নেট বুক এবং ল্যাপটপ বনাম ট্যাবলেট তর্ক

যদিও আই প্যাড ট্যাবলেটকে পরিচত করেছে সবার কাছে এবং নাম ও করেছে। তারা খুব ছোট ১০ ইঞ্চি এর মত, পাতলা এবং হাল্কা এই গুলো করেছে  ট্যাবলেটকে সহজে বহন যোগ্য।

অন্য দিকে ল্যাপটপ এর ব্যাটারির চার্জ থাকে অনেকক্ষণ। আবার ট্যাবলেট এর কীবোর্ড নাই বারছুয়াল কীবোর্ড এ কাজ সাড়তে হয়। যদি আমরা ল্যাপটপ এবং ট্যাবলেট এর তর্ক করি তাহলে অবশ্যই  আমাদের নেট বুক এর কথা উল্লেখ করতে হবে।  নেট বুক এর অবস্থান ল্যাপটপ এবং ট্যাবলেট এর মাযখানে। নেট বুক এবং ট্যাবলেট দুই টাই অনেক ছোট্ট, প্রাই ১০/১১ ইঞ্চি এবং আবার পাতলা ও সহজে বহন যোগ্য।

বেশির ভাগ নেট বুক এর ব্যাটারির চার্জ ল্যাপটপ এর চেয়ে বেশিক্ষণ থাকে। প্রাই ৭/৮ ঘণ্টা তো হবেই। কিন্তু নেট বুক এর সব চেয়ে খারাপ দিক হল এইটা ল্যাপটপ এর মত অত শক্তিশালি না আবার মেমোরি ও কম থাকে।  অন্য দিকে বইপরা এবং হালকা কাজের জন্য নেট বুক এর জুরি নাই।

ট্যাবলেট এর ভাল দিকঃ

১) যে কোন পরিবেশে যে কোন ভাবে কাজ করা যাই সহজে।

২) পাতলা এবং কম পাওয়ার লাগে।

৩) টাচ স্ক্রীন কীবোর্ড এর পরিবরতে ব্যবহার করা যাই। যদিও কীবোর্ড নীরবর কাজ গুলো তে প্রব্লেম হয়।

৪) ডিজিটাল পেইন্টিং এবং ইমেজ এডিটিং অনেক শুছারু ভাবে করা যাই।

৫) অঙ্কের হিসাব অনেক সহজেই করা যাই।

৬) এখান কার ট্যাবলেট গুলোর ব্যাটারির চার্জ বেশি থাকে ল্যাপটপ এর তুলনাই।

ট্যাবলেট এর খারাপ দিকঃ

১) ল্যাপটপ এর তুল নাই অনেক বেশি দাম।

২) স্লও টাইপিং । অনেক সময় বিরক্তি কর।

৩) কম ইউজার ফ্রেন্ডলি।

৪) অপারেটিং সিস্টেম এর অ্যাপ্লিকেশান ও আইকন এর ধারানা ভাল থাকতে হয়।

৫) ল্যাপটপ এর মত ভাল ভিডি ও দেখা যাই না।

৬) স্ক্রীন শুক্ক তার কারনে রিস্ক বেশি থাকে স্ক্রীন নষ্ট হওআর।

সর্বশেষঃ

ল্যাপটপ ডেক্সটপ এর পরিবরতে নেয়া যেতে পারে। ল্যাপটপ অনেক শক্তিশালি। ল্যাপটপ কিনুন যদি আপনার পুরাতন ডেক্সটপ পরিবরতন এর প্রয়োজন হয় এবং ল্যাপটপ কেই প্রধান হিশাবে ব্যবহার করতে পারেন কাজের জন্য। ল্যাপটপ সহজেই পরিবহন করা যাই।  গেম এর জন্য ও ল্যাপটপ ভাল অনেক সময়। নেটবুককে হাল্কা কাজের জন্য কিনতে পারেন। নেট সার্ফ, গান শুনা, হাল্কা গেম এর জন্য নেট বুক জুরি নাই। ট্যাবলেট তার চেয়ে ও হাল্কা কাজের জন্য কিনতে পারেন। যেমন কুইক মেইল, নেট সার্ফ, গান, ই-বুক ইত্তাদি।

***দয়া করে বানান ভুল এর জন্য মাফ করবেন।

সোর্স -  আপনার ডিল ডট কম , টেকিনিউজ২৪.কম

 

Level 0

আমি জিশান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology - I am loving it.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো হয়েছে, ধন্যবাদ।

১ম টিউনে অভিনন্দন

অনেক ধন্যবাদ।

Level 0

valo laglo 🙂

কিছু কমদামী নেটবুক সাজেস্ট করেন তো ভাই ।

প্রাই ২ মাস আগে আমার এক বন্ধু কিনলঃ HP 10.1 inch display, 300GB HDD, 2 GB RAM Price 24000 taka

thanks for INFO

go on …..

Level 0

কিরে ভাই বাংলা লিখতে পারেন না? এত বানান ভুল কেন? অর্ধেক পড়ে আর পড়তে পারলাম না……

পরের টিউন্সটা ইনশাআল্লাহ্‌ ভাল হবে। অর্ধেক পড়তে না পারার জন্য দুঃখিত।