আমি গত ২৬-০১-২০১২ তে zend certified engineer হলাম। আপনারা কবে হচ্ছেন?

একটি আবেগ ও স্বপ্ন

শুরুতেই সবাইকে আস্সালামু আলাইকুম। আসলে অনেকদিন থেকেই মনের মধ্যে একটি স্বপ্ন ছিল কবে আমি php এর উপর zend certified engineer হব। এর জন্য যারা already zend certified হয়েছেন, বাংলাদেশে তাদের তিন জনের সাথে যোগাযোগ করলাম। কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ করলাম, তাদের কথা শুনে চরম ভাবে হতাশ হলাম। আমি যেই তিন জনের সাথে কথা বললাম, তারা প্রত্যেকই প্রথমবার ফেল করছে। আর আমার হতাশাটা ছিল মূলত এখানেই। আর তাদের কাছ থেকে আরো জানলাম যে world এ বিভিন্ন vendor certification (oracle, cisco, Microsoft, sun) গুলোর জন্য বিভিন্ন dump question কিনতে পাওয়া যায়, যে গুলো পড়লে ১০০% কমন পড়ে। কিন্তু একমাত্র পি এইচ পি তে সেটা ১০% কমন পড়ার সম্ভাবনা থাকে। আর তাই zend exam এর জন্য dump কিনে কোন লাভ নেই। আর এর মূল কারন zend company ওদের question গুলো রেগুলাম update করে থাকে। তারপর ও সব হতাশাকে কাটিয়ে zend এর সাইট থেকে zce course outline টা নামিয়ে গত October থেকে course outline অনুযায়ী পড়া শুরু করলাম। এরই মধ্যে এই মাসের শুরুর দিকে বাংলাদেশের একমাত্র zend authorize exam center ibcs-primax এ যোগাযোগ করলাম এবং zend exam এর জন্য registration করলাম। এবং ওরা আমার exam date fixed করল গত ২৬ জানুয়ারী কে। এদিকে পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসতে ছিল ততই আমার খাওয়া-ঘুম হারাম হয়ে যাচ্ছিল। যাক অবশেষে পরীক্ষাটা শেষ হল এবং এক chance এ পাস করলাম। আর আমার দীর্ঘদিনের একটি স্বপ্নও পূর্ণ হল। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি- আল হামদুলিল্লাহ্‌। আর ২০১২ সালে বাংলাদেশের প্রথম zend certified engineer কিন্তু আমিই।

আমার Profile link:

যদিও zend এর yellow page এ বাংলাদেশ দিয়ে সার্চ দিলে Jan 26th, 2012 এর তারীখ এর লোকটি আমিই। আর ফুল profile দেখতে চাইলে নিচের link এ যাইতে পারেন।

http://www.zend.com/en/store/education/certification/authenticate.php/ClientCandidateID/ZEND019076/RegistrationID/246440944

ZEND Certified Engineer হতে হলে আপনাকে যা যা করতে হবে:

  • 1. প্রথমে আপনাকে কে zend এর course outline collect করতে হবে।
  • 2. তারপর course outline অনুযায়ী প্রত্যেকটি topics বুঝার চেষ্টা করবেন। বিশেষ করে:
    • a. PHP 5.3 OOP,
    • b. SPL,
    • c. Namespaces,
    • d. Web services (SOAP, REST)
    • e. streams,
    • f. socket,
    • g. security,
    • h. xml,
    • i. json,
    • j. DomDocument ,
    • k. sql joins, transection and PDO,
    • l. Regular expressions,
    • m. Design patterns and
    • n. Anonymous Functions, closures
  • 3. যখন আপনি মনে করবেন, এই সব topics এবং Basic PHP’র সব জানেন তখন ১৯৫ ডলার দিয়ে ibcs-primax এ গিয়ে registration করে exam টা দিয়ে দিবেন।

আপনাদের জন্য কিছু sample questions নিচে দিলাম:

Which of the following are valid PHP variables? (Choose 4 answers)
A. @$foo
B. &$variable
C. ${0x0}
D. $variable
E. $0x0
Which of the following are valid identifiers (Choose 3)

A: function 4You(){}
B: function _4You(){}
C: function object(){}
D: $1=”Hello”;
E: $_1=”Hello world”;

