কত কিছুই না ভুল জানি! ভুলে ভুলে ভইরা গেছে ভোলানাথের দেশ! ছোটকালে অনেক মারও খেয়েছি বজ্জাত শিক্ষকের কাছে। কিন্তু তখন আমার বরাবরই চার ধরনের লোকের দিকে আঙ্গুলের তুলতে মন চাইতো। ছোট বলে কথা পেটেই থাকতো মুখে আসতো না।
তবে সবাই না, দুএকজন অবশ্য ঠিক বলেন, তাদের দিকে আমার আঙ্গুল কখনোই উঠবে না!
আপানারা আমন্ত্রিত!
এই সবই উত্তর দেওন সম্ভব হইছে কোয়ান্টাম গ্রাভিটেশনাল থিওরী অনুযায়ী! তবে একটা সত্যি কথা বলি, এইখানে যেগুলান ঠিক উত্তর দেওন আছে সেগুলানের দায় দায়িত্ব আমার না! আর এগুলান ডিটেলস বোরিং টিউন অতিশীঘ্রই আসিতেছে টেকটিউনসে মহা সমারোহে। আর সেই বোরিং টিউন পড়িবার জন্য আগাম টিকিট ব্লাকে সেল করা হইলো। আরেকটা কথা বিভাগের ট্যাগে পদার্থবিজ্ঞানের বাক্স গায়েব কেন? ঈদের ছুটিতে নাকি?
আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!
স্রেফ ফালতু একটা টিউন। লেখক অনেক বিজ্ঞতার পরিচয় দেয়ার ব্রিথা চেস্টা করছে।
I hate that stupid guy.
প্রশংশা করতে পারলাম না বলে দুঃখিত।
be 100% sure to make a comment about your findings and don’t try to act as a foolish researcher. you r not the man who has born in this world for the first time. I think you r the victim of brain wash of so called scientist of western countries who always try to misguide the muslims.
এই ধরনের টিউনস করার আগে খুব মনোযোগী হোয়া দরকার ।ধমীয় বিষয়টাকে সরাসরি পাশ কাটিয়ে এ ধরনের টিউনস করা কতটা যোক্তিকতাপূণ তা টিউনার নিজেই ভাল বলতে পারবে।
কি ব্যাপার টেকটিউন আমার আগের মন্তব্যটা কেন সরাল?
আমি জানি কেন সরাল। সুতরাং আপনারও বুঝে নিন কেন আমার আগে করা মন্তব্যটা সরাল।
কারন আমি এই টিউন এর ঘোর বিরোধী।
এই টিউনকে নির্বাচিত টিউন থেকে অবিলম্বে সরিয়ে নেয়া হোক।
ফা……..টিউন।
রিন ভাই, বিগ বাউন্সটা কী? বিগ ব্যাং..