আমার ব্লগ করার রুপকথা ও একটি নতুন ব্লগের জন্ম !!

বেশি কথা বলা বা শোনা অনেকেই পছন্দ করে না , কিন্তু আজ আমার পোস্ট টা এমন যে অল্প কথায় শেষ করলে হইত সব কথা বলা হবে না | তবুও চেষ্টা করব যাতে অল্প কথায় লেখতে পারি |
এক বছর আগের কথা , ব্লগ কাকে বলে তখনও পুরোটা জানি না | একটু একটু দেখেছি সংবাদ পত্রিকায় পরে পরে | ব্লগ কিভাবে বানাতে হয় তাও জানি না ! ডাটা প্রসেসিং কোম্পানি এর চাকরি টা ছেড়ে দিয়ে সবে মাস্টার্স এ ভর্তি হয়েছি Telecommunication Engineering এ |নিজের টাকা নিজেই যোগার করে পড়াশুনার খরচ দিতে হয় | তাই একদিন মাথায় চিন্তা আসলো যে ফ্রীলান্সিং করে টাকা উপার্জন করার | তখনও জানি না যে Techtunes এর মত website আছে যেখানে সব খবর থাকে ফ্রীলান্সিং এর |তাই এক বন্ধুকে ফোনে বললাম ফ্রীলান্সিং এর কাজ দিতে| সে আমাকে ফ্রীলান্সিং এর সব কথা বলল একদিন দেকে নিয়ে গিয়ে | শুরু করলাম ফ্রীলান্সিং scriptnace এ | ভাগ্য ভালো ছিল প্রথম দিন এর কাজ পেলাম ১০ টা আর্টিকলে লেখার | সেদিন কাজ শেষ করলাম আবার পেমেন্ট ও পেলাম| রাতে বসে আরো কাজ ধরলাম এবং শুরু হলো ফ্রীলান্সিং এর কাজ |
আর্টিকলে লিখতে গিয়ে একদিন মনে হলো আমার client কি করবে এই আর্টিকলে দিয়ে?সাহস করে জিগ্যেস করলাম ...উত্তর পেলাম যে সে তার ব্লগ এ আর্টিকলে গুলো দিবে | মনে মনে চিন্তা এলো ব্লগ এ লেখা দিয়ে লাভ কি হয়? তার পর ইন্টারনেট ঘাটা শুরু করলাম |দেখলাম ব্লগ থেকে উপার্জনের সব চেয়ে বড় মাধ্যম হলো গুগল আডসেন্স যা কিনা গুগল এর বিজ্ঞাপন এর মাধ্যম |

Tech_n_Techie_Latest

তারপর দেখা শুরু করলাম যে কি করে ব্লগ খোলা যায় , কারণ আমি যদি আর্টিকেল লিখি তবে অন্যের জন্য লিখব কেন ?নিজে ব্লগ খুলে নিজের জন্য লিখব | খুঁজে পেলাম যে গুগল ব্লগস্পট এ বিনামুল্লেই ব্লগ খোলা যায় এবং গুগল আডসেন্স থেকেও উপর্জন করা যায় |

চিন্তা করলাম কি হবে আর দেরী করে | খুলে ফেলি একটা ব্লগ | কি নিয়ে ব্লগ করব টা নিয়ে কোনো দোটানা ছিল না |কারণ যে জিনিস টা ভালো জানতাম টা হলো টেলি যোগাযোগ |তাই নিয়েই ব্লগ খুললাম |নাম দিলাম টেলি ইনফো |প্রথম প্রথম পোস্ট এর আইডিয়া বের করতে খুব কষ্ট হত কিন্তু আস্তে আস্তে নতুন নতুন বিষয় এ পোস্ট দিতে লাগলাম.এর পর সমসসা হলো পোস্ট দেই কিন্তু ব্লগ এ ভিসিটর নেই | মহাসমসসা !! কি করা যায় ?আবার ইন্টারনেট সেঅর্চ দিলাম | দেখলাম ব্লগ এ ভিসিটর বাড়াতে হবে বেস কিছু ট্রিক আছে এর মধ্যে অন্যতম হলো SEO যার মানে হলো সার্চ ইঞ্জিন অপটি optimization | এর পর আস্তে আস্তে পোস্ট পরে পরে কি ওয়ার্ড খুজলাম তারপর নতুন করে পোস্ট লেখা শুরু করলাম|
আবার দেখলাম র এক জিনিস করতে হই সেটা হলো বাক লিঙ্ক | নিজের ব্লগ এর সাথে অন্য উচু পেজ rank এর ব্লগ এর লিঙ্ক | এটা করতে অনেক বেগ পেতে হলো |তবে কিছু ব্লগ লিস্ট পেজ থাকার জন্য কিছু উচু মানের বাক লিঙ্ক পেতে অসুবিধা হলো না |এর পর অন্যের ব্লগ এ যোগাযোগ করে ওই সব ব্লগ এ পোস্ট দিলাম | এগুলো দিয়ে অনেক বাক লিঙ্ক হলো | এখন অসুবিধা হয় না |অনেকে এখন আমার ইমেল এ পোস্ট পাঠিয়ে বলে বাক লিঙ্ক দেবার জন্য|

