কিছু ভুল জিনিস শিখছি! আসেন শুধরাই

কত কিছুই না ভুল জানি! ভুলে ভুলে ভইরা গেছে ভোলানাথের দেশ! ছোটকালে অনেক মারও খেয়েছি বজ্জাত শিক্ষকের কাছে। কিন্তু তখন আমার বরাবরই চার ধরনের লোকের দিকে আঙ্গুলের তুলতে মন চাইতো। ছোট বলে কথা পেটেই থাকতো মুখে আসতো না।

সেই চার ধরনের লোক গুলো হইলো:

  • এদেশের ডাক্তার,
  • এদেশের উকিল,
  • বিশ্বের হুজুরেরা
  • আর তাবৎ বিশ্বের পদার্থবিদেরা!

তবে সবাই না, দুএকজন অবশ্য ঠিক বলেন, তাদের দিকে আমার আঙ্গুল কখনোই উঠবে না!

এখন আসেন কিছু ভুল জানা জিনিস শুধরাই!

  • ১) মহা বিশ্ব সৃস্টি হয়েছে কি ভাবে?
    ভুল উত্তর: বিগ ব্যাং!
    ঠিক উত্তর: বিগ বাউন্স!
  • ২) আমরা কয় নম্বর মহাবিশ্বে আছি?
    ভুল উত্তর: প্রথম, কারন আমরা আল্লাহর প্রথম আর পেয়ারা বান্দা!
    ঠিক উত্তর: মনে হয় ২ বিলিয়ন তম মহাবিশ্বে আছি (ইনফিনিটি হইতে পারে!)
  • ৩) বিগ ব্যাং এ ঘনত্ব কিরকম ছিলো?
    ভুল উত্তর: অসীম!
    ঠিক উত্তর: সসিম, তবে অসীমের ধারে কাছে নাই!
  • ৪) আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ কি?
    ভুল উত্তর: কিয়ামত সে কিয়ামত তক মানে বিগ ক্রান্ঞ্চ!
    ঠিক উত্তর: বাড়তেই থাকুম, আমাগো সাব অ্যাটোমিক লেভেলে যেই গ্রাভিটেশনাল ফোর্স আছে তা দিয়া পেয়ারের কিয়ামত দুনিয়ার হইলেই মহাবিশ্বের হইবার আপাতত কুনো সন্ভাবনা নাই! নিশ্চিন্তে থাকেন সবাই আপাতত!
  • ৫) বিগ ব্যাং এর পর যদি সময়ের যাত্রা শুরু হয় তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিলো?
    ভুল উত্তর: বিগ ব্যাং কে দেখানো হয়েছে সকল সাবঅ্যাটোমিক লেভেলের কণার সৃস্টির প্রাথমিক কার্যক্রম। সে হিসেবে যেহেতু সবকিছুর শুরু এখানে থেকেই তাই তার আগে সময়ের সৃস্ট নিয়ে কোনো ব্যাখ্যা নেই!
    ঠিক উত্তর: সময় ছিলো আছে থাকবে! এইটারে দাবানোর ক্ষমতা কারো নাই! সময় সর্বত্র বিরাজমান।

আপানারা আমন্ত্রিত!

এই সবই উত্তর দেওন সম্ভব হইছে কোয়ান্টাম গ্রাভিটেশনাল থিওরী অনুযায়ী! তবে একটা সত্যি কথা বলি, এইখানে যেগুলান ঠিক উত্তর দেওন আছে সেগুলানের দায় দায়িত্ব আমার না! আর এগুলান ডিটেলস বোরিং টিউন অতিশীঘ্রই আসিতেছে টেকটিউনসে মহা সমারোহে। আর সেই বোরিং টিউন পড়িবার জন্য আগাম টিকিট ব্লাকে সেল করা হইলো। আরেকটা কথা বিভাগের ট্যাগে পদার্থবিজ্ঞানের বাক্স গায়েব কেন? ঈদের ছুটিতে নাকি?

Level 0

আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিন ভাই, বিগ বাউন্সটা কী? বিগ ব্যাং..

আমারে একটা টিকেট দিয়েন…

আমার জানা মতে বিগ বাউন্স, বিগ ব্যাং -এর মত একটি থিউরি, যেটি এখনো পরিপূর্ণতা লাভ করেনি।

http://en.wikipedia.org/wiki/Big_Bounce
http://en.wikipedia.org/wiki/Big_Bang

ধন্যবাদ শুধরে দেয়ার জন্যে।

ঈদটা যাইতে না যাইতেই রিন ভাই শুরু হইয়া গেছে…

ভাই এতদিন জানতাম বিগব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হইছে। এখন শুনি বিগ বাউন্স.. এটা আসলে কী?

জোস লাগছে

Level 0

দারুন লিখেছেন, সামনে আর ও লিখবেন, ধন্যবাদ।

সব্বাইরে বাসী সেমাইয়ের ঈদ মোবারক! ভালো আছেন না কি সবাই?

