প্রিয় পাঠক ও তথ্যপ্রযুক্তিপ্রেমীরা, শুভ সকাল। এখন সারা বিশ্ব জুড়ে নোটবুক, স্মার্টফোন আর দ্রুত গতির তারবিহীন ইন্টারনেটের তথা ওয়াইফাইয়ের জয়জয়কার। কারন তথ্যপ্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতির যুগে আধুনিক মানুষ চায় গতি, চায় স্বাচ্ছন্দ্য। আবার ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়টিও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আজ স্মার্টফোন ও নোটবুক মানুষের হাতে হাতে বিশেষ করে আমাদের সকলের প্রিয় এই ঢাকা মহানগরীতে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অতি সম্প্রতি বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্তৃক অবমুক্ত দুটি অনন্য আ্যপ্লিকেশন যার কাজই হচ্ছে এই ডিভাইস গুলির মধ্যে পারষ্পরিক সংযুক্তি ও সমন্বয় সাধন। যাদের নাম ইন্টেল রেখেছে
প্রথমেই আসি The Intel® Pair & Share App এর কথায়। এই আ্যপসটির সাহায্যে আপনি এখন খুব সহজেই এবং নিরাপদে আপনার Apple অথবা Android চালিত স্মার্ট ফোন এ অথবা ট্যাব লেট পিসি তে ছবি অথবা ফাইল শেয়ার করতে পারবেন নিমিষে আঙ্গুলের ছোয়াতে। এই অ্যাপটি আপনার ছবিগুলিকে ছড়িয়ে দিবে ল্যাপটপ এর পর্দায়, কম্পিউটার এর মনিটরে এমনকি আপনার টিভির বিশাল পর্দায় তাও আবার একসাথে যুগপৎভাবে। আর আপনার বন্ধুরাও আপনার পিসির সাথে হতে পারবেন সংযুক্ত যাতে আপনার শেয়ারকৃত ছবি অথবা ফাইলগুলি তারা তাদের স্ব স্ব ডিভাইসগুলিতে দেখতে পারে।
এবারে আসি Intel® TelePort Extender App এর কথায়।
এই অ্যাপ টির সাহায্যে আপনার পিসি ও আপনার এ্যন্ড্রয়েড স্মার্ট ফোনটি দিবে এক অনন্য অভিজ্ঞতা তাও আবার আপনার বাসার নিরাপদ ওয়াইফাই সংযোগে।আপনি আপনার পিসি এর বড় পর্দায় ও কি-বোর্ড এর সাহায্যে এখন করতে পারবেন চ্যাট ও পাঠাতে পারবেন এসএমএস্। এছাড়াও আপনি আপনার পিসিতেই পাবেন কলার আইডি , ভয়েসমেইল ফরওয়ার্ডিং এবং সেই সাথে আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট।
মোট কথা উপরোক্ত অ্যাপ দুটি আমাদের ডিজিটাল লাইফকে করবে আরও স্বাচ্ছ্যন্দ্যময়, গতিময় এবং সর্বোপরি নিরাপদ।অ্যাপ দুটি ডাউনলোড এর ঠিকানা হচ্ছেঃ
যারা এই আ্যপ দুটির লাইভ ডেমো দেখতে চান, তাদের জন্য আছে সুখবর। আমরা সকলেই জানি আসছে ৭ই জুন থেকে হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে কিউবি সামার ল্যাপটপ ফেয়ার। আগ্রহী তথ্যপ্রযুক্তিপ্রেমীরা মেলায় ইন্টেলের প্যাভিলিয়নে ঢু মেরে জানতে পারবেন আ্যপ দুটি সম্পর্কে আরও বিস্তারিত।নিচে আ্যপ দুটির কয়েকটি স্ক্রিনশট দেয়া হল ব্যবহার এর সুবিধার্থেঃ
টিউনটি পাঠকদের নূন্যতম উপকারে আসলেও আমার শ্রম সার্থক মনে করব। সবাই ভাল থাকুন, প্রযুক্তির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
আমি crypticocean। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল Apps !!! আপনাকে অনেক ধন্যবাদ ।