গুগল ক্রোম ব্যাবহার করতে করতে কখন যে এটাতেই বসে গেলাম বুঝতে পারিনি। ছোটখাটো দুই একটা ঘটনা ইগনোর করে ভালোই লাগতো,পেজ দ্রুত খুলতো যেগুলো খুব ব্যাবহার করি সেগুলো ফ্রন্টেই থাকতো কিন্তু ইদানিং আমার সব কাজ যখন এটা দিয়ে করত যাই তখন বুঝতে পারছি এটা আসলেই আনস্ট্যাবল!
আপাতত এগুলান জিনিসই দেখলাম।
আপনারা যদি আরও কিছু দেখেন তাহলে জানান। তবে প্রথমে এসেই এরকম পারফরমেন্স দেখালো আমার মনে অদূর ভবিষ্যতে ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সের দিন বোধ হয় ফুরিয়ে যাবে! আমি আসলেই এর লাইফ সাইকেলটির দিকে চেয়ে আছি!
আমি অশ্রুগুলো রিনকে দেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছেলেটি পথে নেমেছিলো একদিন নীল মায়ার হাতছানিতে। নিঃসঙ্গতায় হেটে যেতে আবিস্কার করে নিঃশব্দ চাদ তার একান্ত সঙ্গী। এখন সে হাতড়ে বেড়ায় পুরোনো সুখস্মৃতি, ঘোলা চোখে খুজে ফেরে একটি হাসি মুখ!
না, ফায়ারফক্সের দিন এত তাড়াতাড়ি ফুরাবে না। এর শক্তিশালী এডঅন ভান্ডারের মত ভান্ডার তৈরি করতে দেরি আছে গুগলের। আর ইন্টারনেট এক্সপ্লোরার, ব্যবহাররের দিক থেকে বাদ দিই, পারফরমন্সের দিক দিয়ে এটা তো মনে হয় প্রতিযোগিতায়ও নেই। এটা দিয়ে শুধু ব্রাইজিং ছাড়া আর কিছুই করা যায় না।
রিন ভাইয়া অনেক দিন পর লিখলেন। গুগলের জিনিস খারাপ না। তবে ……….
ফায়ারফক্স রকস্।