VOIP :
১. ROUTER SET UP
২. DIALER
১. ROUTER : ROUTER হচ্ছে voip gateway device এর সাথে server সংযুক্ত call termination সিস্টেম. router এর একটি IP ADDRESS থাকে . voip gateway device এ নির্দিষ্ট সংখ্যার সিম port থাকে. যেখানে balance recahrged সিম রাখা হয়.
২. DIALER : এটা এক ধরনের softwar অনেকটা skype , nimbuzz এই ধরনের. dialer আরেকটি server এর সাথে যুক্ত থাকে যার একটি IP ADDRESS থাকে .
dialer এর IP router এর IP এর সাথে ADD থাকে.
এখন ধরুন কেউ আপনার dialer থেকে call করবে দুবাই থেকে বাংলাদেশে . তাহলে তাকে আপনি আপনার dialer এর download লিঙ্ক দিবেন এবং dialer এর server থেকে তার জন্য একটা account করে দিবেন যেখানে virtual ক্রেডিট জমা থাকবে like ১০০ usd .
যখন সে বাংলাদেশের কোনো mobile no এ call করবে তার call টি dialer এর IP এর মাধ্যমে router এর IP তে terminate হবে. route এর ip থেকে gateway device এ connection পাবে . device e যে সিম portable করা আছে ওই সিম থেকে তার dialled mobile no এ call যাবে .
এটা হচ্ছে voip এর পূর্ণাঙ্গ প্রক্রিয়া.
এখন অনেক ধরনের gateway device , server , dialer আছে . তার উপর নির্ভর করবে investment , maintainance , cost , profit .
আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে বর্ণনা করতে .
আমি নিশ্চুপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
⇨⇨আর এভাবেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রা এবং কর হারাচ্ছে ।