আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা। আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। আর মানুষের জীবন টাই তো চ্যালেঞ্জিং রে ভাই। কিছু চ্যালেঞ্জ অতি সহজেই জয় করা যায়, কিছু অনেক সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ব্যাপার।
আজকে আমি আপনাদের মুখোমুখি করাব প্রযুক্তি জগতের একটি চ্যালেঞ্জের সাথে। আপনাকে যা করতে হবে শুধুমাত্র ঐ লোক টির নাকে আপনার মাউসের কার্সর টা লাগাতে হবে। ব্যাটা চরম বেয়াদপ ও বটে!!! সশব্দে সজোরে মাউসে চড় মারলো 😕 😕 😕
জানি, অনেকেই বলবেন এটা কোন চ্যালেঞ্জ হলো? এতো মামুলি ব্যাপার।
আপনি যদি মনে করেন আপনিই সেই ব্যক্তি যিনি ঐ লোক টির নাকে মাউসের কার্সর লাগাতে পারবেন তাহলে দেরি না করে ক্লিক করুন এই লিংকে। দেখি তো আপনি পারেন কিনা?
আমি অনেক চেষ্টা করেও পারি নাই। কিন্তু হারি ও নাই। পরে রাইট বাটন ড্র্যাগ করে শালার ব্যাটার নাকে লাগিয়েছি (২ নাম্বারি করে)। 😆 😆 😆 😆
সাধের কার্সর টাকে ও মাথার উপরে নেয়া মাত্র আকাশে ছুড়ে মারলো!!!
পেইজ লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এ রকম আর ও মজার কিছু দেখতে চান??? ক্লিক করুন। ভালো লাগবেই!!!
যদি মজা পেয়ে থাকেন কমেন্ট করতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ।
আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami perasi…….100% true ar 2 nombari na kore….lol