বেশি কথা বলা বা শোনা অনেকেই পছন্দ করে না , কিন্তু আজ আমার পোস্ট টা এমন যে অল্প কথায় শেষ করলে হইত সব কথা বলা হবে না | তবুও চেষ্টা করব যাতে অল্প কথায় লেখতে পারি |
এক বছর আগের কথা , ব্লগ কাকে বলে তখনও পুরোটা জানি না | একটু একটু দেখেছি সংবাদ পত্রিকায় পরে পরে | ব্লগ কিভাবে বানাতে হয় তাও জানি না ! ডাটা প্রসেসিং কোম্পানি এর চাকরি টা ছেড়ে দিয়ে সবে মাস্টার্স এ ভর্তি হয়েছি Telecommunication Engineering এ |নিজের টাকা নিজেই যোগার করে পড়াশুনার খরচ দিতে হয় | তাই একদিন মাথায় চিন্তা আসলো যে ফ্রীলান্সিং করে টাকা উপার্জন করার | তখনও জানি না যে Techtunes এর মত website আছে যেখানে সব খবর থাকে ফ্রীলান্সিং এর |তাই এক বন্ধুকে ফোনে বললাম ফ্রীলান্সিং এর কাজ দিতে| সে আমাকে ফ্রীলান্সিং এর সব কথা বলল একদিন দেকে নিয়ে গিয়ে | শুরু করলাম ফ্রীলান্সিং scriptnace এ | ভাগ্য ভালো ছিল প্রথম দিন এর কাজ পেলাম ১০ টা আর্টিকলে লেখার | সেদিন কাজ শেষ করলাম আবার পেমেন্ট ও পেলাম| রাতে বসে আরো কাজ ধরলাম এবং শুরু হলো ফ্রীলান্সিং এর কাজ |
আর্টিকলে লিখতে গিয়ে একদিন মনে হলো আমার client কি করবে এই আর্টিকলে দিয়ে?সাহস করে জিগ্যেস করলাম ...উত্তর পেলাম যে সে তার ব্লগ এ আর্টিকলে গুলো দিবে | মনে মনে চিন্তা এলো ব্লগ এ লেখা দিয়ে লাভ কি হয়? তার পর ইন্টারনেট ঘাটা শুরু করলাম |দেখলাম ব্লগ থেকে উপার্জনের সব চেয়ে বড় মাধ্যম হলো গুগল আডসেন্স যা কিনা গুগল এর বিজ্ঞাপন এর মাধ্যম |
তারপর দেখা শুরু করলাম যে কি করে ব্লগ খোলা যায় , কারণ আমি যদি আর্টিকেল লিখি তবে অন্যের জন্য লিখব কেন ?নিজে ব্লগ খুলে নিজের জন্য লিখব | খুঁজে পেলাম যে গুগল ব্লগস্পট এ বিনামুল্লেই ব্লগ খোলা যায় এবং গুগল আডসেন্স থেকেও উপর্জন করা যায় |
চিন্তা করলাম কি হবে আর দেরী করে | খুলে ফেলি একটা ব্লগ | কি নিয়ে ব্লগ করব টা নিয়ে কোনো দোটানা ছিল না |কারণ যে জিনিস টা ভালো জানতাম টা হলো টেলি যোগাযোগ |তাই নিয়েই ব্লগ খুললাম |নাম দিলাম টেলি ইনফো |প্রথম প্রথম পোস্ট এর আইডিয়া বের করতে খুব কষ্ট হত কিন্তু আস্তে আস্তে নতুন নতুন বিষয় এ পোস্ট দিতে লাগলাম.এর পর সমসসা হলো পোস্ট দেই কিন্তু ব্লগ এ ভিসিটর নেই | মহাসমসসা !! কি করা যায় ?আবার ইন্টারনেট সেঅর্চ দিলাম | দেখলাম ব্লগ এ ভিসিটর বাড়াতে হবে বেস কিছু ট্রিক আছে এর মধ্যে অন্যতম হলো SEO যার মানে হলো সার্চ ইঞ্জিন অপটি optimization | এর পর আস্তে আস্তে পোস্ট পরে পরে কি ওয়ার্ড খুজলাম তারপর নতুন করে পোস্ট লেখা শুরু করলাম|
আবার দেখলাম র এক জিনিস করতে হই সেটা হলো বাক লিঙ্ক | নিজের ব্লগ এর সাথে অন্য উচু পেজ rank এর ব্লগ এর লিঙ্ক | এটা করতে অনেক বেগ পেতে হলো |তবে কিছু ব্লগ লিস্ট পেজ থাকার জন্য কিছু উচু মানের বাক লিঙ্ক পেতে অসুবিধা হলো না |এর পর অন্যের ব্লগ এ যোগাযোগ করে ওই সব ব্লগ এ পোস্ট দিলাম | এগুলো দিয়ে অনেক বাক লিঙ্ক হলো | এখন অসুবিধা হয় না |অনেকে এখন আমার ইমেল এ পোস্ট পাঠিয়ে বলে বাক লিঙ্ক দেবার জন্য|
এরপর একের পর এক পোস্ট দিতে শুরু করি ! পোস্ট যখন ১০০ হই তখন চিন্তা করি যে এখন হয়ত গুগল আডসেন্স এ আবেদন করার ঠিক সময় !যে কথা সেই কাজ| আবেদন করার মোটামুটি দুই ঘন্টা পরে আমার আবেদন সফল হয় এবং আমি ব্লগ এ গুগল আডসেন্স পেয়ে যাই|
