কম্পিউটার – পর্ব (৬ {অভিজ্ঞদের জন্য নয়})

এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব - ১ম পর্ব, ২য় পর্ব,৩য় পর্ব ৪র্থ পর্ব ৫ম পর্ব
যেখানে শেষ করে ছিলাম ঠিক তার পর থেকে আবার শুরু করছি ....

হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী (Humanware)

com 1

ডেটা সংগ্রহ,প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ,কম্পিউটার চালানো তথা প্রোগ্রাম লিখা,সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ,সফট্‌ওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সকল মানুষকে একত্রে হিউম্যানওয়্যার (Humanware) বলা হয়।

ডেটা/ইনফরমেশন

ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বলে।ডেটা হল সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট (Raw Fact)ডেটা প্রধানত দুরকম -
numeric

(ক)নিউমেরিক (Numeric) ডেটা বা সংখ্যাবাচক ডেটা।
যেমন - ২৫,১০০,৪৫৬ ইত্যাদি।
(খ)অ-নিউমেরিক (Non-Numeric) ডেটা।
যেমন - মানুষ,দেশ ইত্যাদির নাম,জীবিকা,জাতি কিংবা ছবি,শব্দ ও তারিখ প্রভৃতি।

অপারেটিং সিস্টেম

colourflow_os_icons_-239313-1242327160

অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফ্টওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা সিডিউলিং,ডিবাগিং, ইনপুট/আউটপুট কন্ট্রোল,একাউন্টিং,কম্পাইলেশন,স্টোরেজ অ্যাসাইনমেন্ট,ডেটা ম্যানেজমেন্ট,এবং আনুষঙ্গিক কাজ করে থাকে।
বর্তমানে মাইক্রো কম্পিউটার বা পিসিতে বহুল ব্যবহিত অপারেটিং সিস্টেমগুলো হলো -
PC DOS,MS WINDOWS 95/98/2000,UNIX,LINUX,MAC OS,WINDOWS NT,WINDOWS XP,WINDOWS Vesta,WINDOWS 7.

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মইন ভাই আমার ফেবারিট win 7 এর কথা লেখেন নাই কেন? দুখ পাইলাম