মেহেদি ভাই, আপনার কথাও ঠিক! আমি এটা নিয়া 2005 এর দিকে কানাঘুষা শুনছিলাম, মাগার তখন পত্তা দেই নাই। কিন্তু ইদানিং মার্টিন বোজোলোভ নামে এক ব্যাক্তি লুপ কোয়ান্টাম গ্রাভিটি নিয়ে একটা প্রবন্ধতে এটার উপর সমূহ কথা লিখেছেন যেটা নিয়ে কসমোলজিস্টরা নতুন করে নড়ে চড়ে বসেছেন। তবে একটা কথা কি বিগ ব্যাং এ মূল যেসব প্রশ্ন গুলো এড়িয়ে গিয়ে স্বতঃসিদ্ধ ভাবে গিলিয়ে দেয়ার মতো যুক্তি দেয়া হয়েছিলো সেগুলোর লাগসই জবাব এতে আছে। যেমন বিগ ব্যাং এর আগে সময় বলতে কিছু ছিলো কি না, অসীম ঘনত্ব কিভাবেই বা হলো ইত্যাদি!একটা কথা আগেই বলে রাখি এই থিওরী নিয়ে আর 6টা মাস পর তুমুল লেখালেখি হবে। এবং আগামী বছরের শেষের দিকে বা 2010 এর প্রথম দিকে এটা বিগ ব্যাংকে সরিয়ে ফেলতে পারবে বলে আশা করি! তার মানে যেটা বলা হচ্ছে এর সামগ্রিক পরিপূর্ণতা। যদিও বলতে গেলে এক কথায় বিগ ব্যাং হচ্ছে বিগ বাউন্সেরই একটা পরবর্তী রূপ যেটাকে আসলে গভীর ভাবে চিন্তা করলে বিগ বাউন্সই বলা উচিত তবে এটা একটা ফেনোমেনা আর বিগ ব্যাং হচ্ছে কার্যকারণ!

এটা নিয়ে একটা লেখা লিখবো আশা করি তবে একটু ফ্রী হলেই।

ডিটেলস জানতে: http://relativity.livingreviews.org/Articles/lrr-2008-4/index.html

বইটা পড়ে দেখবো। ধন্যবাদ।

হমম্ … ভালোই লাগলো। ধন্যবাদ রিন ভাই।

ভাই এইসব কি লেখেন?

সব ঠিক বলেছেন কিন্তু বুঝতে পারতেছিনা কোন দিকে যাব

কী হইতাছে বুঝতে পারতাছি না 🙁

স্রেফ ফালতু একটা টিউন। লেখক অনেক বিজ্ঞতার পরিচয় দেয়ার ব্রিথা চেস্টা করছে।
I hate that stupid guy.

প্রশংশা করতে পারলাম না বলে দুঃখিত।

শাহেদ ভাইর সাথে আমি সহমত

Level 0

be 100% sure to make a comment about your findings and don’t try to act as a foolish researcher. you r not the man who has born in this world for the first time. I think you r the victim of brain wash of so called scientist of western countries who always try to misguide the muslims.

Level 0

সবকিছুর সঠিক উত্তর জানার জন্য সঠিক জায়গায় ধর্না দেয়া জরুরী। নিজের মনে একটা ধারণা জন্ম লাভ করলেই সেটা সত্যি বলে প্রচার করার চেষ্টার আগে পরীক্ষিত মানদন্ডে যাচাই করে নেয়া অবশ্যই জরুরী সেটা সবসময় মনে রাখা দরকার।
অবাক হলাম, কর্তৃপক্ষ এমন একটা কল্পনাপ্রসূত টিউনকে কিভাবে নির্বাচিত সীল মেরে দিলেন!!!

Level 0

ভাই মারামারি তো পড়ে।
আমি তো এই টিউনটা পইড়া এক্কেরে বেকুব বইন্না গেছি।
এইটা একটা পচা/বাজে/বিশ্রী/কুৎসিত/উদ্ভট সর্বপরি একজন মুসলমানকে পথভ্রষ্ট করার টিউন।
কিযে লিখল এগুলা মাথাটাই আউলা কইরা দিছে।
টেকটিউন এর কাছে আমার জোরদার প্রশ্ন….,
এই টিউনটা প্রকশিত কেন করা হল?
কেনই বা এটিকে নির্বাচিত করা হল?

আমি ভাই bloging এ নতুন ………… তাই কি বলব বুঝতাছি না

এই ধরনের টিউনস করার আগে খুব মনোযোগী হোয়া দরকার ।ধমীয় বিষয়টাকে সরাসরি পাশ কাটিয়ে এ ধরনের টিউনস করা কতটা যোক্তিকতাপূণ তা টিউনার নিজেই ভাল বলতে পারবে।

Level 0

কি ব্যাপার টেকটিউন আমার আগের মন্তব্যটা কেন সরাল?
আমি জানি কেন সরাল। সুতরাং আপনারও বুঝে নিন কেন আমার আগে করা মন্তব্যটা সরাল।
কারন আমি এই টিউন এর ঘোর বিরোধী।
এই টিউনকে নির্বাচিত টিউন থেকে অবিলম্বে সরিয়ে নেয়া হোক।
ফা……..টিউন।

Level 0

apnar theory er upore research kora dorkar !!!

উমমম….হকিং এর গ্রান্ড ডিজাইনটা যে এভাবে সমর্থন জাগাবে এই থিওরীটার পিছনে সেটা আমি বুঝতে পারিনি। আমাদের ভাবনার প্রতিফলন অবশ্যই ঠিক বলেই আজকে পদার্থবিজ্ঞান আরেআ এগিয়ে যাচ্ছে!

সমালেআচকদের কথা কি শুনতে হবে আমাদের? যাই হউক, ধন্যবাদ সবাইকে!

ভাইয়েরা সবজায়গায় ধর্ম খোজে কেন? :/

    অারে ভাই ধার্মিকেরা ধর্ম না খোঁজে,খোঁজবে টা কি?
    নাস্তিকতা খোঁজবে?
    আপনার যদি এতটুকুও কমন সেন্স থেকে থাকে,তবে আপনি সহজেই এতটুকু বোঝতে পারবেন যে,এই আর্টিকেল টা নিতান্তই ইসলাম ধর্মকে হেয় করার জন্য করা হয়েছে।

Level 0

(Y)