A fingerprint of a string can be determined using which of the following? (Choose 1 answer)
A. md5()
B. hash()
C. fingerprint()
D. None of the above

What is the output of the following? (Choose 1 answer)

A. 120
B. Syntax Error
C. 60
D. 70

Which two internal PHP interfaces provide functionality which allows you to treat an object like an array? (Choose 2 answers)
A. iteration
B. arrayaccess
C. objectarray
D. iterator
E. array

Which string does the following PCRE regular expression match? (Choose 2 answers)
$regex = "/^([a-z]{5})[1-5]+([a-z]+)/";
A. None of the above
B. Hello34262343goodbye
C. frank12345abc
D. hello34212343goodbye
E. abcdefghi12345abc

Setting a HTTP cookie on the client which is not URL-encoded is done how in PHP 5? (Choose 1 answer)
A. Use the setrawcookie() function
B. Set the cookies.urlencode INI directive to false
C. Use urldecode() on the return value of setcookie()
D. Setting the $no_encode parameter of setcookie() to a boolean 'true'
E. All cookies must be URL encoded

Which of the following is not a valid PDO DSN? (Choose 1 answer)
A. All of the above are valid
B. mysql:unix_socket=/tmp/mysql.sock;dbname=testdb
C. oci:dbname=//localhost:1521/mydb
D. mysql:host=localhost;port=3307;dbname=testdb
E. sqlite2:/opt/databases/mydb.sq2

Given the following XML document in a SimpleXML object. Select the proper statement below which will display the HREF attribute of the anchor tag. (Choose 1 answer)

Moved to <http://www.example.org/.>

A. $sxe->body->p[0]->a[1]['href']
B. $sxe->body->p->a->href
C. $sxe->body->p->a['href']
D. $sxe['body']['p'][0]['a']['href']
$sxe->body->p[1]->a['href']

What is the output of the following script?

<?php
function Fibonacci($x1,$x2){
return $x1+$x2;
}

$x1=0;
$x2=1;

for($i=0; $i

A: 1,2,3,…..,9
B: 1,2,3,…..10
C: 1,2,3,5,8,….89
D: 1,1,1,1,1,1,1,1,1

In PHP 5 you can use the ______ operator to ensure that an object is of a particular type. You can also use_______ in the function declaration. (Choose 1 answer)
A. instanceof, is_a
B. instanceof, type-hinting
C. type, instanceof
D. ===, type-hinting
E. ===, is_a

What is the output of the following code?

<?php
for($i=0; $i

A: 0
B: 1
C:3
D:6
E: 7

যত দিন যাবে তত কঠিন হবে:

আসলে যারা ৬-৭ বছর আগে zend exam দিয়েছিল তারা মূলত: php 4 এর উপর exam দিয়েছিল। আর তখন php মূলত এখনকার তুলনায় কিছুই ছিলনা, তখন ছিল শুধু php variable, function, session, cookie আর security । এরপর php 5 এ যারা exam দিয়েছিল, তারা মোটামুটি একটু বেশিই পড়া-লেখা করতে হয়েছে কারন সেই পর্যন্ত php oop platform এ চলে আসছে। এর পর মাঝখানে php 5.1, php 5.2 দিন দিন কঠিনই হয়েছে। আর php 5.3 তে এসে তো বলা যায় অন্য হিসেব। এখনতো SPL, Namespaces, Web services (SOAP, REST) streams, socket, security, xml, json এর মত জটিল topics গুলো চলে আসছে। আর যারা সামনে php 5.4 এ exam দিবেন তাদের জন্য গোলাফি সালাম। আর যারা আরো সামনে php 6 এ exam দিবেন। তাদের জন্য লাল সালাম। কারন তখন পর্যন্ত php শুধু Hypertext Preprocessor থাকবেনা তখন আমি একে Recursively বলব: Horse Preprocessor।

শেষ কথা:

