আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বেশ অনেকদিন পর আজ টেকটিউনসের জন্যে কিছু লিখতে বসলাম। এস.এস.সি ক্যান্ডিডেট হওয়ায় মডারেটিং এও খুব একটা লম্বা সময় দিতে পারছি না। পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে, যার দরূণ টিউনও করতে পারছি না। এতো দীর্ঘ সময় পর টিউন করলাম, কেউ মনে রেখেছেন কিনা কে জানে... 😉
ফেইসবুক নিশ্চয়ই ব্যবহার করে থাকেন? সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্যে ফেইসবুক শীর্ষে। বাংলাদেশেও ফেইসবুক ক্রেইজ খুব একটা কম না। ইতোমধ্যেই বেশ অনেকদিন যাবত আমাদের দেশের কিছু মেধাবী মানুষের হাত ধরে ফেইসবুকে চলছে পেইজ কালচার। তবে ভালোমানের পেইজগুলোর সাথেসাথে আগাছাও গড়ে উঠছে বেশ। এতো-শতো পেইজের ভীড়ে সেরা পেইজগুলোকে তুলে ধরার চেষ্টা করবো এই টিউনে, যা নিঃসন্দেহে আপনার উপকারে আসবে।
অসাধারণ একটি পেইজ, প্রায় প্রতিদিনই পেইজটি আপডেট করা হয়। নিত্যনতুন, মজাদার ও চমকপ্রদ সব ইনফরমেশন নিয়ে সাজানো জিনিয়াস পেইজটি। জিনিয়াসের একটি নমুনা পোস্টঃ
টিউন করাকালীন সময়ে জিনিয়াসে ফ্যান সংখ্যা ৫০, ৯৪৪ জন। পেইজের মেম্বাররাও যথেষ্ট একটিভ। পেজটির লিঙ্কঃGenius | জিনিয়াস
অসাধারণ একটি পেইজ। সাধারণ জ্ঞান নির্ভর এই পেইজটি নিয়মিত জ্ঞানমূলক সব তথ্যসমৃদ্ধ পোস্ট দিয়ে আপডেট হয়। টিউন করাকালীন সময়ে তাদের ফ্যান সঙ্খ্যা ৩৬, ৪৩৬ জন। পেইজটির একটি নমুনা পোস্টঃ
পেইজটি ঘুরে আসতে এখানে যেতে পারেনঃ আপনি জানেন কি? (General Knowledge)
অতি সম্প্রতি তৈরি করা পেইজ এটি। প্রযুক্তিবিশ্বের সর্বশেষ খবরাখবর, টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল ও বিভিন্ন সফটওয়্যারের রিভিউ নিয়ে সাজানো হয়েছে পেইজটি।প্রযুক্তি কথনের নমুনা পোস্টঃ
পেইজটি থেকে ঘুরে আসতে এই লিঙ্কে যানঃ | প্রযুক্তি কথন |
আমার অন্যতম প্রিয় একটি পেইজ। সাধারণ জ্ঞান নির্ভর অসাধারণ এই পেজটির ফ্যান সঙ্খ্যা সাড়ে দশ হাজার এর কাছাকাছি। নিয়মিত আপডেট করা হয় পেইজটি। পেইজটির নমুনা পোস্টঃ
পেইজটি থেকে ঘুড়ে আসতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ "চতুর্থ মাত্রা"
গণ্যমান্য মনীষীদের অসাধারণ সব বাণীর পসরা সাজিয়ে বসেছে এই পেইজটি। প্রায় প্রতিদিনই আপনার জন্যে থাকছে দারূণ সব বাণী। দারূন এই পেইজটির মেম্বার সঙ্খ্যা ৩৮ হাজারের কাছাকাছি।
পেইজটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন - •|• গুনীজনদের বাণী •|•
ফেইসবুকের এই পেইজটিও জ্ঞানমূলক তথ্যনির্ভর। নিয়মিত আপডেট হওয়া পেইজটির ফ্যান রয়েছে প্রায় সাড়ে ২৩ হাজারের মত। নমুনা পোস্টঃ
পেইজটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ জ্ঞানকোষ
আগামী পহেলা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে আমাদের এস এস সি পরীক্ষা। প্রস্তুতি মোটামোটি বলা চলে। সবার কাছ থেকে দোয়া নেয়ার জন্যেই মূলত পোস্টটি করা। সবাই দোয়া করবেন আমাদের জন্যে যেন এস এস সিতে ভালো রেজাল্ট করে বাবা-মার আশা রাখতে পারি। এস এস সির জন্যে সাময়িক বিদায় নিতে হবে টেকটিউনস থেকে। তার আগে আমার সম্পর্কে খানিকটা কথাঃ
আমার সম্পর্কেঃ
আমি ডিজে আরিফ । আসল নাম মোঃআরিফুল ইসলাম পলাশ। ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে পড়াশোনা করছি, এস এস সি ক্যান্ডিডেট। টেকটিউনসের সাথে আছি ২০০৯ থেকে, মডারেটরের দায়িত্ব পালন করছি ২০১১ থেকে। গত বেশ অনেকদিন যাবত টেকটিউনসের মডারেটিং এ খুব একটা নজড় দিতে পারিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায়। সাইফুল দোস্তকে অনেক ধন্যবাদ আমার অনুপস্থিতিতে মডারেটিং এর দায়িত্ব পালন করার জন্যে। দিনে মাত্র ২-৩ ঘণ্টা সময় দিতে পেরেছি আমি, কিন্তু সে প্রায় সবসময়ই ছিল। প্রযুক্তিকে ভালোবাসি বলেই টেকটিউনসের সাথে থাকা। প্রযুক্তিকে ঘিরেই ক্যারিয়ার গড়তে ইচ্ছুক। সবার কাছে দোয়াপ্রার্থী।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
খুব সুন্দর হয়েছে ।। সময় পেলে ঘুরে আসবেন আমার ছোট্ট রেডিও ব্লগ থেকে যেখানে আপনি শুনতে পাবেন বাংলাদেশ সহ অনেক গুলো দেশের জনপ্রিয় রেডিও সমূহ “
লিঙ্ক মুছে দেয়া হলো” আর আপনার জন্য দোয়া করি যেন গোল্ডেন A+ পেয়ে আমাদের টেকটিউন্সের মুখ উজ্জল করতে পারেন ।। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন ।। আমিন ।।