এই চ্যালেঞ্জে এ আপনাকে হারতেই হবে, না দেখলে মিস (একটি মজাদার মাইক্রো টিউন)।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা। আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।

জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। আর মানুষের জীবন টাই তো চ্যালেঞ্জিং রে ভাই। কিছু চ্যালেঞ্জ অতি সহজেই জয় করা যায়, কিছু অনেক সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ব্যাপার।

আজকে আমি আপনাদের মুখোমুখি  করাব প্রযুক্তি জগতের একটি চ্যালেঞ্জের সাথে।  আপনাকে যা করতে হবে শুধুমাত্র ঐ লোক টির নাকে আপনার মাউসের কার্সর টা লাগাতে হবে। ব্যাটা চরম বেয়াদপ ও বটে!!! সশব্দে সজোরে মাউসে চড় মারলো 😕 😕 😕

জানি, অনেকেই বলবেন এটা কোন চ্যালেঞ্জ হলো? এতো মামুলি ব্যাপার।

আপনি যদি মনে করেন আপনিই সেই ব্যক্তি যিনি ঐ লোক টির নাকে মাউসের কার্সর লাগাতে পারবেন তাহলে দেরি না করে ক্লিক করুন এই লিংকে। দেখি তো আপনি পারেন কিনা?

আমি অনেক চেষ্টা করেও পারি নাই। কিন্তু হারি ও নাই। পরে রাইট বাটন ড্র্যাগ করে শালার ব্যাটার নাকে লাগিয়েছি (২ নাম্বারি করে)। 😆 😆 😆 😆

সাধের কার্সর টাকে ও  মাথার উপরে নেয়া মাত্র আকাশে ছুড়ে মারলো!!!

পেইজ লোড  না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এ রকম আর ও মজার কিছু দেখতে চান??? ক্লিক করুন। ভালো লাগবেই!!!

যদি মজা পেয়ে থাকেন কমেন্ট করতে ভুলবেন না।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ami perasi…….100% true ar 2 nombari na kore….lol

    @TANVIR: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।যদি মজা পেয়ে থাকেন আমার টিউন করটি স্বার্থক। আপনাকে গিফট দিলাম এক হালি 😆 😆 😆 😆

হা হা লাগাতে পারলাম না

    @rasel japan: রাসেল ভাই, প্রথমে আমিও পারি নাই। পরে পারছি। তবে লোক টার কাজটা মজার।

দারুন মজার 😉
http://i.imgur.com/OGpsn.png

Level 0

vai pari nai…….

    @Black eye: ভাই সাহেব, বার বার ট্রাই করতে থাকেন। এক সময় আমার মত পারবেন। মজা পেয়েছেন তো?

done , thank you very much tuner bhai ,

হাহাহাহাহাহাহাহা ভাই চরম লাগলো

হাহাহাহাহাহাহাহা

Level 0

very simple. take your mouse pointer from bottom to his nose on axis his chest & done !!!

Level 0

moja pailam boss…………… ar mouse pointer ta or naker kache niye jete perechi

    @sh0v0n: মজা পেয়ে থাকলে ই আমি 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

Level 0

asolai darun moja 😀

ইয়েসস! মাউস পয়েন্টারটা ওর নাকের কাছে নিয়ে যেতে পেরেছি!! 😀 😀

Level 0

hahaha ki mojar jinis

জটিল 🙂

আমি পেরেছি এবং আপনার চ্যালেঞ্জ কে হারিয়েছি এবার কি দিবেন কোন 😆

    @মোহাম্মদ মনিরুজ্জামান আবির: পুরষ্কার ঘোষণা না দেওয়া সত্ত্বেও আপনি যে কষ্ট করে হারিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। আর হে, আপনি যদি আর ও একটু আগে বলতেন কিছু একটা দেওয়ার চেষ্টা করতাম। আগের সবাইকে দিতে দিতে আমার পকেট খালি। তারপর ও আপনাকে নিরাশ করবনা। নিয়ে নেন বুক ভরা ভালোবাসা এবং 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 :lol::lol: 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

Level 0

valoi, tnkx

Level 0

vai valo laglo

Level 0

parsi parsi………………vai ami parsi
bohot moja paisi….

pic upload korte parle dekhatam ami parci…