আপনারা যেনে খুশি হবেন যে zend certified engineer দের সংখ্যা হিসেবে বাংলাদেশ সমগ্র দক্ষিণ এশিয়ায় ২য় স্থানে আছে। যদিও দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানটি দখল করে আছে ভারত্‌। অবস্য জনসংখ্যার হিসেবে আমি বলব বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানেই আছে। আর সারা বিশ্বে বাংলাদেশ ১২তম। তবে আমি মনে করি বাংলাদেশের বর্তমানে যেই সংখ্যক zend certified engineer আছে তা ২০১২ তেই ৩ গুন বৃদ্ধি করা খুব কঠিন কাজ না। এর কারন, আগেতো বাংলাদেশে zend authorize কোন training center ই ছিল না। যেই কয়জন exam দিয়েছে তারা নিজেরা ঘরে বসে শিখেই দিয়েছে। কিন্তু এখন সেই সমস্যা কেটে গেছে। ঢাকার - ibcs-primax training center টি zend এর উপর ভালো কোর্স চালু করেছে। সেখানে ভালো zend certified teacher দিয়ে course করানো হয়। আর তারা zend এর authorize partner ও। নিচে zend certified সংখ্যা হিসেবে বিভিন্ন country এর নাম দেওয়া হল:

  • USA=1589
  • Germany=836
  • UK=556
  • Franch=436
  • India=373
  • Canada=308
  • Brazil=200
  • Australia=173
  • Russia=167
  • Zapan=127
  • Italy=114
  • China=63
  • South-Africa=45
  • Bangladesh=39
  • Philippines=33
  • Turkey=26
  • Malaysia=18
  • Thailand=16
  • Pakistan=14
  • Srilanka=14

তো আসাকরি আপনারা ও অচিরেই zend certified হবেন এই প্রত্যাশাই রইল। ভালো থাকবেন, আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি Masud Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

masud vai ibcs-primax training center e course korte cost koto abong eeta korar age aar ki ki knowledge khub valo jana dorkar ektu bolben ki .ar banglay na parar jonno duhkhito

    Level 0

    @সায়মন:

    আপনি যদি php তে একে বারে নতুন হোন, তাহলে আমি বলব প্রথমে আপনি ওদের local course টা করে নেন। ওই কোর্সটা মূলত: সাজানো হয়েছে professional php programming ar jonno, আর যদি আপনি already php তে professional হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি zend course a ভর্তি হতে পারেন। আর ওদের zend course fee সম্ভবত ৩০ হাজার টাকা এবং ওদের local course fee ১৬ হাজার টাকা।
    মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Level 0

congratzz vai jan.apnar nijer proti proud feel kora uchit.aar dhonnobad tune ti korar jonno

    আমার এক কাজিন জেন্ড ও জেন্ড ফ্রেমওয়াক সার্টিফাইড ইঞ্জিনিয়ার।আমারো এই সার্টিফিকেট নেয়ার ইচ্ছা আছে।আপনার লেখা পড়ে ভাল লাগল।পিএইচপি নিয়ে লেখার জন্য টেকস্পেটে আমন্ত্রন রইল।

      Level 0

      @নিশাচর নাইম: সামনে টেকটিউন্‌সে পি এইচ পি তে advance কিছু লেখার ইচ্ছা আছে। টিউনটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @S4t4N1C: আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

অনেক ভালো লাগা আর দোয়া আপনার জন্য । আশা করি খুব ভালো ভাবেই ভবিষ্যৎ জীবনের বৈতরণী পার হতে পারবেন । উৎসাহ পেলাম আপনার লেখা থেকে । ( যদিও আমি পি এইচ পি কিছুই জানি না , শুধু বই নিয়ে ঘাটা ঘাটি করতে করতেই দিন যাই ) । ভালো থাকবেন 😀 😀 😀 😀

    Level 0

    @মাহমুদ শরফুদ্দিন: আমি ও প্রথমে আপনার মত পি এইচ পি এর বই ঘাটা ঘাটিই করতাম। আর তা থেকেই মূলত আজকের এই যায়গায়। উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনি ও ভালো থাকবেন।

আপনার সফলতায় খুশি হলাম 🙂

    Level 0

    @মিনহাজুল হক শাওন: আসলে নিজের সফলতা কে প্রকাশ করার জন্য এই টিউন নয়। আমি মূলত টিউনটি করলাম যারা zend certified হতে চায়, তাদের কে উৎসাহ দেওয়ার জন্য।