এরপর একের পর এক পোস্ট দিতে শুরু করি ! পোস্ট যখন ১০০ হই তখন চিন্তা করি যে এখন হয়ত  গুগল আডসেন্স এ আবেদন করার ঠিক সময় !যে কথা সেই কাজ| আবেদন করার মোটামুটি দুই ঘন্টা পরে আমার আবেদন সফল হয় এবং আমি ব্লগ এ গুগল আডসেন্স পেয়ে যাই|
এরপর চিন্তা করে দেখি এক ব্লগ থেকে যা ইন্কমে হবে দুইটা থেকে আরো বেশি হবে |তাই আরো একটা ব্লগ খুলি নাম দেই "Beautiful বাংলাদেশ"! যখনি অবসর পাই তখনি পোস্ট দেই র সাথে একটা করে ছবি দেই পোস্ট এর সাথে | দেখলাম দিনে ১০০ জনের মত ভিসিটর আমার এক এক ব্লগ এ আসে এবং কমেন্ট ও করে ভালো ভালো | অনেক আনন্দ পাই !" টেলি ইনফো " তে আরো বেশি বেশি পোস্ট দেওয়া শুরু করি এবং দেখি যে পোস্ট একসময় ৩০০ ছাড়িয়ে গেছে |

এরপর অনেক সিনিয়র ব্লগ লেখক দের কাছে জানতে চাই কি করলে আমার ব্লগ টা আরো ভালো হবে | উনাদের সবার এককথা যে ফ্রী ব্লগ প্লাটফর্ম থেকে বের হতে হবে | করতে হবে ব্লগ .কম নামে কোনো সাব ডোমেন ছাড়া | তাই তখন থেকে ইচ্ছা যে নিজের দেওয়া ডোমেন এ ব্লগ করব | এর মধ্যে পেয়ে যাই দুটো আডসেন্স পেমেন্ট যা দিয়ে খুব সহজে ডোমেন দিয়ে নিজের হোস্টিং এ করা যাই ব্লগ | তাই গত মাসে সিদ্ধান্ত নেই যে নিজের দেওয়া ডোমেন এ ব্লগ খুলবো |
সিদ্ধান্ত নেবার কিছু দিনের মধ্যেই কিনে ফেলি ডোমেন নাম ও হোস্টিং | আমার নতুন ব্লগ এর নাম Tech N Techie ! ওয়ার্ড প্রেস এ শুরু করেছি নতুন ব্লগ টা | নিজেই সব কাজ করলাম ইন্টারনেট ঘেটে ঘেটে | কতটুকু ভালো হইয়েছে বলতে পারি না | তাই আপনাদের থেকে মন্তব্য চাই | ভালো হোক আর খারাপ হোক মন্তব্য করবেন | তা হলে নিজের ভুল শুধরে নিতে পারব |না হলে ভুল ভুল এ থেকে যাবে |

