বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি টেকটিউনসে মাঝে মাঝে কিছু বিখ্যাত লোকের জীবনের কোন একটা অধ্যায় উল্লেখ করি কেনো জানেন? যাতে আমার চর্চা হয় এবং আরও সাধনা করতে মন সাড়া দেয়। যাতে ধৈর্যহীন না হয়ে যাই। সেই সাথে আমার এই টিউনগুলো যদি কারও মনে দাগকেটে মনের অগচরে লুকানো প্রতিভাকে বেড় করে নিয়ে আসতে পারে তাতেই আমার সর্থকতা।
গনিতবিদ এওয়ার্ড কাসনারের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। কাসনার ১ এর ডানপাশে ১০০টি শূন্য (১০১০০ ) দিয়ে একটি সংখ্যা তৈরি করলেন। সংখ্যাটির একটি নাম দেয়া প্রয়োজন। কাসনারের নয় বছরের ভাতিজাকে এর নাম দিতে বললেন। ভাতিজা সংখ্যাটির নাম দিল গুগোল (Googol)। তাই গুগোর কোনো ইংরেজি, গ্রীক, ল্যাটিন, ফরাসী কিংবা কোনো ভাষার শব্দ নয় এটি বাচ্চা মনের খেয়ালের একটি নাম। সবচেয়ে জনপ্রিয় সার্চইঞ্জিন গুগোলের নাম ও এই গুগোল থেকেই দেয়া তবে নাম করণের সময় ভুলে Googol এর জায়গায় Gogle হয়ে গেছে।
সর্বকালের শ্রেষ্ঠ গণিত-পদার্থবিদ স্যার আইজ্যাক নিউটন কিন্তু বৃটিশ। তিনি যে কতোখানী মেধাবী তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ বছর পরিশ্রম করে নিউটন একটি বই লিখলেন। একদিন নিউটনের পোষা কুকুর একটি জলন্ত বাতি বইয়ের উপর ফেলায় বইখানী মুহূর্তেই ছাই হয়ে গেলো। বিশ বছরের সাধনা এক মুহূর্তের ব্যবধানে নষ্ট হয়ে গেলো। কি সর্বনাশের কথা! নিউটন খুব দুখঃ পেলেন। কিন্তু কি আশ্চর্য ধৈর্যশক্তি নিউটন থেমে থাকলেন না। আবার সেই লেখা আরম্ভ করলেন এবং দীর্ঘ দিনের ব্যবধানে শেষ করলেন। এমনকি এই বইটি লিখতে গিয়ে আরো নতুন নতুন জিনিস আবিষ্কার করলেন যা দ্বারা বইটি আরও পূর্ণাঙ্গ হল।
নিউটন বলতেন-
“আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয়। বহু বছরের পরিশ্রম ও নিরবিচ্ছিন্ন চিন্তার ফলেই আমি আমাকে সার্থক করেছি, যা যখন আমার মনের সামনে এসেছে, শুধু তারই মীমাংসায় আমি ব্যস্ত থাকতাম অস্পষ্টতা হতে ধীরে ধীরে স্পষ্টতার মধ্যে উপস্থিত হয়েছি ”
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
নিউটন খুব বিনয়ি ছিলেন,কাসনার সাহেব কে চিনতাম না আজ জানলাম আপনার দ্বারা,অনেক ধন্যবাদ।
অফ টপিকঃগুগোল এর ইংরেজি বানানে একটু ভুল আছে। “Gogle” না হয়ে শব্দটা “Google” হবে