অভিনন্দন সাইফুল ভাই 🙂 শুভ কামনা থাকলো

Level 2

Masud alam ভাইয়া আপনার মতো লোক বাংলাদেশের গর্ব……..আপনার লেখাটা খুবই গোছানো… সুন্দর…প্রশ্নের উদাহরণটা দেখে ভালো লাগলো.. ।আমার খুব ইচ্ছা আছে পারব কিনা জানিনা……..আশাকরি এই ব্যাপারে আরো লিখবেন।

    Level 0

    @bdmain: কোন কিছু পারার জন্য ইচ্ছাটাই আসল শক্তি। আশাকরি আপনি ও পারবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আচ্ছা, উত্তরার দিকে ভালো কোন ট্রিনিং সেন্টার আছে PHP শিখার জন্য? জানালে উপক্রিত হতাম। (অভ্রতে রি-কার কিভাবে দেয়?)

    Level 0

    @খোকন: আমার জানামতে নেই, বাংলাদেশের সব ভালো ভালো software firm গুলো এখন উত্তরার দিকেই হচ্ছে, ঐদিকে একটা ট্রেইনিং সেন্টার থাকলে ভালো হতো। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Level 2

আর ভাইয়া w3 school এর সার্টিফিকেটটা সম্পর্কে বলবেন কি একটু???? আর যে “আর যারা আরো সামনে php 6 এ exam দিবেন। তাদের জন্য লাল সালাম”কথাটা বললে ভয় পেলাম এটা কিভাবে জয় করা যায়…..???আর আপনি ঠিক কিভাবে শিখলেন জানতে পারি কি????

    Level 0

    @bdmain: আসলে w3schools এর সার্টিফিকেশন value less সার্টিফিকেশন। আর w3schools সাইটটি Beginner দের জন্য খুবই ভালো। আমি বলব w3schools সাইটটি মূলত: zend এর ৩০% সিলেবাস কাভার করে। “আর যারা আরো সামনে php 6 এ exam দিবেন। তাদের জন্য লাল সালাম” এটা বলেছি, তারা আমার ছেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে। আর অবশ্যই আমার থেকে বেশি জেনেই exam দিতে হবে। যেমন দরুন যারা পি এইচ পি ৩/৪ এ exam দিয়েছে তারা তো পি এইচ পি ৫.৩ সার্টিফাইটদের তুলনায় কিছুই পড়তে হয় নাই। শুধু মাত্র php variable, function আর session cookies জেনেই পরীক্ষায় pass করে ফেলছে। “আর আপনি ঠিক কিভাবে শিখলেন জানতে পারি কি????” যা শিখেছি-আমার আসল উস্তাদ গুগল মামার থেকে।

Level 0

অভিনন্দন আপনাকে ! আশা করি এই ব্যাপারে আরো আনেক কিছু শেয়ার করবেন আমাদের সাথে । তীব্র ইচ্ছা আছে !

    Level 0

    @rana71: আপনাকে ধন্যবাদ। হুম…আমার ও ইচ্ছা আছে zend এর খুঁটি নাটি বিষয় গুলো techtunes এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন।

Level 0

আচ্চা ভাই আপনি পিএইচপি নিয়ে কতদিন পড়ালেখা করেছেন ? আমারও ইছা আচ্ছে পিএইচপি শিখার কারন ওয়েব ডেভেলপিং এ দরকার আর জেন্ড সার্টিফাইড হলে আরো ভাল। আমি বিগিনার লেভেলের তাই প্রতিদিন কত সময় দিতে হবে আনুমানিক পিএইচপির কোর্স শেষ করতে

    Level 0

    @arifbd2015:”আচ্চা ভাই আপনি পিএইচপি নিয়ে কতদিন পড়ালেখা করেছেন ?” আমি ২০০৯ থেকে পি এইচ পি’র উপর জব করি। আর zend এর জন্য preperation নেওয়া শুরু করছি গত নভেম্বর থেকে। আসলে কতদিন পড়তে হবে, সেটা defend করে আপনি programming এর উপর কতটুকু দক্ষ এবং programming এর উপর কতটুকু interest। তবে আমি মনে করি একজন mid level student এর জন্য চার মাস study করলেই enough। মন্তব্য করার জন্য ধন্যবাদ

