বাস্তবিক ভাবে যদিও এটা আজকে আমাদের হাতে থাকা চৌকোনা কৃতির ফোনের মত মোটেই ছিল না। এটি ছিল একটি ল্যান্ডলাইন ফোন, টাচস্ক্রীন না হলেও ছিল একটি সদৃশ ইন্টারফেস।
এটি অ্যাপেল কম্পিউটার ডেভেলপার হার্টমুট এসলিঙ্গার (Hartmut Esslinger) , যা বর্তমানের আইপ্যাড এবং আইফোন টাচস্ক্রীন এর ডিজাইনকে প্রতিনিধিত্ব করে। তিনি এছাড়াও ডেভেলপ করেন Apple IIc, সর্বপ্রথম অ্যাপলের তৈরি বহনযোগ্য কম্পিউটার। যদিও এটি সাধারণের জন্য কখনই বাজারে আসেনি, তবে অ্যাপেলের আর্কাইভে যোগ করা ছিল। ১৯৯৭ সালে ষ্টিভ জবস অ্যাপেল এ পুনরায় যোগ দেয়ার পরে এর ডিজাইনটি বাজারে আসে।
আইফোন ই একমাত্র অ্যাপেল ডিভাইস নয় যার পূর্ব প্রতিরূপসমূহ দিনের আলো দেখেনি (তবে আজকের দিনে এমন কথা উল্লেখ করলে মানুষ পাগল ছাড়া আরও অনেক কিছুই বলবে 😛 )। অ্যাপেল তাদের আইপ্যাড এর ডিজাইন নিয়েও অনেক বছর থেকেই খেলে আসছে! তবে মজার বিষয় হচ্ছে, ১৯৮৩ সালের সেই আইফোন প্রতিরূপটিকে আজকের আইপ্যাডের ই প্রতিরূপ ধরা যেতে পারে, যাতে ফোন কল করার সুবিধাটিও ছিল! যা আমরা আজকের আইপ্যাড এও পাচ্ছি না!
মনে হয় অ্যাপেলের সময় হয়েছে আইপ্যাডের ডিজাইনে কিছুটা পেছনে ফিরে যাওয়ার, এই বেশি নয় ৪০ বছরের মত আরকি! তাহলে আশা করি পরবর্তী আইপ্যাডে আমরা ফোন কলের অপশনও পাব 😀
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ একটা জিনিস জানালেন তো! অনেক অনেক ধন্যবাদ 😀