***নেটবুক, নোটবুক-এর নাম তো অনেক শুনেছেন। এবার জানুন প্লান্টবুক সম্পর্কে [আপনাদের জন্য বিশেষ ঈদ উপহার] ***

আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা।

 
 

আমরা যারা ল্যাপটপ ইউজ করি, তারা সাধারণত নেটবুক, নোটবুকের সাথেই বেশি পরিচিত। আজকে আমি আপনাদের এমন এক ধরনের ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দেব, যার নাম প্লান্টবুক। তবে এখনো এটি মার্কেটে আসে নি। তারপরও জানতে ক্ষতি কি?

তাহলে শুরু করা যাক...

প্রথমে দেখুন প্লানবুকের সম্পূর্ণ ছবিটি।

এবার আমি দেখাবো কিভাবে এর ব্যাটারি চার্জ করবেন, কারণ এর সাথে আলাদা কোন পোর্ট নাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এ জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এর স্ক্রিন ও কিবোর্ডের পার্ট দুটো এক করে ফেলুন। আস্তে ধরবেন যেন, আবার হাতের দাগ না পড়ে। আপনার হাতে কী-বোর্ডের কালো দাগ থাকতে পারে। সাবধান।

এখন কাগজের মতো করে বটতে থাকুন। এক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ভাঁজ পড়লেই খবর আছে। ভয় নেই আর্ট পেপারের মতো করে বটে ফেলুন।

ঠিক এভাবে:

এবার একটা পরিস্কার কাচের গ্লাস জোগাড় করুন। তাতে কি করবেন? হ্যা, ঠিকই ধরেছেন, পানি ঢালতে হবে এতে। পরিস্কার পানি ঢালুন, অর্ধেকের একটু বেশি। আপনি যদি ঢাকার লোক হন তাহলে আপনাকে মাম, বা প্রাণের পানি কেনার জন্য অনুরোধ করব। এবার পানি-ভর্তি গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিন আপনার সদ্য রোল করা প্লান্টবুকটি।

এভাবে ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না উপরের রিংয়ের মতো অংশটি সবুজ হয়।

ব্যাস, আপনার প্লান্টবুক চার্জ হয়ে গেল।

এবার সাচ্ছন্দে ব্যবহার করুন।
আর কমেন্ট করতে থাকুন।

আর যদি কেউ এর কার্যকারণ সম্পর্কে জানতে চান তাহলে নিচের ইংরেজি আর্টিকেলটি পড়ার অনুরোধ করব। আমি বাংলার ছাত্র তাই বিজ্ঞান অতটা মাথায় ঢোকে না। বুঝিয়ে বলতে গেলে পেঁচিয়ে যাওয়ার আশংকা আছে।

The Plantbook is a notebook concept that takes a leaf out of the life of a bamboo plant. What I mean is that the battery charging system is inspired by the water-soaking abilities of the bamboo!The designers explain, “The system uses an external water tank, hence the Plantbook continuously absorbs water when soaking it in water and generates electrolysis using power stored in a solar heat plate installed on the top. In this process, it is operated using hydrogen as energy source and discharges oxygen. If you put it into a water bottle while you don’t use the laptop, it automatically charges a battery and discharges oxygen. A leaf-shaped strap hanging on the top is made with silicon. It plays a role of a hand ring and a green LED indicates when the battery is charged. Using this LED, users can check how much spare capacity the batter has.”
Designers: Seunggi Baek & Hyerim Kim
 

সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকবেন। কাল বাড়ি যাব, সেখানে নেট থাকবে না, ঢাকায় এলে আবার কথা হবে আমার প্রিয় টেকটিউনের সাথে।

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইগুলা কি ভাই?? হাবি জাবি লেখা শুধু ???

এইসব কি ভাই????

Level New

এইটা এখনো ডিজাইন টেবিলে আছে, সেটা আপনার লেখায় উল্লেখ করার দরয়াক্র ছিল। নতুবা আপনার লেখা পড়ে অনেকেই মনে করতে পারে এমনটা বুঝি এখনই মার্কেটে চলে এসেছে।

আরো দুইশ বছর সপ্নে দেখেন তারপর টেলিভিশনে বিজ্ঞাপন দেখাইবার পারে. Techtunes এ মাঝে মাঝে কি সব পোস্ট যে আসে. এখনো ট্রান্সপারেন্ট স্ক্রিনের খবর নাই. আর সপ্নে দেখি পিসি ভাজ কইরা পানি দিয়া চার্জ দিমু.

“এখন কাগজের মতো করে বটতে থাকুন। এক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ভাঁজ পড়লেই খবর আছে। ভয় নেই আর্ট পেপারের মতো করে বটে ফেলুন।”
ভাজ পড়লে সমস্যা নাই । ইস্তীরি আছে না । ইস্তীরি দিয়া ডইল্লা ভাজ ঠিক কইরা লামু ।

moja pailam ….jinis ta asle amar dorkar .

Level 0

আজাইরা পোস্ট …………

dam koto hote pare

Level 0

দুরররর মিয়া, খুদা খুদি এদি পোষ্ট কর, আমাগো কষ্ট দাও, এডি আইতে আইতে আরোও ৫০ বছর
আমাগো পোলা মাইয়ারা যদি উস করতে পারেনি দেখ

নতুন একটা প্রোডাক্ট সম্বন্ধে জানলাম,আমার মনে হয় এইটা আসতে আর ৫ বছরও লাগবে না,ভাজ করা স্ক্রিন অলরেডি আছে,পানি দিয়ে চার্জ হয় এমন যন্ত্রের কথাও শুনেছি তাই অসম্ভব কিছু না,আপনাকে ধন্যবাদ এটার খবর জানানোতে