Level 0

অনেক ভালো লাগা আর দোয়া আপনার জন্য . ekta personal question kori…”Assa vaiya PHP te expert hote apnar koto month/year time legeshe? mane koto saler kon month theke apni prothom php sekha suru korechen?” ..advance thanks

    Level 0

    @coder_ami: sorry ভাই, আমি কিন্তু এখনো php expert হতে পারি নাই। রেগুলার একটু পড়া লেখা করার চেষ্টা করি, এই জাষ্ট। আর পি এইচ পি study শুরু করছিলাম আগষ্ট ২০০৯ থেকে। আর zend এর preperation নেওয়া শুরু করি ২০১১ সালের অক্টোবর এর শেষের দিক থেকে। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 2

M alam ভাইয়া আপনি আমার দুইটা প্রশ্নের মনের মতো সত্য জবাব দিয়েচেন…………আমি চাই আপনি জীবনে আরো এগিয়ে যান…আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ……………আর ভাইয়া আমাকে যদি একটু Gtalk এ এড করেন নিজকে ধন্য মনে করব

    Level 0

    @bdmain: আসলে আমি একা এগিয়ে যেতে চাই না। আমি চাই আপনাদের সাথে নিয়ে এগুতে। আর তাই আজকের এই টিউন। আমার স্বপ্ন বিশ্বে বাংলাদেশ একমাত্র Outsourcing এর বন্দর (নদী বন্দর, সমুদ্র বন্দর, বিমান বন্দর আর বাস-ট্রাক টার্মিনাল ) হবে। আর সেটা আপনাদের সবার সাহায্যেই হবে।আর হ্যাঁ আমার email address এ একটা রিকুইষ্ট পাঠিয়ে দেন। আমি add করে নিচ্ছি।

Level New

ধন্যবাদ ভাই, আপনার টিউন টা পড়ে খুব ভাল লাগলো । আচ্ছা ভাই, আমরা Zend Certified Engineer হলে অন্যদের চেয়ে কি কি সুবিধা বেশী পাব ? আপনার ফেইছবুক আই ডি টা জানাবেন প্লিজ ।

    Level 0

    @piousmore: সুবিধা বলতে আপনি কোন সুবিধাটা বুঝাচ্ছেন? ১. আসলে এইটা একটা আপনার পি এইচ পি জানার certificate এবং সম্মান। ২. zend certified হতে হলে আপনাকে php এর a2z পর্যন্ত জানতে হবে। অনেক advance level জানতে হবে। যেমন: SPL, Namespaces, Web services (SOAP, REST) streams, socket, security, xml, json এর মত জটিল topics গুলো। আর তাতে স্বাভাবিক ভাবেই আপনার quality অন্যদের থেকে আলাদা হবে। ৩. আর zend certified দেরকে php zend company তাদের প্রায় ১০০০ ডলারের সমমুল্যের software যেমন zend server এবং zend studio 9 আপনাকে lifetime licence copy দিয়ে দিবে। ৪. zend certified হলে আপনি সারা world এ web development এর জব এর জন্য apply করার যোগ্য হবেন। আর আপনি যদি ফ্রি ল্যান্চার হোন, তা হলে আপনি পাবেন আলাদা priority। আর বাংলাদেশের কিছু company আছে, যারা zend certified দের high salary দিয়ে রিক্রুট করে থাকে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Level 0

thanks bro… আসলে আমি এখনো কোন প্রোগ্রামিং ল্যাং নিয়ে শুরু করিনাই তাই অনেকটা কনফিউজড যে আসলে আমার দ্বারা হবে কিনা আর প্রোগ্রামিং এর উপর ইণ্টারেস্টেড কিন্ত এইখানে কিচু গানিতিক ব্যাপার স্যাপার আছে আর আমি গনিতে অনেক দুর্বল… দেখি তবুও চেস্টা করব (সবে ইন্টার দিব ভাই )

