গুগল ক্রোমের ড্রোব্যাক

গুগল ক্রোম ব্যাবহার করতে করতে কখন যে এটাতেই বসে গেলাম বুঝতে পারিনি। ছোটখাটো দুই একটা ঘটনা ইগনোর করে ভালোই লাগতো,পেজ দ্রুত খুলতো যেগুলো খুব ব্যাবহার করি সেগুলো ফ্রন্টেই থাকতো কিন্তু ইদানিং আমার সব কাজ যখন এটা দিয়ে করত যাই তখন বুঝতে পারছি এটা আসলেই আনস্ট্যাবল!

গুগল ক্রোমের ড্রোব্যাকসমূহের মধ্যে:

  • ১) ফন্টের কোনো পেজ আপলোড হবার সময় ইওটি ভালোমতো লোড হয় না। প্রথম প্রথম টের পাওয়া যায় না যখন টের পাওয়া যায় তখন দেখা যায় কিছু করনের থাকে না! যারা 10-12 টা জায়গায় ব্লগিং করেন তারা মজাটা খুব দ্রুত বুঝবেন!
  • ২) একাধারে বিভিন্ন প্রকারের ডাউনলোড দিলে ডেস্কটপ থেকে গায়েব হয়ে যায়।
    যেমন রেপিডশেয়ার থেকে একটা ডাউনলোড দিলাম, কেপচা বসায়া আপলোডেড ডট টিও থেকে ডাউন লোড দিলাম পরে যখন সেন্ড স্পেস খুলতে গিয়ে ডাউন লোড দিবো তখন ওদের পপ আপ এ্যাড আসলে খেয়াল করি পুরা সার্চ ইন্জ্ঞিনটা ডেস্কটপ থেকে গায়েব। এটা এমন না যে প্রথম থেকেই এই গন্ডগোল। প্রথম খুব ভালো পারফরমেন্স কিন্তু যখন কুকিজ আর হিস্টোরি আরও অন্যান্য কিছু জমতে থাকে তখন বুঝা যায় কি ঠেলা!
  • ৩) আরও একটা ব্যাপার সিকিউরিটি। মাঝে মাঝে হিস্টোরি তে গেলে দেখা যায় ইমেইলে কোন ইনবক্সে কোন টাইটেলের মেইল চেক করছি সেটা দেখা যায়। বড় শরমিন্দার ব্যাপার!
  • ৪) কিছু কিছু ভিডিও প্লাগিনস লোডে বেশ সমস্যা হয় এর। যারা ইউটিউব ঘন ঘন ব্যবহার করেন তারা দেখবেন একটু বেশী মুভি দেখলে এর মাথা খারাপ হয়ে যায়।

আপাতত এগুলান জিনিসই দেখলাম।

আপনারা যদি আরও কিছু দেখেন তাহলে জানান। তবে প্রথমে এসেই এরকম পারফরমেন্স দেখালো আমার মনে অদূর ভবিষ্যতে ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সের দিন বোধ হয় ফুরিয়ে যাবে! আমি আসলেই এর লাইফ সাইকেলটির দিকে চেয়ে আছি!

Level 0

আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিন ভাইয়া অনেক দিন পর লিখলেন। গুগলের জিনিস খারাপ না। তবে ……….
ফায়ারফক্স রকস্।

টিনটিন ঠিকি কইছেন! ফায়ার ফক্স হালজামানার সবগুলানের থিকা স্ট্যাবল। তবে আপনি যদি পেজের লোড টাইম বা পেজ কত দ্রুত খোলে এর হিসাব করতে গেলে দেখা যাবে গুগল ক্রোমের সাথে কেউ পারবে না। অন্তত: নেট ঘেটে দেখলাম বিভিন্ন বেন্ঞ্চমার্কিং টেস্টে ক্রোমের পারফরমেন্স ফাটাফটি। প্রথমে এসেই যদি এরকম পারফরমেন্স দেখায় আমার মনে হয় এর আপকামিং ভারসন বা আপগ্রেডেশন মনোপলি পারফরমেন্স দেখানো শুরু করবে!

অবশ্য সাফারিটাও আমার মন কাড়ছে ইদানিং। এটারও লোড টাইম ভালো কিন্তু কেনো যেনো ক্রোমে ঝুকে গেলাম!

না, ফায়ারফক্সের দিন এত তাড়াতাড়ি ফুরাবে না। এর শক্তিশালী এডঅন ভান্ডারের মত ভান্ডার তৈরি করতে দেরি আছে গুগলের। আর ইন্টারনেট এক্সপ্লোরার, ব্যবহাররের দিক থেকে বাদ দিই, পারফরমন্সের দিক দিয়ে এটা তো মনে হয় প্রতিযোগিতায়ও নেই। এটা দিয়ে শুধু ব্রাইজিং ছাড়া আর কিছুই করা যায় না।

আর এ্যাডঅন ইন্ট্রোডিউস করাতে আমি আছি ই।

গুগলের ব্রাউজার এর মাধ্যমে পিসিতে ভাইরাস / হ্যাকাররা সহজেই এট্যাক করতে পারে। এটা সিকিউরড না।