PROCESS OF VOIP ROUTER SET UP

router  set  up  অনেকেই অনেক ভাবে করে থাকেন .  প্রথমে দেখে নেওয়া যাক router  set  up  এ কি কি লাগে :
১. voip  gsm  gateway  device  (1 port, 4 port, 8 port, 16 port, 30-32 port, 64 port, 80 port )
এখানে  port means ১ port  = ১ সিম রাখার slot
বিভিন্ন  ধরনের device  আছে যেমন goip , eurotech , addpac বাংলাদেশে মোটামোটি পাওয়া যায়.  . port  এর উপর নির্ভর করে price
.

২. voice  oparating  server : এটা অনেক ধরনের আছে . RVC , SBO , VPN , এই সার্ভের সমূহের যে কোনো  একটি use করা যায়. quality ভালো  . প্রতিটি server  এর  INDIVIDUAL  IP থাকে. server  configure  করতে হয়. server configure tunes করে বর্ণনা করে বুঝানু  সম্ভব নয়, তাই দুঃক্ষিত .
RVC  / SBO / VPN server দিয়ে 32 port এর বেশি set up করা যায় না, করলে call এর voice quality খুব kharap হয় . খরচ ৪০-৫০  হাজার টাকা monthly 32 port এর জন্য.
আমার একটি পদ্ধতি জানা আছে যা শুধুমাত্র goip ব্র্যান্ড এ করা যায় টা হলো relay proxy set up . অনেকেই এটা করে থাকেন quality  ভালো আসে না শুনা যায়. তবে আমি quality ভালো পেয়েছি , ৮০ port এর জন্য server খরচ ২৫-৩৫ হাজার টাকা .

৩. INTERNET CONNECTION : বাংলাদেশে ৩ টা উপায় আছে..
# লোকাল isp ( 1mb দিয়ে 24 port চালানো যায় , price = ৬০-৭০ হাজার . তবে এই line পাওয়া অনেক কষ্টসাধ্য , cable connection , ধরা পড়ার chance বেশি 😛 )
#Banglalion  /  Qubee  Indoor মডেম ( 2mb দিয়ে 16 port চালানো যায় .price  = ৬০০০ টাকা per month )

এবার দেখি set up :
প্রথমে আপনার server configure করে নিন. এরপর  device power অন korun ,. device এর সাথে INTERNET LAN CONNECTION   দিন . server এর ip device এর configuaration address এ গিয়ে বসান , device এর আরো কিছু data configure করতে হয় ,
আপনার router set up শেষ .

এবার আপনি যাকে আপনার route sale করতে চান তাকে আপনার server  থেকে একটি account করে দিন, আপনার ip তাকে দিন, আপনার ip  তার server এ যুক্ত করতে হবে & আপনি তার জন্য যে account করেছেন তাতে তার ip  যুক্ত করুন. এরপর তাকে call provide করতে বলুন, আপনার  server এ আপনি live  call counting , call quality সব দেখতে পারবেন . device এ  indicator led আছে , তাতে নজর রাখুন .
router career minimum ১৬ port দিয়ে শুরু করতে হয়, নাহলে buyer পাওয়া tough
সবার জন্য শুভকামনা .

Facebook

Level New

আমি নিশ্চুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai Apna Mobile numberta den

Bhai apner mobile number dan.