্ত কার্যক্রম চালাতে পারি কিন্তু কিভাবে যেন আমাদের ছবির মাঝে সেলিব্রেটিদের ছবি চলে আসে, আমরা এখন অনলাইনে সব করতে পারি কিন্তু কিভাবে যেন সার্ভিসটা আনএ্যাভেইলেবল হয়ে যায়।
আমরা কি আর এগিয়ে যেতে পারবোনা? নাকি কোন অদৃশ্য শক্তি সবসময় পেছন থেকে টেনে ধরবে?
বাংলাদেশের বেড়ানোর মতো বিভিন্ন স্থানের ছবি সহ তথ্য পেতে এখানে ক্লিক করুন!
আমি স্বার্থপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভাই নাছোরবান্দা।
ata 99% somoy bhondo thaka