এই ব্লগ টা পপুলার করার জন্য ফেসবুক এ পেজ খুলেছি| ওখানে নিয়মিত পোস্ট দেই আবার পোস্ট এর লিঙ্ক ও দিয়ে দেই যাতে কেউ পেজ পসন্দ করলে ওখান থেকে পোস্ট টা পড়তে পারে | টুইটার এও একটা প্রফিলে খুলেছি |টুইটার এ লিঙ্ক গুলো সব সারে করে দেই |টুইটার এ বন্ধু গুলো পোস্ট পড়তে পারে ওখান থেকে | StumpleUpon এর নাম হইত শুনেছেন যেখানে সবাই নিজের নিজের ব্লগ দেই ও ব্লগ ভিসিট করে | ওখানে পোস্ট গুলো নিয়মিত দেই আর ওখান থেকে অনেক ভিসিট ও পাই | SEO করছি খুব সাবধানে যাতে কোনো ভুল না হয়| ভালো কমেন্ট পাচ্ছি আবার কিছু কমেন্ট পাবলিশ করা যাচ্ছে না কারণ অহেতুক কোনো সম্পর্ক নেই পোস্ট এর সাথে |

কিছু বড় বড় সোসাল বুক মার্ক পেজ এ ব্লগ টা সাবমিট করেছি যা আমাকে ভালো বাক লিঙ্ক দিচ্ছে ! গেস্ট ব্লগ করছি অন্য প্রযুক্তি ব্লগ এ ! বাক লিঙ্ক ও পেয়েছি ওখান থেকে|
এই ব্লগ এ লিখছি প্রযুক্তি ,ব্লগ আর কিছু ট্রিপ ও ট্রিকস নিয়ে ! আসা করি পরে ভালো লাগবে আপনাদের | কিছু ইন্টারনেট এ টাকা উপার্জনের পথের কথা বলেছি ব্লগ এ | আসা করি আপনাদের কাজে লাগবে |
আপনাদের মতামত পেয়ে ব্লগ ঠিক করে তবেই গুগল আডসেন্স দেব ব্লগ এ | তার আগে না !
ফেসবুক এ যদি পেতে চান Tech N Techie  তবে ক্লিক করতে পারেন এই লিঙ্ক এ পসন্দ করলে সবসময় পোস্ট পাবেন ফেসবুক এ হম পেজ এ !

কেউ আমার এই ব্লগ এ পোস্ট বা গেস্ট পোস্ট করতে চাইলে আমাকে মাইল করতে পারেন hssahaetc09 @gmail .com আপনার পোস্ট যদি ভালো হই তবে খুব তারাতারি পাবলিশ করব|লিঙ্ক থাকলে লিঙ্ক ও দিতে পারেন !

সবাই ভালো থাকবেন | ধন্যবাদ আপনার ধর্যের জন্য !

Level 0

আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice your idia , care on and go ahead .

ধন্যবাদ !

Apnar website a to kono ad nai income koren kivabe????

আমি ও আপনার পথেই আগাতে চাই, আমার নতুন ব্লগ ভিসিট করে পরামর্শ দিন – http://www.inews247.blogspot.com

Level 0

আমি একটা ব্লগ বানাইতে চাই কিন্তু কিভাবে?

@ Saiful Islam rony……amar onno aro 4 ta blog ache blogspot e …ogulo theke adsesen e income hoi…r ei blog ta notun tai establish korar por ebong aro post debar por adsense add korbo!

@ Tanvir….apnar blog onek totthobohul kintu adsense nai…adsense add korun othoba free platform chere nijer hosting e blog shuru korun..dekhben onek popularity pacchen

@abdur-rob vai ….prothome jodi professionally blog banate na chan ta hole blogspot e blog banan.Amar blog Tech N Techie te bistarito sob bola ache…http://www.techntechie.com/hello-world.html ei link e gele sob tips paben blog bananor.

Level 0

ভালো । চালিয়ে যান । আর আমার জন্য দোয়া করিয়েন।

ভাই ১বছর আগে BLOGSPOT A একাউন্ট খুলেছি কিন্তু কিছুই করতে পারেনি প্রতিনিয়তে নেটে বিলগুনি কিন্তু আয় করতে পারিনায় । ভাই তাই বলতে চাই আমি গুগল এডাসে আবেদন করব কোন লিংক থেকে আর আপনার মোবাং নং টা দেন ।

@ nazmuljessore ….. vai amar mobile number niya hoito besi luv hobe na karon ami Taiwan..but amake mail diya details jante paren…also amar mone hoi apnar google adsense apply korai vul ache….apni amar ei post ta check korte paren…http://www.techntechie.com/how-to-get-google-adsense-on-your-blog.html

@Sudipto007 ….vai apnake ami email e details bolchi..by the way apnaro blogtao onek sundor ebong information ache…