অনেকদিন পর টেকটিউনসের জন্য লিখতে বসলাম। এই টিউনটি খুব বেশি হিট হয়ত পাবে না। তার আগে জানিয়ে রাখছি, এটি হিটাকাংখী কোন “মেগা” বা “গিগা” টিউনও নয়। পোস্টটি পড়লে আপনি ঘরে বসেই লাখ লাখ ডলার আয় করার সহজ তরিকা পেয়ে যাবেন না। এটি নিতান্তই একজন ইন্টারনেট ব্যবহারকারীর নিত্যদিনের অভিজ্ঞতা তার প্রিয় একটি কমিউনিটির সাথে ভাগাভাগি করে নেয়ার প্রচেষ্টা।
আমরা ফ্রিতে আলকাতরা (নতুন কাপড়ে লাগিয়ে) নিতেও ছাড়িনা। সামাজিক যোগাযগের সাইট ফেসবুকে বিনামূল্যে গ্রুপ, পেইজ ও আইডি খোলার সুযোগ তাই আমাদের চেয়ে মোক্ষমভাবে পৃথিবীর খুব কম দেশেই গ্রহণ করা হয় বলে আমার ধারণা। আপনি নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকলে এবং “ফ্রেন্ডলিস্ট” ভারী হলে একটু স্মরণ করার চেষ্টা করুন- প্রতিদিন কতটি গ্রুপে ইনিভাইটেড হচ্ছেন... এখানে এখন বাহারি ও উদ্ভট সব নাম দিয়ে গ্রুপ খোলা হচ্ছে। এতে এক ক্লিকে সকল ফেসবুক বন্ধুদের সেসব গ্রুপে এড করে নিয়ে নোটিফিকেশন জোয়ারে ভাসিয়ে দিচ্ছে লোকজন।
ফটোট্যাগ নামক দুঃস্বপ্নের কথা নাইবা বললাম!
যে হারে গ্রুপ ও পেজ খোলার হিড়িক পিরেছে তাতে কে জানে, ভবিষ্যতে হয়ত টপিকের অভাব পরে যাবে... কিন্তু তবুও বাঙালি থামবে না। তারা সিনেমা সিক্যুয়েল এর মত গ্রুপ/পেইজেরও সিক্যুয়েল খোলা শুরু করবে; কেননা জনপ্রিয় বিষয়ে অনেকেই ফেসবুকের ফ্রি পেজ অপশন হাতছাড়া করতে চাইবে না। আর ফ্যানপেজের “লাইক” ভিক্ষা করার নিত্যনতুন স্টাইলের সাথে তো সবাইই কমবেশি পরিচিত আছেন। এরা নামে ১৮+ টাইটেল দিয়ে সপ্তাহের ৬দিন হরেক রকম পোস্ট করার পর শুক্রবার ক্বাবাশরিফের ছবি দিয়ে বলে “সুবহানআল্লাহ! পবিত্র কাবা শরিফের জন্য কতটি লাইক?”!!!
এরপর "আপনি অমুক আদর্শে বিশ্বাসী হলে লাইক ও শেয়ার করুন" জাতীয় পোস্ট তো রয়েছেই।
বাংলা ব্লগেও (এমনকি প্রযুক্তি বিষয়ক সাইটেও) হিট বাড়ানোর উপকরণ হিসেবে ১৮+ পোস্ট ও এড ব্যবহৃত হতে দেখা গেছে। নিয়মিত যারা প্রযুক্তি বিষয়ক সাইটের সাথে থাকেন তারা হয়ত কথাটির মর্ম বুঝতে পারছেন।
ফেসবুক এডভার্টাইজিংএ আজকাল শুধুমাত্র ক্লিক পাওয়ার আশায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তির ছবি দিয়ে বলা হয় “আপনি কি অমুককে পছন্দ করেন? তাহলে লাইক করেন”! এছাড়া বেনামী আরও অনেক ফিমেল মডেলের ছবি তো থাকেই। রেভিনিউ শেয়ারিং সাইটের বিজ্ঞাপন দেখলে নির্ঘাত বিউটি পার্লার বা ফ্যাশন হাউসের প্রমোশন মনে করে বসেবেন অনেকেই।
এবার একটু ব্লগে আসি। এখনে আপনি জোয়ারের বিপরীতে কোন কিছু লিখলে পাবলিক প্রথমেই একহাত দেখে নেবে। এরপর যুক্তিতর্কে আসবে। কিন্তু সবকিছুরই যে পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, সেটি আমরা মানতে নারাজ। ধরুন, আপনি যেকোন বিষয়ে একটি লেখা পোস্ট করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন কেউ না কেউ “এটি আগেও জানতাম” টাইপের কিছু বলেই দিয়েছে! আরে ভাই, তুমি তো জানতেই পারো, কি জানো সেটা পোস্ট করে অন্যকে জানানোর মধ্যেই সার্থকতা- “আগেই জানতাম” এর মধ্যে নয়।
অবশ্য এদের সংখ্যা কম।
উপরে প্যারার সত্যতা যাচাই করতে চাইলে আমার টেকটিউনস প্রোফাইল থেকে পুরাতন দু-একটি পোস্টের কমেন্টে চোখ রাখুন। পুরো পোস্ট ঠিকমত না পড়ে আমরা অনেকে যে কি পরিমাণ “গিকি” ভাব নিতে পারি আশা করি সে ব্যাপারটি পরিষ্কার হবে।
আরও কিছু “হট” টপিক নিয়ে লেখার ইচ্ছা ছিল। যেমন- পাবলিক-প্রাইভেট, উইন্ডোজ-লিনাক্স, এন্ড্রয়েড-আইওএস-ডব্লিউপি, ক্র্যা** (পুরোটা লিখলে টিটির সিস্টেম পোস্ট পাবলিশ করতে চায়না!), ক্লিকল্যান্সিং, নায়ক, গায়ক ইত্যাদি। তবে আজ আর নয়। ইনশাআল্লাহ্ শীঘ্রই আরও পোস্ট নিয়ে আসব টিটিতে। আল্লাহ্ আমাদের সবার মঙ্গল করুন। ধন্যবাদ।
আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতৃপ্ত ভালোবাসা নামের একটা পেজে লাইক দিয়েছিলাম কিছু ভালো ভালো গল্প পড়ার আশায়। এখন তারা দেখছি বুবি না কি যেন একটা রীতিমতো অশ্লীল পেজ প্রোমোট করছে। বাঙালি যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ফেসবুকে এসব পেজ খুলে বসে।