এটি আমার voip সম্পর্কে শেষ পোস্ট , আজ আমি VOIP CAREER নিয়ে যারা আগ্রহী তাদের জন্য এই পোস্টটি করলাম . VOIP business এর ৩ তা ভাগ আছে , এর যেকোনোটি আপনি করতে পারেন , ইচ্ছে হলে সবই করতে পারেন 😛
১. router নিয়ে যারা voip করতে চান তাদের আগেই বলে রাখি এটা খুবই risky কারণ বাংলাদেশে এটা অবৈধ . router নিয়ে কাজ করতে যারা বিদেশ থেকে call করবে এমন customer প্রয়োজন নেই , একজন বা দুজন dialer এর business করে বা wholesale route কিনে এমন কারো সাতে পরিচয় থাকলে হই, যেমন ধরুন আপনার 40 port route আছে, আপনার call quality যদি ভালো থাকে daily ৩০০০০ minute আপনি route sell দিতে পারবেন . প্রতি minute ১.২০-১.২৫ টাকা বর্তমান মুল্য . তাহলে আপনার volume ধরলাম 30000 minute যার মুল্য =৩০০০০*১.২০=৩৬০০০ টাকা , আর এক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রতি minute ০.৮৫-০.৯০ টাকা , ৩০০০০ minute এ আপনার daily invest ৩০০০০*০.৯০=২৭০০০ টাকা আপনার profit ৯০০০ টাকা. profit তখনই হবে যদি আপনার route দিয়ে call terminate হয়, তাই যারা router বসাতে চান dialer এর business করে এমন কারো সাথে contact করুন,
২. যারা ঝুকিমুক্ত ভাবে voip করতে চান তারা dialer এর business করতে পারেন, এক্ষেত্রে আপনি যেহেতু নতুন তাই আপনার জন্য invest তুলে নেওয়া অনেক কষ্টসাধ্য হবে যদি customer count করতে না পারেন, dialer এর business করতে প্রচুর পরিমান বিদেশী customer দরকার যারা আপনার dialer দিয়ে বিভিন্ন দেশে কথা বলবে. ধরুন আপনি কারো router থেকে 30000 minute route কিনলেন ১.২০ টাকা করে , আপনি প্রতি minute আপনার dialer থেকে ১.৩৫ টাকা করে sell করলেন , তাহলে আপনার প্রফিট থাকবে ৩০০০০*০.১৫=৪৫০০ টাকা. আপনার থেকে কোনো customer একসাথে ৩০০০০ minute কিনবে না, ধরুন আপনি ৩০০০০ minute ৩০ জন কে ১০০০ minute এর package করে sell করলেন প্রতি package ১৩৫০ টাকা করে. যারা আপনার থেকে package নিল তারা ১ দিনেই কিন্তু ১০০০ minute কথা বলে ফেলবে না , হয়ত ৪/৫ বা ৩০ দিন ও লাগতে পারে তার ১০০০ minute শেষ করতে, তার মানে আপনি চিন্তা করে দেখুন ৪৫০০ টাকা লাভ করার জন্য আপনাকে কত জন customer খুজতে হবে ,
৩. যারা route বা dialer কোনটি করার মত ability নেই তারা যদি করতে চান আপনি media হিসেবে কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনার শুধু একটি vos3000 server দরকার যার মুল্য ২৫-৬০ হাজার . এমন অনেক dialer এর মালিক আছেন যারা প্রয়োজন মত route collect করতে পারেন না, আপনি চাইলে কারো থেকে route নিয়ে ২-৫ poisa লাভে dialer এ supply দিতে পারেন, এখানে ২-৫ poisa মোটেও ছোট profit নয়, আপনার sell volume এর উপর নির্ভর করবে আপনি কেমন লাভ করতে পারবেন ,
আমি নিশ্চুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখলাম/ধইন্যা