এখন এইসব সার্টিফিকেশনের নাম শুনলেই ভয় লাগে। পরীক্ষা দিতে যা টাকা লাগে ……কয়েকদিন RHCE এর জন্য দৌড়াইছিলাম, ভাবছিলাম এক্সাম দিমু। কিন্তু দেয়া মনে আর হইল না। মাথায় নতুন ভূত ঢুকছে। শেল স্ক্রীপ্ট শেখা ছাড়া পরীক্ষার হলে বসমু না। যদিও পরীক্ষায় এই জিনিস লাগে না। মন্টা যে কতদিকে যাইতে চায়। শেষ পর্যন্ত নিজেরেই হারাইয়্যা ফেলি।

    Level 0

    @Mashpy Says: হা হা হা হাঁসালেন ভাই। কে বলছে আপনাকে সব সার্টিফিকেট নিতে? ব্যাপারটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপর নিজের career গড়তে চান? আগে সেই বিষয় ভালো ভাবে আয়ত্ব করেন, তারপর আপনি certification এর জন্য apply করেন। আর প্রতিদিন মাথায় নতুন নতুন ভুত ঢুকালে তো নিজের career টাই ধ্বংস হয়ে যাবে। একবার আমাদের company তে একটা ছেলে programmer হিসেবে জব করার জন্য apply করছিল। ছেলেটা একই সাথে SUN JAVA, RHCE, CCNA, MCSE, ORACLE এগুলোর উপর Certified ছিল। কিন্তু আমরা তাকে ডাকার ও প্রয়োজন বোধ করি নাই। কারন একজন মানুষের যে কোন একটা এইম থাকতে হয়। আর আমরা তার মধ্যে কোন এইমই খুজে পেলামনা। এর প্রমান তার multy type এর সার্টিফিকেশন। একটা মানুষ কি একই সাথে উড়ো জাহাজ আর সামুদ্রিক জাহাজ চালাতে পারে? আজ তিন বছর php নিয়ে পড়ে আছি, এখনো মনে হচ্ছে php এর ১০% ও শিখতে পারলাম না। বাকিটা আশাকরি বুঝে নিবেন….আর হ্যাঁ কিছু logical বিষয় আছে, যার জন্য আপনি পি এইচ পি এর পাশাপাশি শিখতে পারেন। যেমন oracle, আমরা চাইলে oracle কে আমাদের php project এর database হিসেবে use করতে পারি, আর এর জন্য নিশ্চয়ই ocp certified হওয়া দরকার নেই! আবার যেমন আমরা উবুন্ত কিংবা রেডহ্যাট শিখতে পারি, এতে আমরা আমাদের coding টা অনেক securely লিখতে পারি, কিন্তু এর জন্য নিশ্চয়ই Red hat সার্টিফাইড হওয়া দরকার নেই!
    মন্তব্য করার জন্য ধন্যবাদ

      একবার আমাদের company তে একটা ছেলে programmer হিসেবে জব করার জন্য apply করছিল। ছেলেটা একই সাথে SUN JAVA, RHCE, CCNA, MCSE, ORACLE এগুলোর উপর Certified ছিল। কিন্তু আমরা তাকে ডাকার ও প্রয়োজন বোধ করি নাই। কারন একজন মানুষের যে কোন একটা এইম থাকতে হয়। আর আমরা তার মধ্যে কোন এইমই খুজে পেলামনা। এর প্রমান তার multy type এর সার্টিফিকেশন। একটা মানুষ কি একই সাথে উড়ো জাহাজ আর সামুদ্রিক জাহাজ চালাতে পারে?

      —– আমি বলব আপনারা যে ডাকেন নি সে সিদ্ধান্তটা হয়ত ভুল ছিল। একটা মানুষের আগ্রহ থাকতেই পারে। সবার একইসাথে বিভিন্ন কাজ করার সামর্থ্য এবং ধৈর্য অবশ্যই ভিন্ন। কেউ হয়ত নেশার কারনে পুরো পিসির জন্যই ডেডিকেট হয় আবার কেউ ভবিষৎতের প্রয়োজনে টেকনোলজি কোন নির্দিষ্ট বিষয় শেখার চেষ্টা করে। কেউ পারে একই সাথে পরীক্ষা, টিউশনি, পিসি সবগুলোকেই সাথে নিয়ে চলতে, আবার কেউ শুধুমাত্র পরীক্ষার উদ্দেশ্যেই নিজেকে উৎসর্গ করতে ব্যস্ত হয়। কেউ দেখা যায় কম্পিউটার ছোট বেলা থেকেই ইউজ করছে তার কারনে হয়ত তার অনেক কিছুই জানা।