এরপর চিন্তা করে দেখি এক ব্লগ থেকে যা ইন্কমে হবে দুইটা থেকে আরো বেশি হবে |তাই আরো একটা ব্লগ খুলি নাম দেই "Beautiful বাংলাদেশ"! যখনি অবসর পাই তখনি পোস্ট দেই র সাথে একটা করে ছবি দেই পোস্ট এর সাথে | দেখলাম দিনে ১০০ জনের মত ভিসিটর আমার এক এক ব্লগ এ আসে এবং কমেন্ট ও করে ভালো ভালো | অনেক আনন্দ পাই !" টেলি ইনফো " তে আরো বেশি বেশি পোস্ট দেওয়া শুরু করি এবং দেখি যে পোস্ট একসময় ৩০০ ছাড়িয়ে গেছে |
এরপর অনেক সিনিয়র ব্লগ লেখক দের কাছে জানতে চাই কি করলে আমার ব্লগ টা আরো ভালো হবে | উনাদের সবার এককথা যে ফ্রী ব্লগ প্লাটফর্ম থেকে বের হতে হবে | করতে হবে ব্লগ .কম নামে কোনো সাব ডোমেন ছাড়া | তাই তখন থেকে ইচ্ছা যে নিজের দেওয়া ডোমেন এ ব্লগ করব | এর মধ্যে পেয়ে যাই দুটো আডসেন্স পেমেন্ট যা দিয়ে খুব সহজে ডোমেন দিয়ে নিজের হোস্টিং এ করা যাই ব্লগ | তাই গত মাসে সিদ্ধান্ত নেই যে নিজের দেওয়া ডোমেন এ ব্লগ খুলবো |
সিদ্ধান্ত নেবার কিছু দিনের মধ্যেই কিনে ফেলি ডোমেন নাম ও হোস্টিং | আমার নতুন ব্লগ এর নাম Tech N Techie ! ওয়ার্ড প্রেস এ শুরু করেছি নতুন ব্লগ টা | নিজেই সব কাজ করলাম ইন্টারনেট ঘেটে ঘেটে | কতটুকু ভালো হইয়েছে বলতে পারি না | তাই আপনাদের থেকে মন্তব্য চাই | ভালো হোক আর খারাপ হোক মন্তব্য করবেন | তা হলে নিজের ভুল শুধরে নিতে পারব |না হলে ভুল ভুল এ থেকে যাবে |
এই ব্লগ টা পপুলার করার জন্য ফেসবুক এ পেজ খুলেছি| ওখানে নিয়মিত পোস্ট দেই আবার পোস্ট এর লিঙ্ক ও দিয়ে দেই যাতে কেউ পেজ পসন্দ করলে ওখান থেকে পোস্ট টা পড়তে পারে | টুইটার এও একটা প্রফিলে খুলেছি |টুইটার এ লিঙ্ক গুলো সব সারে করে দেই |টুইটার এ বন্ধু গুলো পোস্ট পড়তে পারে ওখান থেকে | StumpleUpon এর নাম হইত শুনেছেন যেখানে সবাই নিজের নিজের ব্লগ দেই ও ব্লগ ভিসিট করে | ওখানে পোস্ট গুলো নিয়মিত দেই আর ওখান থেকে অনেক ভিসিট ও পাই | SEO করছি খুব সাবধানে যাতে কোনো ভুল না হয়| ভালো কমেন্ট পাচ্ছি আবার কিছু কমেন্ট পাবলিশ করা যাচ্ছে না কারণ অহেতুক কোনো সম্পর্ক নেই পোস্ট এর সাথে |
কিছু বড় বড় সোসাল বুক মার্ক পেজ এ ব্লগ টা সাবমিট করেছি যা আমাকে ভালো বাক লিঙ্ক দিচ্ছে ! গেস্ট ব্লগ করছি অন্য প্রযুক্তি ব্লগ এ ! বাক লিঙ্ক ও পেয়েছি ওখান থেকে|
এই ব্লগ এ লিখছি প্রযুক্তি ,ব্লগ আর কিছু ট্রিপ ও ট্রিকস নিয়ে ! আসা করি পরে ভালো লাগবে আপনাদের | কিছু ইন্টারনেট এ টাকা উপার্জনের পথের কথা বলেছি ব্লগ এ | আসা করি আপনাদের কাজে লাগবে |
আপনাদের মতামত পেয়ে ব্লগ ঠিক করে তবেই গুগল আডসেন্স দেব ব্লগ এ | তার আগে না !
ফেসবুক এ যদি পেতে চান Tech N Techie তবে ক্লিক করতে পারেন এই লিঙ্ক এ পসন্দ করলে সবসময় পোস্ট পাবেন ফেসবুক এ হম পেজ এ !
কেউ আমার এই ব্লগ এ পোস্ট বা গেস্ট পোস্ট করতে চাইলে আমাকে মাইল করতে পারেন hssahaetc09 @gmail .com আপনার পোস্ট যদি ভালো হই তবে খুব তারাতারি পাবলিশ করব|লিঙ্ক থাকলে লিঙ্ক ও দিতে পারেন !
সবাই ভালো থাকবেন | ধন্যবাদ আপনার ধর্যের জন্য !
আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...
nice your idia , care on and go ahead .