বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অংকরাজ্যে মজার মজার সব কাহিনী আছে। যা শুনলে অংক প্রেমীদের মনে এক ধরনের ভলোলাগাবোধ সৃষ্টি হতে পারে। জিওমের্ট্রি ও ম্যাথ সব টেকনোলজির মূল হিসেবে বিবেচিত। এই টিউনটি লেখার সময় আমার কলেজে শিক্ষকতা জীবনের কথা মনে পড়ছে। ১বছর ১১ মাস কলেজে শিক্ষকতা করেছি। এখন মাঝে মাঝে মনে হয় ঐ পেষাটাই ভালো ছিলো। এ ধরনের পোস্ট ভালোলাগলে জানাবেন। আপনাদের আগ্রহ থাকলে নিয়মিত বিরতিতে দিয়ে যাবো।
ভারতবর্ষের বিখ্যাত গণিত প্রতিভা শ্রীনিবাস রামানুজন। তিনি তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে লন্ডনের “পাটনি” যক্ষ্মা হাসপাতালে (যা লন্ডন থেকে ২০ মাইল দূরে) । সর্বসশ্রেষ্ট সংখ্যাতত্ত্ববিদ ইংল্যান্ডের গডফ্রেই হ্যারন্ড হার্ডি হাসপাতালে রামানুজনকে দেখতে আসেন। হার্ডি রামানুজকে বললেন, “আপনাকে আমি দেখতে এসেছি যে ট্যাক্সিতে করে, তার নম্বর হল ১৭২৯, আমার মনে হচ্ছে সংখ্যাটি বেরসিক ও বৈচিত্রহীন।” রামানুজন সংগে সংগে বললেন, “কেন ভাই! এটাতো খুব মজার সংখ্যা। ১৭২৯ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যা দু’টো ঘণ সংখ্যার যোগফল। তাও আবার দু’ভাবে”
11 + 123 =1729
103 + 93 =1729
এর কিছুদিন পরে রামানুজন মাদ্রাজে চলে আসেন এবং যক্ষায় মাত্র ৩২ বছর বয়সে মারা যান।
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ জার্মানীর কার্ল ফ্রেডরিক গাউস সাত বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেন। তার সম্পর্কে বলা হয় মুখে বোল ফোটার আগেই তিনি নাকি যোগ বিয়োগ করতে পারতেন। শিক্ষকের অংক দিতে দেরি গাউসের সমাধানে দেরি হয় না। তাকে শিখাতে গিয়ে শিক্ষকদের বেশ ঝামেলায় পড়তে হতো। একদিন গাউসকে জব্দ করার জন্য শিক্ষক তাতে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বললেন। শিক্ষক ভাবলেন এতে করে গাউসের যোগফল বেড় করতে সময় লাগবে। শিক্ষকের প্রশ্ন শেষ না হতেই গাউস যোগফল বলে দিলেন ৫০৫০। শিক্ষক তো অবাক! গাউসকে জিজ্ঞেস করলেন কিভাবে যোগ করলে? গাউস বললেন প্রথম সংখ্যা ও শেষ সংখ্যা ১০০ এর যোগফল ১০১। দ্বিতীয় সংখ্যা ২ শেষ সংখ্যার আগের সংখ্যা ৯৯, এদর যোগফলও ১০১, এভাবে ৫০টি ১০১ পাওয়া যাবে। অতএব ১০১ x ৫০=৫০৫০
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ভালো লাগল