      যারা বিভিন্ন বড় বড় প্রজেক্ট ডেভেলাপ করে তাদের কি অনেক কিছু জানতে হয় না। হয়ত এখানে অনেক কথা থাকতে পারে যে সব কিছু জানা লাগে না। টিমওয়ার্কের মাধ্যমে বিশাল প্রজেক্টগুলো সম্পন্ন হয়। ভার্সিটির শিক্ষকদের সাথেও আইটি ইন্ড্রাস্ট্রির একটা যোগাযোগ থাকে। নতুন কিছু চিন্তা বা গবেষণা রিয়েল টাইমে ইমপ্লিমেন্ট করতে পারে। তবুও তো একটা মানুষকে অনেক কিছু জানতে হয়। সে হিসেবে একই সাথে SUN JAVA, RHCE, CCNA, MCSE, ORACLE উপর দক্ষতা তো aim in life না থাকাকে বুঝায় না , সবই টেকনোলজির অংশ আর একটার সাথে আরেকটার সম্পর্ক বিদ্যমান। কারন সবার ধৈর্য বা আগ্রহের পরিধি ভিন্ন। তাছাড়া হয়ত এই ৫ টা সার্টিফিকেশনের জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে, সেইটাই হয়ত একটু অস্বাভাবিক। বাবার এত টাকা থাকলে চাকরির জন্য সার্টিফিকেশনের জন্য দৌড়ানোর কি দরকার, নিজেই ছোট খার আইটি প্রতিষ্ঠান দিতে পারত , যদি উদ্দোক্তার সংখ্যা বা চিন্তা বাংলাদেশে খুব একটা বেশি গড়ে উঠে নি।

Level New

মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য অযুত শুভ কামনা করছি মহান আল্লাহ্‌ তায়ালার কাছে । আশা রাখছি ভবিষ্যতেও এরকম ভাবে আমাদেরকে উৎসাহিত করবেন ।

Level 0

@ Mashpy Says: আপনার ব্যাপারটা হলো এমন। আমি একজন civil engineer কিন্তু হঠাৎ আমার মাথা ব্যাথা শুরু হয়েছে, তাই আমাকে একটা মাথা ব্যাথার doctor এর কাছে না গিয়ে একদম mbbs পাস করার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ ভর্তি হয়ে গেলাম। আবার কিছু দিন পর আমার কম্পিউটারে virus আক্রমন করল, কিন্তু ঐটার জন্য anti virus না use করে একদম c এবং java programming শেখার জন্য ভর্তি হয়ে গেলাম। আর আমি তো শিকারই করেছি যে জানাটা অবশ্যই ভালো। but এইটার জন্য নিশ্চয়ই সার্টিফাইড হওয়া লাগবেনা! দেখুন আমার আগের comments এর শেষ আংশ”আর হ্যাঁ কিছু logical বিষয় আছে, যার জন্য আপনি পি এইচ পি এর পাশাপাশি শিখতে পারেন। যেমন oracle, আমরা চাইলে oracle কে আমাদের php project এর database হিসেবে use করতে পারি, আর এর জন্য নিশ্চয়ই ocp certified হওয়া দরকার নেই! আবার যেমন আমরা উবুন্ত কিংবা রেডহ্যাট শিখতে পারি, এতে আমরা আমাদের coding টা অনেক securely লিখতে পারি, কিন্তু এর জন্য নিশ্চয়ই Red hat সার্টিফাইড হওয়া দরকার নেই!”

আর জানেন? ঐ ছেলে মাত্র ১৫ হাজার টাকার salary range এর জন্য apply করেছে। তার তো উচিৎ ছিল সিষ্টেম analyst post এর জন্য apply করা।

মন্তব্য করার জন্য আবার ও ধন্যবাদ

    আমার জীবন সবে তো শুরু। আপ্নারা বস পাবলিক, প্রফেশনাল লেভেলে কাজ করেন। হয়ত আপনার কমেন্টের মাধ্যমেও আমার অনেক কিছু শেখার আছে। আপনাকে ধন্যবাদ।

Level 2

Masud alam ভাইয়া php তে কোন কিছু মুখস্ত করা লাগে কি????মুখস্ত করা অনেক কঠিন আমার দ্বারা সম্ভব না।আর ভাইয়া আপনি এটার পিছনে ঠিক কি পরিমাণ শ্রম দিয়েছেন বলবেন কি???আর এটা শেখার আগে কি html and css এগুলো কি শেখা লাগে???

    Level 0

    @bdmain:কোন programming language এ খুব একটা বেশি মূখস্ত করতে হয়না। তবে বুঝতে হয়। যেমন আমরা নিশ্টয়ই গনিত মুখস্ত করতে যাই না। তবে যখন কোন অংক ভালো ভাবে বুঝি তখন সেটা আমরা সহযেই সমাধান করে দিতে পারি, হতে পারে সেটা ১০ পৃষ্ঠার অংক। আর সময়ের ব্যাপার তো আগেই বলেছি। আর web development এ professional হতে হলে তো html এবং css কিছুটা জানতে হবেই। তবে খুব বেশিনা…

Level 2

Masud alam ভাইয়া থ্যাংকস । ভাইয়া আমি html মোটামুটি পারি …css try করছি…।ভাইয়া আপনি তিন বছর সময় দিয়েছেন ….বলা যায় একটা অনার্স কোর্সের সমান । আচ্ছা ভাইয়া এখন যেভাবে সবাই জুমলা দিয়ে সাইট বানাচ্ছে……তাতে php xpert দের গুরুত্ব কমার সম্বাবনা আছে কি?? থাকলে বা না থাকলে কিভাবে?আর php কি আমি অন্য পড়ার পাশাপাশি করতে পারব…..নাকি শুধু এটাতে সময় দেয়া উচিত???একজন php xpert হয়ে সবার কথার জবাব দিচ্ছেন সত্যিই আপনি প্রশংসা পাওয়ার যোগ্য.

    Level 0

    @bdmain: php xpert রা তো joomla’r moto বিভিন্ন cms আর framework বানাবে। তারা তো করবে বিভিন্ন application। তারা কেন joomla দিয়ে সাইট বানাবে? তবে হ্যাঁ তারা নিজেরা joomla, wordpress, drupal এর জন্য বিভিন্ন plugin, component, module করে দিতে পারে, যা অন্যরা পারেনা। আর এখানেই তাদের সাফল্য। আর একটা কথা… joomla দিয়ে ভালো মানের web site বানাতে হলেও কিন্তু ভালো php জানা লাগে। যে যত ভালো programming জানবে, বিশেষ করে php oop জানবে…সে joomla, wordpress, drupal, prestashop, opencart, magento দিয়ে তত ভালো web site বানাতে পারবে।

    ধন্যবাদ

Level 0

আপনার লেখা পরে অনুপ্রানিত হলাম। আপনার পরামর্শ গুলা কাজে লাগানোর চেষ্টা করব।

    Level 0

    @nayeem: আপনার কাজে লাগলেই আমার সার্থকতা।

    কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ

Masud Alam, ভাই আপনাকে অনেক ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য! আর এটা কি যেই কোনও education background থেকে করা যায়?

    Level 0

    @khairul islam: বাংলাদেশের প্রথম zce সার্টিফাইড কিন্তু একজন civil engineer….so bujtei parcen….

অভিনন্দন ভাইয়া। আর আপনার দেখানো গাইডলাইন আশা করি অনেকের কাজে লাগবে বিশেষ করে যারা এই পরীক্ষা দিতে চাইবে। ধন্যবাদ।

Level 0

কষ্ট টিউনটি পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।

পড়ে ভালো লাগলো অবশেষে ঠিক করলাম পিএইচপি শিখবো আর এটা নিয়েই কাজ করবো ৬ মাস দ্বিধা দন্দে ছিলাম কি নিয়ে কাজ করবো কিন্তু এখন পিএইচপি ঠিক করলাম ।

আমি এইচটিএমএল, সিএসএস , জাভা মোটামুটি করেছি এখন পিএইচপি শুরু করবো আপনি যদি ভালো টিউটোরিয়াল গুলো তুলে ধরে অনলাইন এ শেখার রাস্তা টা সহজ করে দিতেন অনেক উপকার হত ।